ETV Bharat / state

অষ্টম দফার আগে মুর্শিদাবাদের ভোটারদের উদ্দেশ্যে ভিডিয়ো বার্তা অধীরের - ভোটারদের উদ্দেশ্যে ভিডিয়ো বার্তা

অষ্টম দফা ভোটের আগে মুর্শিদাবাদের ভোটারদের উদ্দেশ্যে ভিডিয়ো বার্তা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর ৷ যেখানে তিনি তৃণমূলের বিরুদ্ধে ভোটের আগে টাকা ও দামি উপহার দেওয়ার অভিযোগ করলেন ৷

bengal-election-2021-state-congress-president-adhir-choudhari-send-a-video-message-for-voters-of-murshidabad
অষ্টম দফার আগে মুর্শিদাবাদের ভোটারদের উদ্দেশ্যে ভিডিয়ো বার্তা অধীরের
author img

By

Published : Apr 28, 2021, 5:44 PM IST

মুর্শিদাবাদ, 28 এপ্রিল : ভোটের আগেরদিন তৃণমূলের বিরুদ্ধে টাকা ছড়ানোর অভিযোগ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ৷ এমনকি টিভি ও ফ্রিজের মতো বৈদ্যুতিন সামগ্রী দেওয়া হচ্ছে বলে অভিযোগ করলেন তিনি ৷ অষ্টম তথা শেষ দফা ভোটের আগের দিন মুর্শিদাবাদের ভোটারদের উদ্দেশ্যে এই বার্তাই দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি ৷

এক ভিডিয়ো বার্তায় অধীর জানিয়েছেন, ‘‘তৃণমূল ভোটের আগে টাকা ছড়াচ্ছে ৷ এমনকি মুর্শিদাবাদে ভোটে জিততে টিভি ও ফ্রিজের মতো সামগ্রীও বিতরণ করছে ৷ কিন্তু, আপনারা এই প্রলোভনে পা দেবেন না ৷ আপনারা গত 10 বছরের মূল্যায়ন করুন ৷ তারা 10 বছরে কিছু করেনি বলেই আজ গরীব মানুষকে টাকার লোভ দেখাচ্ছে ৷ কিন্তু, মুর্শিদাবাদ বীরের মাটি ৷ তাঁরা লড়াই করবে কিন্তু, টাকা বা কোনও লোভের সামনে মাথা নোয়াবে না ৷ আগামীকালের ভোট নিজের বিচাবুদ্ধির উপর নির্ভর করে দিন ৷’’

অষ্টম দফার আগে মুর্শিদাবাদের ভোটারদের উদ্দেশ্যে ভিডিয়ো বার্তা অধীরের

আরও পড়ুন : " মুসলিমদের তালাক দিয়ে হিন্দুদের সঙ্গে ঘর " , অধীরের নিশানায় মমতা

অধীর আরও বলেন, তৃণমূল এই ঘুষ দিতে চাইছে ৷ কারণ ভোটে জিতে তারা সাধারণ মানুষের থেকে এর 10 গুণ লুঠে নিতে পারে ৷ তাঁর কথায় মুর্শিদাবাদের মানুষ ঠিক-ভুলের বিচার করতে যানে ৷ আগামীকাল ইভিএমে তাঁরা তাঁদের অধিকার প্রয়োগের মধ্যে দিয়ে তা বুঝিয়ে দেবে ৷

মুর্শিদাবাদ, 28 এপ্রিল : ভোটের আগেরদিন তৃণমূলের বিরুদ্ধে টাকা ছড়ানোর অভিযোগ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ৷ এমনকি টিভি ও ফ্রিজের মতো বৈদ্যুতিন সামগ্রী দেওয়া হচ্ছে বলে অভিযোগ করলেন তিনি ৷ অষ্টম তথা শেষ দফা ভোটের আগের দিন মুর্শিদাবাদের ভোটারদের উদ্দেশ্যে এই বার্তাই দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি ৷

এক ভিডিয়ো বার্তায় অধীর জানিয়েছেন, ‘‘তৃণমূল ভোটের আগে টাকা ছড়াচ্ছে ৷ এমনকি মুর্শিদাবাদে ভোটে জিততে টিভি ও ফ্রিজের মতো সামগ্রীও বিতরণ করছে ৷ কিন্তু, আপনারা এই প্রলোভনে পা দেবেন না ৷ আপনারা গত 10 বছরের মূল্যায়ন করুন ৷ তারা 10 বছরে কিছু করেনি বলেই আজ গরীব মানুষকে টাকার লোভ দেখাচ্ছে ৷ কিন্তু, মুর্শিদাবাদ বীরের মাটি ৷ তাঁরা লড়াই করবে কিন্তু, টাকা বা কোনও লোভের সামনে মাথা নোয়াবে না ৷ আগামীকালের ভোট নিজের বিচাবুদ্ধির উপর নির্ভর করে দিন ৷’’

অষ্টম দফার আগে মুর্শিদাবাদের ভোটারদের উদ্দেশ্যে ভিডিয়ো বার্তা অধীরের

আরও পড়ুন : " মুসলিমদের তালাক দিয়ে হিন্দুদের সঙ্গে ঘর " , অধীরের নিশানায় মমতা

অধীর আরও বলেন, তৃণমূল এই ঘুষ দিতে চাইছে ৷ কারণ ভোটে জিতে তারা সাধারণ মানুষের থেকে এর 10 গুণ লুঠে নিতে পারে ৷ তাঁর কথায় মুর্শিদাবাদের মানুষ ঠিক-ভুলের বিচার করতে যানে ৷ আগামীকাল ইভিএমে তাঁরা তাঁদের অধিকার প্রয়োগের মধ্যে দিয়ে তা বুঝিয়ে দেবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.