ETV Bharat / state

বাংলাদেশ পাচারের আগে ২০ লাখ টাকার হেরোইন উদ্ধার করল বিএসএফ

author img

By

Published : Jun 12, 2021, 9:32 PM IST

ভারত-বাংলাদেশ সীমান্তের চরভদ্র বিওপি এলাকায় হেরোইন উদ্ধার করল বিএসএফের ১৪১ নম্বর ব্যাটেলিয়নের চার জওয়ান ৷

বাংলাদেশ পাচারের আগে ২০ লাখ টাকার হেরোইন বাজেয়াপ্ত করল বিএসএফ
বাংলাদেশ পাচারের আগে ২০ লাখ টাকার হেরোইন বাজেয়াপ্ত করল বিএসএফ

জলঙ্গি, 12জুন: বাংলাদেশ পাচারের আগে ২০ লাখ টাকার হেরোইন উদ্ধার করল বিএসএফ ৷ এদিন ভারত-বাংলাদেশ সীমান্তের চরভদ্র বিওপি এলাকায় হেরোইন বাজেয়াপ্ত করে বিএসএফের ১৪১ নম্বর ব্যাটেলিয়নের জওয়ান ।

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, চরভদ্র ফরোয়ার্ড বিওপি দিয়ে কাঁটাতারের সীমান্তের পাশ দিয়ে দুই বাইক আরোহীকে যেতে দেখে তাড়া করেন ১৪১ নম্বর ব্যাটেলিয়নের চার জওয়ান । ভারত-বাংলাদেশ সীমান্তের কাছাকাছি বিএসএফ পৌঁছাতেই পাচারকারীরা হেরোইনসহ বেশ কিছু সামগ্রী ফেলে গ্রামে ঢুকে পড়ে । এলাকা তল্লাশি করে বিএসএফের জওয়ানরা দুটি হেরোইনের প্যাকেটসহ বেশ কিছু সামগ্রী উদ্ধার করে । তবে পাচারকারীরা পলাতক ৷

বিএসএফের কমান্ডেন্ট এন এস রাউতেলা প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, বিএসএফের তাড়া খেয়ে মোটরবাইকে চেপে ভারতীয় সীমান্তের গ্রামে ঢুকে পড়ে দুই পাচারকারী । বাজেয়াপ্ত হেরোইন জলঙ্গি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ।

জলঙ্গি, 12জুন: বাংলাদেশ পাচারের আগে ২০ লাখ টাকার হেরোইন উদ্ধার করল বিএসএফ ৷ এদিন ভারত-বাংলাদেশ সীমান্তের চরভদ্র বিওপি এলাকায় হেরোইন বাজেয়াপ্ত করে বিএসএফের ১৪১ নম্বর ব্যাটেলিয়নের জওয়ান ।

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, চরভদ্র ফরোয়ার্ড বিওপি দিয়ে কাঁটাতারের সীমান্তের পাশ দিয়ে দুই বাইক আরোহীকে যেতে দেখে তাড়া করেন ১৪১ নম্বর ব্যাটেলিয়নের চার জওয়ান । ভারত-বাংলাদেশ সীমান্তের কাছাকাছি বিএসএফ পৌঁছাতেই পাচারকারীরা হেরোইনসহ বেশ কিছু সামগ্রী ফেলে গ্রামে ঢুকে পড়ে । এলাকা তল্লাশি করে বিএসএফের জওয়ানরা দুটি হেরোইনের প্যাকেটসহ বেশ কিছু সামগ্রী উদ্ধার করে । তবে পাচারকারীরা পলাতক ৷

বিএসএফের কমান্ডেন্ট এন এস রাউতেলা প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, বিএসএফের তাড়া খেয়ে মোটরবাইকে চেপে ভারতীয় সীমান্তের গ্রামে ঢুকে পড়ে দুই পাচারকারী । বাজেয়াপ্ত হেরোইন জলঙ্গি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.