কান্দি, 25 নভেম্বর : কান্দিতে সভা সেরে ফেরার পথে BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কনভয়ে হামলা৷ অভিযোগের তির তৃণমূলের দিকে। বিকেল 5টা 30 মিনিট নাগাদ ঘটনাটি ঘটে ৷ BJP-র অভিযোগ, কান্দির পুরন্দরপুর এলাকা দিয়ে বহরমপুর যাওয়ার পথে 50 থেকে 60 জন দুষ্কৃতী হাতে কালো পতাকা নিয়ে দিলীপ ঘোষের গাড়ির সামনে চড়াও হয় ৷ তারপর লাঠি দিয়ে BJP-র রাজ্য সভাপতির গাড়িতে হামলা চালায়৷ এই ঘটনায় দিলীপ ঘোষের গাড়ির কাঁচ ভেঙে যায় বলে খবর৷ পাশাপাশি দক্ষিণ মুর্শিদাবাদ জেলার সভাপতি গৌরি শংকর-এর গাড়িও কাঁচ ভেঙে দেয় দুষ্কৃতীরা ৷ তবে এই ঘটনায় কেও আহত হয়নি বলে জানিয়েছে জেলা BJP৷
এই ঘটনার পরই কান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে জেলা BJP-র তরফে৷ বহরমপুরে সাংবাদিক মুখোমুখি হয়ে গৌরি শংকর জানান, "কান্দি হাসপাতাল মোড়ে পদযাত্রা করার সময় কয়েকজন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী কালো পতাকা দেখায়৷ এই ঘটনার পর আমরা যখন পুরন্দরপুর হয়ে বহরমপুর যাচ্ছিলাম তখন ফের 50 থেকে 60 জন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী কালো পতাকা হাতে রাজ্য সভাপতির কনভয়ের উপর হামলা চালায়৷ যার জেরে দিলীপ ঘোষের গাড়ির কাঁচ ভেঙে যায়৷ পাশাপাশি আমার গাড়িতেও ওরা হামলা চালায়৷"
এই ঘটনার জন্য তৃণমূলকেই দায়ি করেছেন দিলীপ ঘোষ৷ তিনি বলেন, "তৃণমূল দুষ্কৃতীরা আজ হাতে লাঠি, বাঁশ নিয়ে আমার কনভয়ে হামলা চালায়৷ এ বিষয়ে বেশি কিছুই বলবো না এখন৷ যা বলার নির্বাচনে বলবো৷"