বহরমপুর, 12 ডিসেম্বর: কালো টাকা সাদা করার অভিযোগে বীরভূম থেকে এক বিজেপি নেতাকে গ্রেফতার করল বহরমপুর পুলিশ ৷ তাঁর পাশাপাশি এই ঘটনায় আরও দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে ।
জানা গিয়েছে, প্রত্যন্ত গ্রামীণ এলাকার মানুষকে ভুল বুঝিয়ে প্রথমে ব্যাংকে অ্যাকাউন্ট খোলানো হত । তারপর সেই সব অ্যাকাউন্টে চলত লক্ষ লক্ষ টাকার লেনদেন । গত শনিবার অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে বহরমপুর থানার পুলিশ । পুনরায় মঙ্গলবার বহরমপুরে আদালতে তোলা হয় বীরভূমের জেলার বিজেপির নেতা প্রিয়তোষ মণ্ডল-সহ আরও দুই জন ধৃতকে । বর্তমানে প্রিয়তোষ মণ্ডল বীরভূম জেলার বিজেপির যুব মোর্চার সহ সভাপতি ।
প্রিয়তোষ ছাড়াও বীরভূম জেলার পাইকর গ্রাম থেকে কার্তিক রাজবংশী ও জীবন আহমেদ নামে দুইজনকে গ্রেফতার করে বহরমপুর থানার পুলিশ ।
গত শনিবার ওমরপুরে একটি অভিযান চালানো হয় । ধৃতদের কাছ থেকে বিভিন্ন রকম ব্যাংক অ্যাকাউন্ট ও তাতে 58 লক্ষ টাকার লেনদেনের হিসাব পাওয়া গিয়েছে । এছাড়াও উদ্ধার হয় 33টি এটিএম কার্ড ।
সূত্রের খবর, প্রত্যন্ত গ্রামীণ এলাকার মানুষ যাঁদের ব্যাংক অ্যাকাউন্ট নেই, তাঁদেরকে ভুল বুঝিয়ে প্রথমে পাঁচ হাজার টাকা দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খোলানো হত ৷ তারপর সেই অ্যাকাউন্টে ধীরে ধীরে দশ লক্ষ টাকা পর্যন্ত লেনদেন করা হত । ব্যাংকের পাশবুক গ্রাহকের কাছে থাকলেও নিজেদের কাছে চেক বুক ও এটিএম কার্ড রেখে দিতেন অভিযুক্তরা ৷
যদিও বিজেপির যুব মোর্চার-সহ সভাপতি দাবি করেন, "আমাকে মিথ্যা ভাবে ফাঁসানো হচ্ছে । সম্পূর্ণ বিষয় খতিয়ে দেখছে পুলিশ ।" গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ ৷
আরও পড়ুন: