জলঙ্গি, 8 অক্টোবর : ভারত-বাংলাদেশ আর্ন্তজাতিক সীমান্তে বাজেয়াপ্ত করা হল লাখ টাকার ফেন্সিডিল ৷ পাচারের আগে সেগুলি বাজেয়াপ্ত করে সীমান্তরক্ষী বাহিনী । বামনাবাদ BOP থেকে 117 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা ওই ফেন্সিডিল বাজেয়াপ্ত করেছেন ।
জেলায় NIA ও CBI তদন্তের পর কয়েকদিন জেলা সংলগ্ন বাংলাদেশ সীমান্তে পাচারকারীদের পা পড়েনি । স্থানীয়দের অভিযোগ, ফের বাড়ছে মাদক পাচার ।
ভোরে কাঁটাতার লাগোয়া এলাকায় ইতস্তত ঘুরতে দেখে সন্দেহ হয় BSF জওয়ানদের । 117 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা পাচারকারীদের তাড়া করেন । সেই সময় ফেন্সিডিল রেখেই দুই পাচারকারী পালিয়ে যায় । দু'টি বস্তা থেকে উদ্ধার হয়েছে 520 বোতল ফেন্সিডিল । বাজেয়াপ্ত ফেন্সিডিলের বাজারমূল্য 88 হাজার টাকার বেশি ।