ETV Bharat / state

Anubrata Mandal: কলকাতায় অনুব্রত, ডোমকলে দেহরক্ষীর বাড়িতে 15 ঘণ্টা তল্লাশি সিবিআইয়ের

অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) দেহরক্ষী সেহেগাল হোসেনের ডোমকলের বাড়িতে হানা দিল সিবিআই ৷ দীর্ঘ 15 ঘণ্টা ধরে চলে তল্লাশি (CBI raid in the house of Anubrata Mandals bodyguard)৷

author img

By

Published : Jun 2, 2022, 8:58 AM IST

cbi-raid-in-the-house-of-anubrata-mandals-bodyguard
কলকাতায় এলেন অনুব্রত, ডোমকলে দেহরক্ষীর বাড়িতে 15 ঘণ্টা তল্লাশি সিবিআইয়ের

ডোমকল, 2 জুন: বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের দেহরক্ষীর বাড়িতে তল্লাশি চালাল সিবিআই ৷ অনুব্রতর দেহরক্ষী (Anubrata Mandal) সেহেগাল হোসেনের ডোমকলের বাড়িতে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ এ দিকে, 11 দিন পর কলকাতায় এসেছেন অনুব্রত ৷

বুধবার মুর্শিদাবাদের ডোমকলে সেহগাল হোসেনের বাড়িতে সিবিআই হানা দেয় । এই ঘটনায় চাপা উত্তেজনা ছড়ায় এলাকায় । সেহগালের বাড়ির সামনেই মোতায়েন ছিল কেন্দ্রীয় বাহিনী । সাধারণ মানুষের বাড়ির আশপাশে যাতায়াতের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল । সেহগাল হোসেনকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা ৷

উল্লেখ্য, কয়েক সপ্তাহ আগেই গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল সেহগাল হোসেনের মেয়ের । তবে ভিন্ন গাড়িতে থাকায় অক্ষত অবস্থায় ফেরেন সেহগাল । তার পরই এই প্রথমবার তাঁর ডোমকলের বাড়িতে অভিযান চালায় সিবিআই । দীর্ঘ 15 ঘণ্টা ধরে চলে তল্লাশি ৷ বাড়িতেই সেহগালকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানা গিয়েছে ৷ দুপুর 3টে থেকে রাত সওয়া এগারোটা পর্যন্ত অনুব্রতর দেহরক্ষীর বাড়িতে ছিল সিবিআই ৷ এই ঘটনায় শোরগোল পড়ে যায় এলাকায় (CBI raid in the house of Anubrata Mandals bodyguard)৷

আরও পড়ুন: Anubrata Mandal : নিরাপত্তারক্ষী বাড়িতে সিবিআই হানার পর ফের কলকাতায় রওনা দিলেন অনুব্রত

ফের গরুপাচার কাণ্ডে অনুব্রতকে তলব করেছে সিবিআই ৷ বোলপুরে বাড়ি থেকে বুধবার তাই ফের কলকাতার উদ্দেশে রওনা দেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি ৷ প্রায় দেড় মাস পর গত 20 মে কলকাতা থেকে বোলপুরে বাড়িতে ফিরেছিলেন তিনি ৷ 11 দিন পর বোলপুর থেকে ফের কলকাতা ফেরেন তিনি ৷ যদিও এ দিন কলকাতার উদ্দেশে রওনা হওয়ার আগে অনুব্রত বলেন, "3 তারিখ ডাক্তার দেখানোর ডেট আছে, তাই কলকাতা যাচ্ছি ৷ শরীর ভাল নেই, চেক-আপ তো করে যেতেই হবে।"

ডোমকল, 2 জুন: বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের দেহরক্ষীর বাড়িতে তল্লাশি চালাল সিবিআই ৷ অনুব্রতর দেহরক্ষী (Anubrata Mandal) সেহেগাল হোসেনের ডোমকলের বাড়িতে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ এ দিকে, 11 দিন পর কলকাতায় এসেছেন অনুব্রত ৷

বুধবার মুর্শিদাবাদের ডোমকলে সেহগাল হোসেনের বাড়িতে সিবিআই হানা দেয় । এই ঘটনায় চাপা উত্তেজনা ছড়ায় এলাকায় । সেহগালের বাড়ির সামনেই মোতায়েন ছিল কেন্দ্রীয় বাহিনী । সাধারণ মানুষের বাড়ির আশপাশে যাতায়াতের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল । সেহগাল হোসেনকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা ৷

উল্লেখ্য, কয়েক সপ্তাহ আগেই গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল সেহগাল হোসেনের মেয়ের । তবে ভিন্ন গাড়িতে থাকায় অক্ষত অবস্থায় ফেরেন সেহগাল । তার পরই এই প্রথমবার তাঁর ডোমকলের বাড়িতে অভিযান চালায় সিবিআই । দীর্ঘ 15 ঘণ্টা ধরে চলে তল্লাশি ৷ বাড়িতেই সেহগালকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানা গিয়েছে ৷ দুপুর 3টে থেকে রাত সওয়া এগারোটা পর্যন্ত অনুব্রতর দেহরক্ষীর বাড়িতে ছিল সিবিআই ৷ এই ঘটনায় শোরগোল পড়ে যায় এলাকায় (CBI raid in the house of Anubrata Mandals bodyguard)৷

আরও পড়ুন: Anubrata Mandal : নিরাপত্তারক্ষী বাড়িতে সিবিআই হানার পর ফের কলকাতায় রওনা দিলেন অনুব্রত

ফের গরুপাচার কাণ্ডে অনুব্রতকে তলব করেছে সিবিআই ৷ বোলপুরে বাড়ি থেকে বুধবার তাই ফের কলকাতার উদ্দেশে রওনা দেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি ৷ প্রায় দেড় মাস পর গত 20 মে কলকাতা থেকে বোলপুরে বাড়িতে ফিরেছিলেন তিনি ৷ 11 দিন পর বোলপুর থেকে ফের কলকাতা ফেরেন তিনি ৷ যদিও এ দিন কলকাতার উদ্দেশে রওনা হওয়ার আগে অনুব্রত বলেন, "3 তারিখ ডাক্তার দেখানোর ডেট আছে, তাই কলকাতা যাচ্ছি ৷ শরীর ভাল নেই, চেক-আপ তো করে যেতেই হবে।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.