লালবাগ, 26 ফেব্রুয়ারি: নিমতিতা বিস্ফোরণ কাণ্ডে আরও দু’জনকে গ্রেপ্তার করল সিআইডি ৷ ঘটনার ন’দিন পর এই সাফল্য পেলেন রাজ্য় পুলিশের গোয়েন্দারা ৷
শুক্রবার সুতি থানার বাজিতপুর গ্রাম পঞ্চায়েতের রঘুনাথপুর থেকে আটক করা হয় আবদুর সামাদকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করা হয়। অপর দিকে, এদিনই ঝাড়খণ্ড থেকে গ্রেপ্তার করা হয়েছে আরও এক অভিযুক্তকে। যদিও তদন্তের স্বার্থে তার নাম প্রকাশ্যে আনেনি সিআইডি ৷ এদিন ধৃত আবদুর সামাদকে লালবাগ মহকুমা আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেয় তারা ৷
সূত্রের খবর, ঝাড়খণ্ড থেকে অন্য ধৃতকে শনিবার কৃষ্ণনগর আদালতে হাজির করা হবে ৷ এমনকি, এই ঘটনায় বাংলাদেশি জঙ্গিগোষ্ঠীর যোগ রয়েছে বলেও মনে করা হচ্ছে।
আরও পড়ুন: নিমতিতাকাণ্ডে সিআইডির জালে 1 বাংলাদেশি
গত 17 ফেব্রুয়ারি রাত 10টা নাগাদ নিমতিতা স্টেশনে ভয়াবহ বিস্ফোরণে গুরুতর জখম হন রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন। এখনও তিনি হাসপাতালে চিকিৎসাধীন ৷ পাশাপাশি, জখম হয়েছেন আরও 27 জন। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের হাত-পা উড়ে গিয়েছে বিস্ফোরণে।
বিস্ফোরণের পরদিনই তদন্তভার হাতে নেয় সিআইডি ৷ তদন্তে উঠে আসে বিস্ফোরণে ব্যবহার করা হয়েছিল আইইডি ৷ ঘটনায় গোরু পাচারকারী ও বাংলাদেশি জঙ্গিযোগের সম্ভাবনা তৈরি হয় সেখান থেকেই ৷ তদন্তে নেমে আবদুরের খোঁজ পান গোয়েন্দারা ৷ এদিন সকালে তাকে তার বাড়ি থেকেই গ্রেপ্তার করা হয় ৷