সাগরপাড়া, 15 অক্টোবর : বাংলাদেশ পাচারের আগে 1 লাখ 33 হাজার টাকার ফেনসিডিল বাজেয়াপ্ত করল BSF । আজ ভোর সাড়ে চারটে নাগাদ বহরমপুর সেক্টরের 117 নম্বর ব্যাটেলিয়ন বামনাবাদ BOP এলাকা থেকে কাফ সিরাপের বোতলগুলি বাজেয়াপ্ত করে। তবে পাচারকারীরা পদ্মা সাঁতরে পালিয়ে যায় বলে দাবি BSF-র।
বামনাবাদ ক্রমশ মাদক পাচারের করিডর হয়ে উঠছে । এই এলাকার চর পার হলেই সীমান্তের ওপারে যাওয়ার সুবিধা রয়েছে। ফলে, মাদক পাচারকারীরা এই এলাকাকেই করিডর হিসাবে বেছে নিয়েছে । কাফ সিরাপ আসে নদিয়া জেলা থেকে । আমদানিতেও পুলিশের সঙ্গে যোগসাজশের অভিযোগ উঠেছে । খুব সহজেই নদী পার হয়ে নদিয়া থেকে ফেনসিডিল মজুত হয় ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তবর্তী সাগরপাড়া থানা এলাকায়।
100 মিলিলিটারের এক বোতল কাফ সিরাপের দাম পড়ে 110-120 টাকা । সীমান্তের ওপারে ওই সিরাপের দাম ওঠে 600-650 টাকা। প্রচুর লাভের কারণে সীমান্ত লাগোয়া গ্রামের অধিকাংশ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এই কারবারের সঙ্গে জড়িত। আজ ভোরে ফেনসিডিল সীমান্ত পার করতে গিয়ে BSF-র নজরে পড়ে যায় পাচারকারীরা। তাদের ধাওয়া করে BSF ৷ মোট 787 বোতল ফেনসিডিল বাজেয়াপ্ত করা হয়েছে ।