ETV Bharat / state

Bike Accident In Murshidabad : মুর্শিদাবাদে বাইক দুর্ঘটনা, মৃত ২ - 2 Peroson Death

বাইক দুর্ঘটনায় মুর্শিদাবাদে মৃত 2 (bike accident in murshidabad)। আহত 3 ।

Bike Accident
মুর্শিদাবাদে বাইক দুর্ঘটনা, মৃত ২
author img

By

Published : Feb 14, 2022, 2:34 PM IST

রেজিনগর (মুর্শিদাবাদ),14 ফেব্রুয়ারি: দুই বাইকের সংঘর্ষে মৃত 2 । গুরুতর আহত 3 । রবিবার রাত 10.30 মিনিট নাগাদ মুর্শিদাবাদের 34 নম্বর জাতীয় সড়কে দিঘিভাঙা সাঁকোয় দুর্ঘটনাটি (Bike Accident In Murshidabad) ঘটে। মৃতরা হলেন বাবান শেখ (21) এবং আশারুদ্দিন জামান কাজি (34) নামে দুই বাইক আরোহী (2 Peroson Death)।

জানা গিয়েছে , রবিবার রাতে স্থানীয় সুলুয়ায় জলসা শুনে বাড়ি ফিরছিলেন দু‘টি বাইকে পাঁচ আরোহী । বাইকের গতি ছিল অত্যন্ত বেশি । যার জেরে নিয়ন্ত্রণ হারিয়ে দিঘিভাঙা সাঁকোর কাছে একটি বাইক অপরটিকে ধাক্কা মারে । ছিটকে পড়েন আরোহীরা ৷ খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয় রেজিনগর থানার পুলিশ । পুলিশ এসে গুরুতর আহত অবস্থায় 5 জনকে উদ্ধার করে বেলডাঙা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠায় । সেখানেই চিকিৎসকরা বাবান শেখ (21)ও আশআরুদ্দিন জামান কাজিকে (34) মৃত বলে ঘোষণা করেন । গুরুতর আহত অবস্থায় বাকি 3 জন হাসপাতালে চিকিৎসাধীন ।

আরও পড়ুন: Chandrayee Ghosh Valentines Day Celebration : অন্য প্রেমের নজির চান্দ্রেয়ী ঘোষের, বৃদ্ধাশ্রমে কাটালেন সময়

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান বাইক দু‘টির গতি অত্যন্ত বেশি ছিল । যার জেরেই দুর্ঘটনা । দুর্ঘটনাগ্রস্ত বাইক দু‘টিকে পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে গিয়েছে । দেহ দু‘টি ময়নাতদন্তে পাঠানো হয়েছে । ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর কারণ জানা যাবে ।

রেজিনগর (মুর্শিদাবাদ),14 ফেব্রুয়ারি: দুই বাইকের সংঘর্ষে মৃত 2 । গুরুতর আহত 3 । রবিবার রাত 10.30 মিনিট নাগাদ মুর্শিদাবাদের 34 নম্বর জাতীয় সড়কে দিঘিভাঙা সাঁকোয় দুর্ঘটনাটি (Bike Accident In Murshidabad) ঘটে। মৃতরা হলেন বাবান শেখ (21) এবং আশারুদ্দিন জামান কাজি (34) নামে দুই বাইক আরোহী (2 Peroson Death)।

জানা গিয়েছে , রবিবার রাতে স্থানীয় সুলুয়ায় জলসা শুনে বাড়ি ফিরছিলেন দু‘টি বাইকে পাঁচ আরোহী । বাইকের গতি ছিল অত্যন্ত বেশি । যার জেরে নিয়ন্ত্রণ হারিয়ে দিঘিভাঙা সাঁকোর কাছে একটি বাইক অপরটিকে ধাক্কা মারে । ছিটকে পড়েন আরোহীরা ৷ খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয় রেজিনগর থানার পুলিশ । পুলিশ এসে গুরুতর আহত অবস্থায় 5 জনকে উদ্ধার করে বেলডাঙা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠায় । সেখানেই চিকিৎসকরা বাবান শেখ (21)ও আশআরুদ্দিন জামান কাজিকে (34) মৃত বলে ঘোষণা করেন । গুরুতর আহত অবস্থায় বাকি 3 জন হাসপাতালে চিকিৎসাধীন ।

আরও পড়ুন: Chandrayee Ghosh Valentines Day Celebration : অন্য প্রেমের নজির চান্দ্রেয়ী ঘোষের, বৃদ্ধাশ্রমে কাটালেন সময়

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান বাইক দু‘টির গতি অত্যন্ত বেশি ছিল । যার জেরেই দুর্ঘটনা । দুর্ঘটনাগ্রস্ত বাইক দু‘টিকে পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে গিয়েছে । দেহ দু‘টি ময়নাতদন্তে পাঠানো হয়েছে । ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর কারণ জানা যাবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.