বেলডাঙা,18 জুলাই : বেলডাঙায় কীর্তনের দল নিয়ে BJP যুব মোর্চা গণতন্ত্রের শবযাত্রা মিছিল করল। গণতন্ত্রের শবযাত্রা নাম দিয়ে বেলডাঙা শহরে মিছিল করল BJP-র যুব মোর্চার সদস্যরা । প্রতীকী শবযাত্রায় সামনে ছিল কীর্তনের দল। শহরের জনবহুল এলাকায় প্রতীকী শবদেহ নামিয়ে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে সুর চড়ালেন যুব মোর্চার সদস্যরা । শবযাত্রায় উপস্থিত ছিলেন জেলা BJP-র যুব সাধারণ সম্পাদক প্রীতম বন্দ্যোপাধ্যায়,জেলা যুব সহ সভাপতি প্রতাপচন্দ্র চট্টোপাধ্যায়,জেলা BJP-র সহ সভাপতি সুমিত ঘোষ।
এদিন শবযাত্রার শেষে মুখ্যমন্ত্রীর কুশপুতুলও দাহ করা হয়। BJP -র নেতাদের দাবি, আগামীদিনেএই রাজ্যে সুশাসন আনতে চলেছে তারা ৷