ETV Bharat / state

ফরাক্কা ব্যারেজ সংলগ্ন জাতীয় সড়ক থেকে উদ্ধার তাজা বোমা

মালদার দিক থেকে ফরাক্কা ব্রিজে ওঠার আগে আজ দুপুরে বোমা ভরতি বালতিটি লক্ষ্য করেন স্থানীয় বাসিন্দারা । বালতিতে সাতটি তাজা বোমা মজুত ছিল । পুলিশে খবর দেওয়া হলে সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে দিয়ে এলাকাটি ঘিরে ফেলা হয় ।

Bombs recovered
বালতি ভরতি তাজা বোমা
author img

By

Published : Dec 28, 2020, 6:38 PM IST

ফরাক্কা, 28 ডিসেম্বর : ফরাক্কা ব্যারেজ লাগোয়া জাতীয় সড়ক থেকে উদ্ধার হল বালতি ভরতি তাজা বোমা । নজরে পড়তেই স্থানীয় বাসিন্দারা থানায় খবর দেন । পুলিশ ঘটনাস্থানে পৌঁছে এলাকাটি ঘিরে রাখে । পরে বোম স্কোয়াড এসে বোমাগুলি উদ্ধার করে নিয়ে যায় । কে বা কারা কী উদ্দেশে বোমাগুলি জাতীয় সড়কের পাশে মজুত করে রেখেছিল তা খতিয়ে দেখছে পুলিশ।


মালদার দিক থেকে ফরাক্কা ব্রিজে ওঠার আগে আজ দুপুরে বোমা ভরতি বালতিটি লক্ষ্য করেন স্থানীয় বাসিন্দারা । বালতিতে সাতটি তাজা বোমা মজুত ছিল । পুলিশে খবর দেওয়া হলে সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে দিয়ে এলাকাটি ঘিরে ফেলা হয় । এরপর মালদা থেকে ঘটনাস্থানে আসে বোম স্কোয়াড । গঙ্গার ধারে নিয়ে গিয়ে সেগুলি নিষ্ক্রিয় করা হয় ।

CRPF সূত্রে জানা গিয়েছে, এই ঘটনার পর থেকেই ফরাক্কা ব্যারেজের উপর নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে ।

ফরাক্কা, 28 ডিসেম্বর : ফরাক্কা ব্যারেজ লাগোয়া জাতীয় সড়ক থেকে উদ্ধার হল বালতি ভরতি তাজা বোমা । নজরে পড়তেই স্থানীয় বাসিন্দারা থানায় খবর দেন । পুলিশ ঘটনাস্থানে পৌঁছে এলাকাটি ঘিরে রাখে । পরে বোম স্কোয়াড এসে বোমাগুলি উদ্ধার করে নিয়ে যায় । কে বা কারা কী উদ্দেশে বোমাগুলি জাতীয় সড়কের পাশে মজুত করে রেখেছিল তা খতিয়ে দেখছে পুলিশ।


মালদার দিক থেকে ফরাক্কা ব্রিজে ওঠার আগে আজ দুপুরে বোমা ভরতি বালতিটি লক্ষ্য করেন স্থানীয় বাসিন্দারা । বালতিতে সাতটি তাজা বোমা মজুত ছিল । পুলিশে খবর দেওয়া হলে সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে দিয়ে এলাকাটি ঘিরে ফেলা হয় । এরপর মালদা থেকে ঘটনাস্থানে আসে বোম স্কোয়াড । গঙ্গার ধারে নিয়ে গিয়ে সেগুলি নিষ্ক্রিয় করা হয় ।

CRPF সূত্রে জানা গিয়েছে, এই ঘটনার পর থেকেই ফরাক্কা ব্যারেজের উপর নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.