ETV Bharat / state

Clash at Kandi Court: বিবাহ বিচ্ছেদের মামলা ঘিরে আদালত চত্বরে তুমুল হাতাহাতি, জখম 3 - আদালত চত্বরে তুমুল হাতাহাতি

মুর্শিদাবাদের কান্দি মহকুমা আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা চলছিল ৷ কাজকর্ম শেষের পথে ৷ হঠাৎ আদালত চত্বরেই আইনজীবীর চেম্বারের মধ্যে দু'পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। অভিযোগ, খোরপোশের টাকা পেয়েও স্বামীর আত্মীয়দের মারধর করেছে স্ত্রীয়ের সঙ্গে আসা লোকজন।

ETV Bharat
কান্দি মহকুমা আদালতে বিচ্ছেদের মামলা চলাকালীন হাতাহাতিতে
author img

By

Published : Aug 5, 2023, 7:12 AM IST

Updated : Aug 5, 2023, 7:35 AM IST

কান্দি, 5 অগস্ট: বিবাহ বিচ্ছেদের মামলা ঘিরে আদালতের চত্বরে হাতাহাতি দু'পক্ষের ৷ পরে একে অপরকে লক্ষ্য করে ইটও ছুড়ল দু'পক্ষ। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের কান্দি মহকুমা আদালতের এক আইনজীবীর চেম্বারে ৷ এই তুমুল মারামারির ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। তাঁদের মধ্যে তিনজন জখম অবস্থায় কান্দি মহকুমা হাসপাতালে ভরতি ৷

সূত্রে জানা গিয়েছে, স্বামী-স্ত্রীর বিবাহ বিচ্ছেদ নিয়ে দুই পক্ষকে পাশাপাশি বসিয়ে আলোচনা চলছিল আইনজীবীর চেম্বারে ৷ আলোচনা শেষ হতে না হতেই স্বামী ও স্ত্রী- উভয় পক্ষের মধ্যে তুমুল কথা-কাটাকাটি শুরু হয় ৷ এরপরই আচমকা স্ত্রীর পক্ষের লোকজন চেম্বারের বাইরে থাকা লোহার বোর্ড দিয়ে স্বামীর আত্মীয়দের আঘাত করেন বলে অভিযোগ ৷ এরপর উভয় পক্ষ একে অপরকে লক্ষ্য করে ইট ছুড়তে থাকে ৷ ঘটনার খবর দেওয়া হয় কান্দি থানায় ৷ চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয় আদালত চত্বরে ৷

স্বামী মুকলেশ্বর রহমান কান্দি থানার হিজল নতুন গ্রাম এলাকার বাসিন্দা ৷ তাঁর অভিযোগ, 10 বছর আগে তাঁদের বিয়ে হয়েছে ৷ দম্পতির একটি সন্তান রয়েছে ৷ বিয়ের পর তাঁর স্ত্রী বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন ৷ ঘটনা জানাজানি হতে বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের হয় ৷ স্ত্রীর পরিবার স্বামীর থেকে 2 লক্ষ 25 হাজার টাকা দাবি করেছিল ৷

শুক্রবার আদালতে হাজিরা দেওয়ার তারিখ ছিল ৷ এদিন স্ত্রীর দাবি মিটিয়ে দেন স্বামী মুকলেশ্বর রহমান ৷ আদালতে কাজকর্ম মিটে যাওয়ার পর স্ত্রীর বাড়ির লোকেরা স্বামীর উপর এবং তাঁর সঙ্গে থাকা লোকজনদের উপর চড়াও হয় বলে অভিযোগ ৷ কোর্টের মধ্যে লাগানো বোর্ড তুলে তাদের মারধর করতে শুরু করে ৷ স্ত্রীর পক্ষের লোকেরা মারধরে মাথা ফাটে মুকলেশ্বরের। পরিবারের অন্য কয়েকজনও আহত হন ৷

ঘটনায় হামলাকারীদের শাস্তির দাবি জানিয়েছে মুকলেশ্বরের পরিবার ৷ প্রতিবেশী আব্দুল ফরিদ শেখ জানান, দীর্ঘদিন সংসারে অশান্তি চলছিল ৷ এর মীমাংসার করতে উভয়পক্ষ আজ আদালতে আসে ৷ স্ত্রীর পক্ষ থেকে দাবি অনুযায়ী টাকাও মিটিয়ে দেওয়া হয় ৷ তারপর হঠাৎ স্ত্রীর বাড়ির লোকেরা হামলা চালায় ৷ ঘটনা সম্পর্কে স্ত্রী পক্ষের বক্তব্য এখনও জানা যায়নি।

