ETV Bharat / state

Road Accident: নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরের পিছনে ধাক্কা বাইক চালকের, মৃত চালক - মুর্শিদাবাদের সালার

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরের পিছনে ধাক্কা বাইক চালকের ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বাইক আরোহীর ৷

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : May 18, 2023, 10:35 PM IST

মুর্শিদাবাদ, 18 মে: নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পিছনে ধাক্কা বাইক চালকের ৷ দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে চালকের ৷ বুধবার রাতে মুর্শিদাবাদের সালার থানার অন্তর্গত শালিন্দা বাসট্যান্ড এলাকায় ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে । মৃতের নাম আজিজুল হাসান মল্লিক ৷ একটি বেসরকারি ঋণ প্রদানকারী সংস্থায় কর্মরত ছিলেন তিনি ৷ এদিনই ভরতপুর থানার পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য বুধবার রাতেই কান্দি মহকুমা হাসপাতাল মর্গে পাঠান দেহ ৷

পুলিশ সূত্রে খবর, মৃত আজিজুল হাসান মল্লিকের আসামের বারপেটা জেলার ইয়াশিহাতিপাড়া গ্রামে বাড়ি । তবে কর্মসূত্রে তিনি মুর্শিদাবাদে থাকতেন ৷ বুধবার স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ভরতপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় আহত ব্যক্তিকে। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।

উদ্ধারকারী স্থানীয় ব্যক্তি অভিজিৎ বিশ্বাস বলেন, "যেখানে ঘটনাটি ঘটেছে কয়েক হাত দূরত্বে তাঁর দোকান । হঠাৎ বিকট আওয়াজ শুনে তিনি ছুটে এসে দেখেন ট্রাক্টরের পিছনে বাইক নিয়ে ধাক্কা মেরেছেন এক যুবক । বাইক চালক একদিকে ছিটকে গিয়েছেন ৷ গুরুতর জখম হন ৷ ট্রক্টর এবং বাইক দু’টোই সালারের দিকে যাচ্ছিল । গুরুতর আঘাত লাগে বাইক চালকের মাথায় ৷ মাথা থেকে রক্তপাত হয় ৷ আহত অবস্থায় উদ্ধার করে তাঁকে ভরতপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেছেন ৷" খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হন ভরতপুর থানার পুলিশ ৷ মৃতের বাড়িতে খবর দেওয়ার চেষ্টা করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে ৷ বাইকটিও ক্ষতিগ্রস্ত হয়েছে ৷

জানা গিয়েছে, এদিন অফিস থেকে কান্দিতে ভাড়া বাড়িতে ফিরে আসছিলেন ওই ব্যক্তি ৷ অন্ধকারে নিয়ন্ত্রণ হারিয়েই দুর্ঘটনার কবলে পড়েন ৷ ঘটনার তদন্ত শুরু করেছে ভরতপুর থানার পুলিশ ৷

আরও পড়ুন: পথ দুর্ঘটনায় মৃত্যু 2 ছাত্রের, প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের

মুর্শিদাবাদ, 18 মে: নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পিছনে ধাক্কা বাইক চালকের ৷ দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে চালকের ৷ বুধবার রাতে মুর্শিদাবাদের সালার থানার অন্তর্গত শালিন্দা বাসট্যান্ড এলাকায় ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে । মৃতের নাম আজিজুল হাসান মল্লিক ৷ একটি বেসরকারি ঋণ প্রদানকারী সংস্থায় কর্মরত ছিলেন তিনি ৷ এদিনই ভরতপুর থানার পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য বুধবার রাতেই কান্দি মহকুমা হাসপাতাল মর্গে পাঠান দেহ ৷

পুলিশ সূত্রে খবর, মৃত আজিজুল হাসান মল্লিকের আসামের বারপেটা জেলার ইয়াশিহাতিপাড়া গ্রামে বাড়ি । তবে কর্মসূত্রে তিনি মুর্শিদাবাদে থাকতেন ৷ বুধবার স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ভরতপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় আহত ব্যক্তিকে। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।

উদ্ধারকারী স্থানীয় ব্যক্তি অভিজিৎ বিশ্বাস বলেন, "যেখানে ঘটনাটি ঘটেছে কয়েক হাত দূরত্বে তাঁর দোকান । হঠাৎ বিকট আওয়াজ শুনে তিনি ছুটে এসে দেখেন ট্রাক্টরের পিছনে বাইক নিয়ে ধাক্কা মেরেছেন এক যুবক । বাইক চালক একদিকে ছিটকে গিয়েছেন ৷ গুরুতর জখম হন ৷ ট্রক্টর এবং বাইক দু’টোই সালারের দিকে যাচ্ছিল । গুরুতর আঘাত লাগে বাইক চালকের মাথায় ৷ মাথা থেকে রক্তপাত হয় ৷ আহত অবস্থায় উদ্ধার করে তাঁকে ভরতপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেছেন ৷" খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হন ভরতপুর থানার পুলিশ ৷ মৃতের বাড়িতে খবর দেওয়ার চেষ্টা করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে ৷ বাইকটিও ক্ষতিগ্রস্ত হয়েছে ৷

জানা গিয়েছে, এদিন অফিস থেকে কান্দিতে ভাড়া বাড়িতে ফিরে আসছিলেন ওই ব্যক্তি ৷ অন্ধকারে নিয়ন্ত্রণ হারিয়েই দুর্ঘটনার কবলে পড়েন ৷ ঘটনার তদন্ত শুরু করেছে ভরতপুর থানার পুলিশ ৷

আরও পড়ুন: পথ দুর্ঘটনায় মৃত্যু 2 ছাত্রের, প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.