মুর্শিদাবাদ, 7 মার্চ: গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল দুই বিএসএফ জওয়ানের। মুর্শিদাবাদের জলঙ্গির 117 নম্বর ব্যটালিয়নের কাকমারি ক্যাম্পের ঘটনা । বিএসএফ সূত্রে খবর, ওই দুই বিএসএফ জওয়ান কোনও কারণবশত বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন এবং যার ফলে একে অপরকে লক্ষ্য করে গুলি চালান। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় ওই দুই বিএসএফ জওয়ানের । বিএসএফ ক্যাম্পের ভিতরে গুলি চলার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয় কাকমারি বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায় । মৃত এক বিএসএফ জওয়ানের নাম জনসন টকো ৷ তিনি ছত্রিশগড়ের বাসিন্দা। মৃত অপর আর এক জওয়ান এসজি শেখরণ তামিলনাড়ুর বাসিন্দা । কি কারণে ওই বিএসএফ জওয়ানরা নিজেদের মধ্যে ঝামেলায় জড়িয়ে পড়ে সেটিও এখনও স্পষ্ট নয় (Died 2 Bsf Person) ।
আরও পড়ুন: বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে মৃত BSF জওয়ান
ঘটনার পর থেকে বিএসএফের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি । দুই জনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে বিএসএফ সূত্রে খবর । ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে বিএসএফ কর্তৃপক্ষ।