কান্দি, 5 অগস্ট: বিবাহ বিচ্ছেদের মামলা ঘিরে আদালতের চত্বরে হাতাহাতি দু'পক্ষের ৷ পরে একে অপরকে লক্ষ্য করে ইটও ছুড়ল দু'পক্ষ। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের কান্দি মহকুমা আদালতের এক আইনজীবীর চেম্বারে ৷ এই তুমুল মারামারির ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। তাঁদের মধ্যে তিনজন জখম অবস্থায় কান্দি মহকুমা হাসপাতালে ভরতি ৷
সূত্রে জানা গিয়েছে, স্বামী-স্ত্রীর বিবাহ বিচ্ছেদ নিয়ে দুই পক্ষকে পাশাপাশি বসিয়ে আলোচনা চলছিল আইনজীবীর চেম্বারে ৷ আলোচনা শেষ হতে না হতেই স্বামী ও স্ত্রী- উভয় পক্ষের মধ্যে তুমুল কথা-কাটাকাটি শুরু হয় ৷ এরপরই আচমকা স্ত্রীর পক্ষের লোকজন চেম্বারের বাইরে থাকা লোহার বোর্ড দিয়ে স্বামীর আত্মীয়দের আঘাত করেন বলে অভিযোগ ৷ এরপর উভয় পক্ষ একে অপরকে লক্ষ্য করে ইট ছুড়তে থাকে ৷ ঘটনার খবর দেওয়া হয় কান্দি থানায় ৷ চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয় আদালত চত্বরে ৷
স্বামী মুকলেশ্বর রহমান কান্দি থানার হিজল নতুন গ্রাম এলাকার বাসিন্দা ৷ তাঁর অভিযোগ, 10 বছর আগে তাঁদের বিয়ে হয়েছে ৷ দম্পতির একটি সন্তান রয়েছে ৷ বিয়ের পর তাঁর স্ত্রী বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন ৷ ঘটনা জানাজানি হতে বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের হয় ৷ স্ত্রীর পরিবার স্বামীর থেকে 2 লক্ষ 25 হাজার টাকা দাবি করেছিল ৷
শুক্রবার আদালতে হাজিরা দেওয়ার তারিখ ছিল ৷ এদিন স্ত্রীর দাবি মিটিয়ে দেন স্বামী মুকলেশ্বর রহমান ৷ আদালতে কাজকর্ম মিটে যাওয়ার পর স্ত্রীর বাড়ির লোকেরা স্বামীর উপর এবং তাঁর সঙ্গে থাকা লোকজনদের উপর চড়াও হয় বলে অভিযোগ ৷ কোর্টের মধ্যে লাগানো বোর্ড তুলে তাদের মারধর করতে শুরু করে ৷ স্ত্রীর পক্ষের লোকেরা মারধরে মাথা ফাটে মুকলেশ্বরের। পরিবারের অন্য কয়েকজনও আহত হন ৷
ঘটনায় হামলাকারীদের শাস্তির দাবি জানিয়েছে মুকলেশ্বরের পরিবার ৷ প্রতিবেশী আব্দুল ফরিদ শেখ জানান, দীর্ঘদিন সংসারে অশান্তি চলছিল ৷ এর মীমাংসার করতে উভয়পক্ষ আজ আদালতে আসে ৷ স্ত্রীর পক্ষ থেকে দাবি অনুযায়ী টাকাও মিটিয়ে দেওয়া হয় ৷ তারপর হঠাৎ স্ত্রীর বাড়ির লোকেরা হামলা চালায় ৷ ঘটনা সম্পর্কে স্ত্রী পক্ষের বক্তব্য এখনও জানা যায়নি।
আরও পড়ুন: বিবাহবিচ্ছেদ চাওয়ায় স্ত্রীকে খুন, দুর্গাপুরকাণ্ডে আদালতে স্বীকার স্বামী