রানিনগর, 1 সেপ্টেম্বর: পদ্মায় ঝাঁপ দিয়ে তিন মৎস্যজীবীর প্রাণ বাঁচাল BSF-র বামনাবাদ BPO-র 117 নম্বর ব্যাটেলিয়ানের জওয়ান । মাঝ নদী থেকে উদ্ধার করে তাঁদের বামনাবাদ BPO-তে নিয়ে আসা হয় ৷ সেখানে প্রাথমিক চিকিৎসার পর তিনজনকে রানিনগর ব্লক হাসপাতালে ভরতি করা হয় ।
আজ সকালে মাঝ নদী থেকে তিন মৎস্যজীবীকে ডুবে যাওয়ার থেকে বাঁচায় BSF-র বামনাবাদ BPO-র জওয়ানরা ৷ ওই তিন মৎস্যজীবীর নাম সিরাজুল শেখ, সাহাদুল শেখ ও বিলুক মোল্লা। সিরাজুল ও সাহাদুলের বাড়ি রানিনগর থানার পোল্লাঘাটি । অপর জনের বাড়ি বামনাবাদ । BSF জওয়ান জানিয়েছে, আজ সকালে ওই তিন মৎস্যজীবী পদ্মায় মাছ ধরতে যায় । জলে স্রোত থাকায় টিনের তৈরি নৌকা নিয়েই মাঝ নদীতে চলে যায় । প্রচন্ড স্রোতের মুখে নৌকা পালটি মারে ৷ তখন চিৎকার করতেই BSF-র SI অশোক কুমারের নেতৃত্বে দুই জওয়ান স্পিড বোট নিয়ে উদ্ধারে নামেন।
তিনজনকেই স্পিড বোটে তুলে পারে নিয়ে আসা হয় । এরপর বাহিনীর ক্যাম্পে এনে প্রাথমিক চিকিৎসার পর তাঁদের সরকারি হাসপাতালে ভরতি করা হয়।