জঙ্গিপুর, 6 অগস্ট: মোটর বাইকের যন্ত্রাংশের মধ্যে লুকিয়ে বাংলাদেশ থেকে এদেশে পাচার করা হচ্ছিল প্রচুর সোনা । কিন্তু পাচারকারীদের সেই পরিকল্পনা ভেস্তে গেল সীমান্ত রক্ষী বাহিনীর তৎপরতায় ৷ মোটার বাইকের যন্ত্রাংশ খুলে তার ভিতর থেকে 1 কোটি 10 লক্ষ টাকার সোনার বিস্কুট বাজেয়াপ্ত করল বিএসএফের 115 নম্বর ব্যাটেলিয়ন । রবিবার সকাল এগারোটা নাগাদ সোনার বিস্কুটগুলি বাজেয়াপ্ত করা হয় বিএসএফ দক্ষিণবঙ্গ সীমান্তের সীমান্ত চৌকি বয়রাঘাট, বিওপি এলাকায় । টাকার লোভে এই সোনা পাচার করতে গিয়ে বিএসএফের হাতে আটক হয়েছে জায়রুল শেখ নামে এক রাজমিস্ত্রি ।
বিএসএফের তরফে জানানো হয়েছে মোট 1 কেজি 831.95 গ্রাম ওজনের 15টি সোনার বিস্কুট বাজেয়াপ্ত করা হয়েছে ৷ সেগুলির আনুমানিক বাজার মূল্য 1 কোটি 10 লক্ষ টাকা ৷ আটক জায়রুল শেখের বাড়ি মুর্শিদাবাদের ফিরোজপুর । বিএসএফ-এর 115 নম্বর ব্যাটলিয়নের জওয়ানরা গোয়েন্দা বিভাগ থেকে তথ্য পেয়েছিলেন, সীমান্তের ওই অংশ দিয়ে সোনা পাচার হতে চলেছে । এরপর জওয়ানরা ফিরোজপুর গ্রামের দিক থেকে একটি মোটরসাইকেলে একজন সন্দেহভাজন ব্যক্তিকে আসতে দেখেন । বিওপি গেটে জওয়ানরা তাকে থামিয়ে সোনা চোরাচালান সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে । জিজ্ঞাসাবাদে সে আতঙ্কিত হয়ে তার মোটরসাইকেলের নিচের অংশে (চেইন কভারের কাছে ক্যাভিটি) সোনা লুকিয়ে রাখার কথা স্বীকার করে । তারপরে, জওয়ানরা ঘটনাস্থলেই ওই ব্যক্তিকে আটক করে ৷ জিজ্ঞাসাবাদের জন্য সীমান্ত চৌকিতে নিয়ে যাওয়া হয় ওই ব্যক্তিকে ৷
আরও পড়ুন: 400 কোটির হেরোইন ও আগ্নেয়াস্ত্র-সহ পঞ্জাব পুলিশের জালে 4 মাদক পাচারকারী
সীমান্ত চৌকিতে মোটরসাইকেলটি নিয়ে এসে সেটির বিভিন্ন অংশ খোলা হয় ৷ এরপরেই পাওয়া যায় 15টি সোনার বার ৷ এই সোনার বিস্কুটগুলি বাংলাদেশ থেকে ভারতে পাচারের চক্রান্ত করেছিল চোরাকারবারিরা । জিজ্ঞাসাবাদে আটক ওই চোরাকারবারি জানিয়েছে, 4 অগস্ট ফিরোজপুর গ্রামের বাবু শেখ নামে এক ব্যক্তির কাছ থেকে সে ওই সোনার বারগুলি নেয় ৷ এরপর সেগুলি বিএসএফের ডিউটি পয়েন্ট অতিক্রম করে সৈয়দপুর বাজারে এক অজ্ঞাত ব্যক্তির হাতে তুলে দেওয়ার কথা ছিল ৷ বিএসএফ আটক ওই ব্যক্তিকে জঙ্গিপুরে কাস্টমস বিভাগের হাতে তুলে দিয়েছে ৷