আরও পড়ুন: বিবাহবিচ্ছেদ চাওয়ায় স্ত্রীকে খুন, দুর্গাপুরকাণ্ডে আদালতে স্বীকার স্বামী

কান্দি, 5 অগস্ট: বিবাহ বিচ্ছেদের মামলা ঘিরে আদালতের চত্বরে হাতাহাতি দু'পক্ষের ৷ পরে একে অপরকে লক্ষ্য করে ইটও ছুড়ল দু'পক্ষ। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের কান্দি মহকুমা আদালতের এক আইনজীবীর চেম্বারে ৷ এই তুমুল মারামারির ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। তাঁদের মধ্যে তিনজন জখম অবস্থায় কান্দি মহকুমা হাসপাতালে ভরতি ৷

সূত্রে জানা গিয়েছে, স্বামী-স্ত্রীর বিবাহ বিচ্ছেদ নিয়ে দুই পক্ষকে পাশাপাশি বসিয়ে আলোচনা চলছিল আইনজীবীর চেম্বারে ৷ আলোচনা শেষ হতে না হতেই স্বামী ও স্ত্রী- উভয় পক্ষের মধ্যে তুমুল কথা-কাটাকাটি শুরু হয় ৷ এরপরই আচমকা স্ত্রীর পক্ষের লোকজন চেম্বারের বাইরে থাকা লোহার বোর্ড দিয়ে স্বামীর আত্মীয়দের আঘাত করেন বলে অভিযোগ ৷ এরপর উভয় পক্ষ একে অপরকে লক্ষ্য করে ইট ছুড়তে থাকে ৷ ঘটনার খবর দেওয়া হয় কান্দি থানায় ৷ চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয় আদালত চত্বরে ৷

স্বামী মুকলেশ্বর রহমান কান্দি থানার হিজল নতুন গ্রাম এলাকার বাসিন্দা ৷ তাঁর অভিযোগ, 10 বছর আগে তাঁদের বিয়ে হয়েছে ৷ দম্পতির একটি সন্তান রয়েছে ৷ বিয়ের পর তাঁর স্ত্রী বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন ৷ ঘটনা জানাজানি হতে বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের হয় ৷ স্ত্রীর পরিবার স্বামীর থেকে 2 লক্ষ 25 হাজার টাকা দাবি করেছিল ৷

শুক্রবার আদালতে হাজিরা দেওয়ার তারিখ ছিল ৷ এদিন স্ত্রীর দাবি মিটিয়ে দেন স্বামী মুকলেশ্বর রহমান ৷ আদালতে কাজকর্ম মিটে যাওয়ার পর স্ত্রীর বাড়ির লোকেরা স্বামীর উপর এবং তাঁর সঙ্গে থাকা লোকজনদের উপর চড়াও হয় বলে অভিযোগ ৷ কোর্টের মধ্যে লাগানো বোর্ড তুলে তাদের মারধর করতে শুরু করে ৷ স্ত্রীর পক্ষের লোকেরা মারধরে মাথা ফাটে মুকলেশ্বরের। পরিবারের অন্য কয়েকজনও আহত হন ৷

ঘটনায় হামলাকারীদের শাস্তির দাবি জানিয়েছে মুকলেশ্বরের পরিবার ৷ প্রতিবেশী আব্দুল ফরিদ শেখ জানান, দীর্ঘদিন সংসারে অশান্তি চলছিল ৷ এর মীমাংসার করতে উভয়পক্ষ আজ আদালতে আসে ৷ স্ত্রীর পক্ষ থেকে দাবি অনুযায়ী টাকাও মিটিয়ে দেওয়া হয় ৷ তারপর হঠাৎ স্ত্রীর বাড়ির লোকেরা হামলা চালায় ৷ ঘটনা সম্পর্কে স্ত্রী পক্ষের বক্তব্য এখনও জানা যায়নি।

আরও পড়ুন: বিবাহবিচ্ছেদ চাওয়ায় স্ত্রীকে খুন, দুর্গাপুরকাণ্ডে আদালতে স্বীকার স্বামী

Last Updated : Aug 5, 2023, 7:35 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.