ETV Bharat / state

Bomb Recovered: ফের সামশেরগঞ্জে আমবাগান থেকে উদ্ধার বোমা - ফের সামশেরগঞ্জে আম বাগান থেকে উদ্ধার তাজা বোমা

পঞ্চায়েতের আগে আবারও সামশেরগঞ্জের একটি আমবাগান থেকে উদ্ধার হল বোমা ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ তবে বারবার বোমা উদ্ধারে আতঙ্কিত এলাকার মানুষ ৷

bomb recovery
তাজা বোমা
author img

By

Published : May 21, 2023, 6:43 PM IST

ফের সামশেরগঞ্জে আম বাগান থেকে উদ্ধার তাজা বোমা

সামশেরগঞ্জ, 21 মে: পঞ্চায়েত ভোটের আগে ফের ব্যাগ ভরতি বোমা উদ্ধার মুর্শিদাবাদে ৷ বোমাগুলি উদ্ধার করেছে সামশেরগঞ্জ থানার পুলিশ । শনিবার গভীর রাতে সামশেরগঞ্জ থানার আলমশাহী গ্রামের একটি আমবাগান থেকে বোমা গুলি উদ্ধার হয় । ব্যাগের মধ্যে 14টি বোমা ছিল বলে পুলিশ সূত্রে খবর । বোমা উদ্ধারের ঘটনায় ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াড টিমকে । রবিবার সকাল থেকেই বোমা উদ্ধারের জায়গাটি ঘিরে রাখে সামশেরগঞ্জ থানার পুলিশ । কে বা কারা সেখানে বোমাগুলি মজুত করে রেখেছিল তা তদন্ত করে দেখা হচ্ছে ।

এ দিকে পঞ্চায়েত ভোটের আগে সামশেরগঞ্জে আমবাগান থেকে বোমা উদ্ধারের ঘটনায় রীতিমতো শোরগোল সৃষ্টি হয়েছে এলাকায় । পঞ্চায়েত ভোট মানেই মুর্শিদাবাদ জেলা পুলিশের মাথা ব্যাথার কারণ । ভোট যত এগিয়ে আসবে উত্তেজনার পারদ ততই তরতর করে চড়তে শুরু করবে । ইতিমধ্যে জেলায় বোমা বারুদ আগ্নেয়াস্ত্র মজুত হতে শুরু করেছে । এই দাবিতেই আতঙ্ক বাড়ছে সাধারণ মানুষের । বিশেষ করে সামশেরগঞ্জে । কারণ এই ব্লক ঝাড়খন্ড সীমানায় পড়ে । আর ভিন রাজ্য থেকে বোমার মশলা ও আগ্নেয়াস্ত্রের করিডর কার্যত এই ব্লক ।

আরও পড়ুন: রাতভর বোমাবাজি ! সামশেরগঞ্জে বোমা উদ্ধার, গ্রেফতার 3

পাশাপাশি সামশেরগঞ্জে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চরম পর্যায়ে রয়েছে । গত এক বছরে কয়েক দফায় প্রায় আড়াইশোর বেশি বোমা উদ্ধার হয়েছে সামশেরগঞ্জ থেকে । একইসঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটেছে । ফলে জঙ্গিপুর জেলা পুলিশ সামশেরগঞ্জের উপরই বেশি নজর রাখছে । শনিবার রাতে ফের বোমা উদ্ধারের ঘটনায় স্থানীয় মানুষের আতঙ্ক দ্বিগুন বেড়েছে । স্থানীয়দের দাবি, পুলিশ কড়া হাতে সমস্ত বিষয়টি না নিলে সামশেরগঞ্জে পঞ্চায়েতে রক্তক্ষয় অবশ্যম্ভাবী । অবাধ শান্তিপূর্ণ নির্বাচন কোনওভাবেই সম্ভব নয় ।

আরও পড়ুন: সামশেরগঞ্জে আমবাগান থেকে উদ্ধার ব্যাগ ভরতি তাজা বোমা

ফের সামশেরগঞ্জে আম বাগান থেকে উদ্ধার তাজা বোমা

সামশেরগঞ্জ, 21 মে: পঞ্চায়েত ভোটের আগে ফের ব্যাগ ভরতি বোমা উদ্ধার মুর্শিদাবাদে ৷ বোমাগুলি উদ্ধার করেছে সামশেরগঞ্জ থানার পুলিশ । শনিবার গভীর রাতে সামশেরগঞ্জ থানার আলমশাহী গ্রামের একটি আমবাগান থেকে বোমা গুলি উদ্ধার হয় । ব্যাগের মধ্যে 14টি বোমা ছিল বলে পুলিশ সূত্রে খবর । বোমা উদ্ধারের ঘটনায় ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াড টিমকে । রবিবার সকাল থেকেই বোমা উদ্ধারের জায়গাটি ঘিরে রাখে সামশেরগঞ্জ থানার পুলিশ । কে বা কারা সেখানে বোমাগুলি মজুত করে রেখেছিল তা তদন্ত করে দেখা হচ্ছে ।

এ দিকে পঞ্চায়েত ভোটের আগে সামশেরগঞ্জে আমবাগান থেকে বোমা উদ্ধারের ঘটনায় রীতিমতো শোরগোল সৃষ্টি হয়েছে এলাকায় । পঞ্চায়েত ভোট মানেই মুর্শিদাবাদ জেলা পুলিশের মাথা ব্যাথার কারণ । ভোট যত এগিয়ে আসবে উত্তেজনার পারদ ততই তরতর করে চড়তে শুরু করবে । ইতিমধ্যে জেলায় বোমা বারুদ আগ্নেয়াস্ত্র মজুত হতে শুরু করেছে । এই দাবিতেই আতঙ্ক বাড়ছে সাধারণ মানুষের । বিশেষ করে সামশেরগঞ্জে । কারণ এই ব্লক ঝাড়খন্ড সীমানায় পড়ে । আর ভিন রাজ্য থেকে বোমার মশলা ও আগ্নেয়াস্ত্রের করিডর কার্যত এই ব্লক ।

আরও পড়ুন: রাতভর বোমাবাজি ! সামশেরগঞ্জে বোমা উদ্ধার, গ্রেফতার 3

পাশাপাশি সামশেরগঞ্জে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চরম পর্যায়ে রয়েছে । গত এক বছরে কয়েক দফায় প্রায় আড়াইশোর বেশি বোমা উদ্ধার হয়েছে সামশেরগঞ্জ থেকে । একইসঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটেছে । ফলে জঙ্গিপুর জেলা পুলিশ সামশেরগঞ্জের উপরই বেশি নজর রাখছে । শনিবার রাতে ফের বোমা উদ্ধারের ঘটনায় স্থানীয় মানুষের আতঙ্ক দ্বিগুন বেড়েছে । স্থানীয়দের দাবি, পুলিশ কড়া হাতে সমস্ত বিষয়টি না নিলে সামশেরগঞ্জে পঞ্চায়েতে রক্তক্ষয় অবশ্যম্ভাবী । অবাধ শান্তিপূর্ণ নির্বাচন কোনওভাবেই সম্ভব নয় ।

আরও পড়ুন: সামশেরগঞ্জে আমবাগান থেকে উদ্ধার ব্যাগ ভরতি তাজা বোমা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.