ETV Bharat / state

লরির ধাক্কায় নয়ানজুলিতে বাস উলটে জখম 25 - Bus accident

লরির ধাক্কায় নয়ানজুলিতে উলটে গেল বাস । জখম 25 জন যাত্রী । মুর্শিদাবাদের নবগ্রামের মেহেদিপুরের ঘটনা । লরিটিকে আটক করেছে পুলিশ । তবে লরির চালক ও খালাসি পলাতক ।

দুর্ঘটনা
author img

By

Published : Sep 6, 2019, 8:03 PM IST

নবগ্রাম , 6 সেপ্টম্বর : লরির ধাক্কায় নয়ানজুলিতে উলটে গেল বাস । জখম 25 জন যাত্রী । মুর্শিদাবাদের নবগ্রামের মেহেদিপুরের ঘটনা । লরিটিকে আটক করেছে পুলিশ । তবে লরির চালক ও খালাসি পলাতক ।

বাসের এক যাত্রী জানান, দুপুর তিনটে নাগাদ বাসটি বহরমপুর থেকে জঙ্গিপুরের দিকে যাচ্ছিল । অন্যদিকে জঙ্গিপুর থেকে আসছিল একটি লরি ৷ লরির চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিতে ধাক্কা মারে । ফলে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে । বাসটি উলটে যায় নয়ানজুলিতে ।

আরও পড়ুন : AAP ছাড়লেন বিধায়ক অলকা লাম্বা

স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থানে গিয়ে উদ্ধারকাজ শুরু করে । যাত্রীদেরকে বাসের জানলা ভেঙে বের করা হয় । জখম যাত্রীদের তড়িঘড়ি মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় । তাদের মধ্যে বেশ কয়েকজন মহিলা ও শিশু রয়েছে বলে জানা গেছে । একজন যাত্রীর অবস্থা গুরুতর । বাসের চালকের অবস্থাও আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর৷

নবগ্রাম , 6 সেপ্টম্বর : লরির ধাক্কায় নয়ানজুলিতে উলটে গেল বাস । জখম 25 জন যাত্রী । মুর্শিদাবাদের নবগ্রামের মেহেদিপুরের ঘটনা । লরিটিকে আটক করেছে পুলিশ । তবে লরির চালক ও খালাসি পলাতক ।

বাসের এক যাত্রী জানান, দুপুর তিনটে নাগাদ বাসটি বহরমপুর থেকে জঙ্গিপুরের দিকে যাচ্ছিল । অন্যদিকে জঙ্গিপুর থেকে আসছিল একটি লরি ৷ লরির চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিতে ধাক্কা মারে । ফলে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে । বাসটি উলটে যায় নয়ানজুলিতে ।

আরও পড়ুন : AAP ছাড়লেন বিধায়ক অলকা লাম্বা

স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থানে গিয়ে উদ্ধারকাজ শুরু করে । যাত্রীদেরকে বাসের জানলা ভেঙে বের করা হয় । জখম যাত্রীদের তড়িঘড়ি মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় । তাদের মধ্যে বেশ কয়েকজন মহিলা ও শিশু রয়েছে বলে জানা গেছে । একজন যাত্রীর অবস্থা গুরুতর । বাসের চালকের অবস্থাও আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর৷

Intro:লরির ধাক্কায় নয়ানজুলিতে উল্টাল যাত্রী বোঝায় বাস। ঘটনায় জখম ২৫ জন হাসপাতালে। Body:নবগ্রাম - নিয়ন্ত্রন হারিয়ে লরির চালক যাত্রীবাহি বাসে ধাক্কা মারায় উলটে গেল নয়ানজুলিতে। ঘটনায় জখম প্রায় ২৫ জন বাসের যাত্রী। বাসের চালক সহ এক যাত্রীর অবস্থা আশঙ্কাজনক বলেই চিকিৎসক সূত্রে জানা গিয়েছে। আহতদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে। এদিন সাড়ে তিনটে নাগাদ দুর্ঘটনাটি ঘটে ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর নবগ্রাম থানার মেহেদিপুরে। লরিটি আটক করেছে পুলিশ।
বাসের যাত্রীদের কাছ থেকে জানা গিয়েছে, যাত্রীবোঝায় বেসরকারি বাসটি বগরমপুর থেকে তিনটে নাগাদ ছেড়ে জঙ্গিপুর যাচ্ছিল। এর কিছুক্ষনের মধ্যেই বৃষ্টি শুরু হয়। বাসের কেবিনে বসে থাকা এক যাত্রী বলেন, বাসের চালকের কোন দোষ নাই। জঙ্গিপুরের দিক থেকে আসা লরির চালক নিয়ন্ত্রন হারিয়ে বাসটিতে সরাসরি ধাক্কা মারে। বাসের চালক নিয়ন্ত্রন রাখতে না পারায় উলটে যায়। স্থানীয় মানুষ ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগায়। যাত্রীদের জানালা ভেঙে বার করা হয়। প্রায় ২৫ জন যাত্রীকে চিকিৎসার জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে বেশ কয়েকজন মহিলা ও শিশু রয়েছে। বাসের চালককে কোন রকমে উদ্ধার করা হলেও তাঁর অবস্থা আশঙ্কাজনক বলেই জানা গিয়েছে। অপর এক যাত্রীও মৃত্যুর সঙ্গে লড়ছে। নবগ্রাম থানার পুলিশ লরিটি আটক করেছে। তবে চালক খালাসি পলাতক বলেই জানা গিয়েছে।Conclusion:পুলিশ এসে পরিস্থিতিসামাল দেয়। আটক করা হয়েছে লরিটি।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.