ETV Bharat / state

বাংলাদেশ পাচারের আগে লক্ষাধিক টাকার নিষিদ্ধ ফেন্সিডিল-সহ গ্রেপ্তার - Phensedyl

লক্ষাধিক টাকার নিষিদ্ধ ফেন্সিডিল-সহ এক পাচারকারীকে গ্রেপ্তার করল বিএসএফ ৷ বাপুন মণ্ডলকে জলঙ্গি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে । ধৃতকে জেরা করে জানা গিয়েছে, ফেন্সিডিলগুলি সে বিপ্লব সরকার নামে একজনের কাছ থেকে সংগ্রহ করেছিল ।

bsf arrest a person with Phensedyl
বাংলাদেশ পাচারের আগে লক্ষাধিক টাকার নিষিদ্ধ ফেন্সিডিল-সহ গ্রেপ্তার
author img

By

Published : Jan 15, 2021, 7:03 PM IST

জলঙ্গি, 15 জানুয়ারি : বাংলাদেশ পাচারের আগে লক্ষাধিক টাকার নিষিদ্ধ ফেন্সিডিল-সহ এক পাচারকারীকে গ্রেপ্তার করল বিএসএফের 141 নম্বর ব্যাটেলিয়ন । এদিন ভোরে পাচারকারীকে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের ফারজিপাড়া বিওপি (বর্ডার আউট পোস্ট) থেকে গ্রেপ্তার করা হয় । ধৃতের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে 634 বোতল নিষিদ্ধ ফেন্সিডিল-সহ একটি মোবাইল । জলঙ্গি থানা এলাকার রাইপুরের বাসিন্দা ওই পাচারকারীর নাম বাপুন মণ্ডল । বাপুন মণ্ডলকে জলঙ্গি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ।

বহরমপুর সেক্টরের 141 নম্বর ব্যাটেলিয়ন সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ভোরে আন্তর্জাতিক সীমান্তের দিকে চার জনকে দেখা যায় । গতিবিধি সন্দেহজনক হওয়ায় বিএসএফ জওয়ান তাড়া করে । তিনজন কুয়াশার সুযোগ নিয়ে গা ঢাকা দিতে পারলেও বাপুন মণ্ডল ধরা পড়ে । তল্লাশি করে মেলে 634 বোতল কাফ সিরাপ । যার বাজারমূল্য 1 লাখ 8 হাজার টাকা ।

আরও পড়ুন : সিএজি কবে রিপোর্ট দিতে পারবে জানাক, আমফান মামলায় মন্তব্য আদালতের

ধৃতকে জেরা করে জানা গিয়েছে, ফেন্সিডিলগুলি সে বিপ্লব সরকার নামে একজনের কাছ থেকে সংগ্রহ করেছিল । সীমান্ত পার করে দেওয়ার কথা ছিল বাংলাদেশের কুষ্ঠিয়া জেলার ডিগ্রিচরের বাসিন্দা সিরাজুল মণ্ডলকে । সীমান্ত পারের আগেই বিএসএফের জালে ধরা পড়ে বাপুন মণ্ডল ।

জলঙ্গি, 15 জানুয়ারি : বাংলাদেশ পাচারের আগে লক্ষাধিক টাকার নিষিদ্ধ ফেন্সিডিল-সহ এক পাচারকারীকে গ্রেপ্তার করল বিএসএফের 141 নম্বর ব্যাটেলিয়ন । এদিন ভোরে পাচারকারীকে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের ফারজিপাড়া বিওপি (বর্ডার আউট পোস্ট) থেকে গ্রেপ্তার করা হয় । ধৃতের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে 634 বোতল নিষিদ্ধ ফেন্সিডিল-সহ একটি মোবাইল । জলঙ্গি থানা এলাকার রাইপুরের বাসিন্দা ওই পাচারকারীর নাম বাপুন মণ্ডল । বাপুন মণ্ডলকে জলঙ্গি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ।

বহরমপুর সেক্টরের 141 নম্বর ব্যাটেলিয়ন সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ভোরে আন্তর্জাতিক সীমান্তের দিকে চার জনকে দেখা যায় । গতিবিধি সন্দেহজনক হওয়ায় বিএসএফ জওয়ান তাড়া করে । তিনজন কুয়াশার সুযোগ নিয়ে গা ঢাকা দিতে পারলেও বাপুন মণ্ডল ধরা পড়ে । তল্লাশি করে মেলে 634 বোতল কাফ সিরাপ । যার বাজারমূল্য 1 লাখ 8 হাজার টাকা ।

আরও পড়ুন : সিএজি কবে রিপোর্ট দিতে পারবে জানাক, আমফান মামলায় মন্তব্য আদালতের

ধৃতকে জেরা করে জানা গিয়েছে, ফেন্সিডিলগুলি সে বিপ্লব সরকার নামে একজনের কাছ থেকে সংগ্রহ করেছিল । সীমান্ত পার করে দেওয়ার কথা ছিল বাংলাদেশের কুষ্ঠিয়া জেলার ডিগ্রিচরের বাসিন্দা সিরাজুল মণ্ডলকে । সীমান্ত পারের আগেই বিএসএফের জালে ধরা পড়ে বাপুন মণ্ডল ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.