ETV Bharat / state

পছন্দ নয় প্রার্থী , ক্ষোভে কুশপুতুল দাহ তৃণমূল সমর্থকদের

প্রার্থী বদলের দাবিতে জলঙ্গিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল কয়েকশো তৃণমূল কর্মী-সমর্থক । পোড়ানো হল প্রার্থীর কুশপুতুলও ।

রাস্তার মধ্যে জ্বলছে কুশপুতুল
রাস্তার মধ্যে জ্বলছে কুশপুতুল
author img

By

Published : Mar 22, 2021, 12:01 PM IST

জলঙ্গি, 22 মার্চ : প্রার্থী পছন্দ নয় , তাই ক্ষোভে শনিবার প্রার্থীর কুশপুতুল দাহ করলেন জলঙ্গি বিধানসভার তৃণমূল কর্মী-সমর্থকরা । শুধু তাই নয় , কুশপুতুল দাহ করার পাশাপাশি প্রার্থী বদলের দাবিতে এদিন রাস্তা অবরোধ করে বিক্ষোভও দেখান কয়েকশো তৃণমূল কর্মী-সমর্থক ।

প্রসঙ্গত, তৃণমূল প্রার্থী ঘোষণার পর থেকেই কার্যত ক্ষোভে ফুঁসছে জলঙ্গি । ২০১৯ সালের জানুয়ারি মাসে সিপিএম বিধায়ক আব্দুর রাজ্জাক দলত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন । এবার তাঁকেই জলঙ্গি বিধানসভার প্রার্থী করেছে রাজ্যের শাসকদল । প্রার্থী ঘোষণার দিন থেকেই দলের অন্দরে সমর্থকদের মধ্যে ক্ষোভ জমতে শুরু করে । ব্লক নেতৃত্ব আব্দুর রাজ্জাককে প্রার্থী হিসেবে মেনে নিতে না পারায় তাঁর বিরুদ্ধে নির্দল প্রার্থী দাঁড় করানোর সিদ্ধান্ত নেয় ।

রাস্তার মধ্যে জ্বলছে কুশপুতুল
রাস্তার মধ্যে জ্বলছে কুশপুতুল

আরও পড়ুন : ঝাড়গ্রামে দলীয় কর্মীর মৃত্যুর প্রতিবাদে অবরোধ তৃণমূলের, জঙ্গলমহলে আন্দোলনের হুঁশিয়ারি

এদিন তৃণমূল সমর্থকরা আব্দুর রাজ্জাকের বিরোধিতা করে পথে নেমে মিছিল করে । দলের অন্দরের ক্ষোভ এভাবে সামনে আসায় অস্বস্তিতে জেলা নেতৃত্ব ।

বিক্ষুব্ধ এক তৃণমূল কর্মী লিটন শেখের অভিযোগ, "দুবছর আগে শুভেন্দু অধিকারীর হাত ধরে সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেন আব্দুর রাজ্জাক । এখনও শুভেন্দু অধিকারীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন তিনি ৷"

অন্যদিকে, তৃণমূল প্রার্থী আব্দুর রাজ্জাকের দাবি, "আজ যারা প্রার্থী বদল নিয়ে প্রতিবাদ আন্দোলন করছেন তাঁরা বিজেপির দালাল । তাঁরা কেউ তৃণমূল সমর্থক নন ৷ "

জলঙ্গি, 22 মার্চ : প্রার্থী পছন্দ নয় , তাই ক্ষোভে শনিবার প্রার্থীর কুশপুতুল দাহ করলেন জলঙ্গি বিধানসভার তৃণমূল কর্মী-সমর্থকরা । শুধু তাই নয় , কুশপুতুল দাহ করার পাশাপাশি প্রার্থী বদলের দাবিতে এদিন রাস্তা অবরোধ করে বিক্ষোভও দেখান কয়েকশো তৃণমূল কর্মী-সমর্থক ।

প্রসঙ্গত, তৃণমূল প্রার্থী ঘোষণার পর থেকেই কার্যত ক্ষোভে ফুঁসছে জলঙ্গি । ২০১৯ সালের জানুয়ারি মাসে সিপিএম বিধায়ক আব্দুর রাজ্জাক দলত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন । এবার তাঁকেই জলঙ্গি বিধানসভার প্রার্থী করেছে রাজ্যের শাসকদল । প্রার্থী ঘোষণার দিন থেকেই দলের অন্দরে সমর্থকদের মধ্যে ক্ষোভ জমতে শুরু করে । ব্লক নেতৃত্ব আব্দুর রাজ্জাককে প্রার্থী হিসেবে মেনে নিতে না পারায় তাঁর বিরুদ্ধে নির্দল প্রার্থী দাঁড় করানোর সিদ্ধান্ত নেয় ।

রাস্তার মধ্যে জ্বলছে কুশপুতুল
রাস্তার মধ্যে জ্বলছে কুশপুতুল

আরও পড়ুন : ঝাড়গ্রামে দলীয় কর্মীর মৃত্যুর প্রতিবাদে অবরোধ তৃণমূলের, জঙ্গলমহলে আন্দোলনের হুঁশিয়ারি

এদিন তৃণমূল সমর্থকরা আব্দুর রাজ্জাকের বিরোধিতা করে পথে নেমে মিছিল করে । দলের অন্দরের ক্ষোভ এভাবে সামনে আসায় অস্বস্তিতে জেলা নেতৃত্ব ।

বিক্ষুব্ধ এক তৃণমূল কর্মী লিটন শেখের অভিযোগ, "দুবছর আগে শুভেন্দু অধিকারীর হাত ধরে সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেন আব্দুর রাজ্জাক । এখনও শুভেন্দু অধিকারীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন তিনি ৷"

অন্যদিকে, তৃণমূল প্রার্থী আব্দুর রাজ্জাকের দাবি, "আজ যারা প্রার্থী বদল নিয়ে প্রতিবাদ আন্দোলন করছেন তাঁরা বিজেপির দালাল । তাঁরা কেউ তৃণমূল সমর্থক নন ৷ "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.