ETV Bharat / state

Berhampore Court Orders Life Sentence To Murderer : সাত বছর পর বহরমপুরে খুনের ঘটনায় যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ - Berhampore Court Orders Life Sentence To Murderer

সাত বছর পর নৃশংস খুনের ঘটনায় অভিযুক্তকে সশ্রম কারাদন্ডের নির্দেশ বিচারকের (Berhampore Court Orders Life Sentence To Murderer) ৷ আসামীর নাম দিলীপ রাজোয়ার।

Berhampore Court Orders Life Sentence To Murderer
আসামী দিলীপ রাজোয়ার অভিযুক্তকে সশ্রম কারাদন্ডের নির্দেশ
author img

By

Published : Apr 19, 2022, 3:13 PM IST

বহরমপুর, 19 এপ্রিল : সাত বছর পর নৃশংস খুনের ঘটনায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের নির্দেশ দিলেন বহরমপুর জেলা আদালতের ফাস্ট ট্রাক কোর্টের বিচারক সন্তোষকুমার পাঠক (Berhampore Court Orders Life Sentence To Murderer)।

সাজাপ্রাপ্ত আসামীর নাম দিলীপ রাজোয়ার। বাড়ি শক্তিপুর। 2015 সালের মার্চ মাসের এক সন্ধেয় শক্তিপুরের ফুটবল মাঠ থেকে উদ্ধার হয় রাজেশ রাজোয়ারের দেহ। তাঁকে নৃশংসভাবে খুন করা হয়েছিল। মৃতের মা ভারতী রাজোয়ারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ পারিপার্শ্বিক তথ্যপ্রমাণের ভিত্তিতে গ্রেফতার করে দিলীপ রাজোয়ারকে। অভিযুক্তকে জেল হেফাজতে রেখেই সাক্ষ্যগ্রহণ পর্ব চলছিল। মঙ্গলবার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে বিচারক যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের নির্দেশ দিয়েছেন।

তথ্যপ্রমাণ ও 28 জন সাক্ষ্যের বয়ানের উপর ভিত্তি করে রায়দান করেছেন বিচারক। পাশাপাশি 302 ধারায় সাজাপ্রাপ্তের 10 হাজার টাকা জরিমানা অনাদায়ে 2 বছরের অতিরিক্ত কারাদন্ড এবং 201 ধারায় 5 হাজার টাকা জরিমানা অনাদায়ে 6 মাসের অতিরিক্ত কারাদন্ডের নির্দেশ দিয়েছেন বিচারক।

আরও পড়ুন : গলসিতে স্ত্রীকে উত্যক্ত করার প্রতিবাদ করায় স্বামীকে খুন, গ্রেফতার অভিযুক্ত

যদিও খুন করেনি বলেই দাবি দিলীপ রাজোয়ারের। নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতে যাচ্ছে দোষী দিলীপ রাজোয়ারের পরিবার। ছেলের খুনে দোষীর দৃষ্টান্তমূলক সাজা ঘোষণায় খুশি ভারতীদেবী।

বহরমপুর, 19 এপ্রিল : সাত বছর পর নৃশংস খুনের ঘটনায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের নির্দেশ দিলেন বহরমপুর জেলা আদালতের ফাস্ট ট্রাক কোর্টের বিচারক সন্তোষকুমার পাঠক (Berhampore Court Orders Life Sentence To Murderer)।

সাজাপ্রাপ্ত আসামীর নাম দিলীপ রাজোয়ার। বাড়ি শক্তিপুর। 2015 সালের মার্চ মাসের এক সন্ধেয় শক্তিপুরের ফুটবল মাঠ থেকে উদ্ধার হয় রাজেশ রাজোয়ারের দেহ। তাঁকে নৃশংসভাবে খুন করা হয়েছিল। মৃতের মা ভারতী রাজোয়ারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ পারিপার্শ্বিক তথ্যপ্রমাণের ভিত্তিতে গ্রেফতার করে দিলীপ রাজোয়ারকে। অভিযুক্তকে জেল হেফাজতে রেখেই সাক্ষ্যগ্রহণ পর্ব চলছিল। মঙ্গলবার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে বিচারক যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের নির্দেশ দিয়েছেন।

তথ্যপ্রমাণ ও 28 জন সাক্ষ্যের বয়ানের উপর ভিত্তি করে রায়দান করেছেন বিচারক। পাশাপাশি 302 ধারায় সাজাপ্রাপ্তের 10 হাজার টাকা জরিমানা অনাদায়ে 2 বছরের অতিরিক্ত কারাদন্ড এবং 201 ধারায় 5 হাজার টাকা জরিমানা অনাদায়ে 6 মাসের অতিরিক্ত কারাদন্ডের নির্দেশ দিয়েছেন বিচারক।

আরও পড়ুন : গলসিতে স্ত্রীকে উত্যক্ত করার প্রতিবাদ করায় স্বামীকে খুন, গ্রেফতার অভিযুক্ত

যদিও খুন করেনি বলেই দাবি দিলীপ রাজোয়ারের। নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতে যাচ্ছে দোষী দিলীপ রাজোয়ারের পরিবার। ছেলের খুনে দোষীর দৃষ্টান্তমূলক সাজা ঘোষণায় খুশি ভারতীদেবী।

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.