ETV Bharat / state

পায়েলকে সঙ্গে নিয়ে বড়ঞায় দিলীপ ঘোষের রোড শো - অমিয় দাস

এদিন কুরিচা পঞ্চায়েত অফিস মোড় থেকে দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে হুডখোলা গাড়ি করে রোড শো শুরু করেন দিলীপ ঘোষ ৷ তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অভিনেত্রী পায়েল সরকার ৷

দিলীপ ঘোষের রোড শো
দিলীপ ঘোষের রোড শো
author img

By

Published : Apr 20, 2021, 4:58 PM IST

মুর্শিদাবাদ, 20 এপ্রিল : মুর্শিদাবাদ জেলার বড়ঞা বিধানসভার সাহোড়া পঞ্চায়েত এলাকার রোড-শো করে নির্বাচনী প্রচার করলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ । ওই এলাকার বিজেপি প্রার্থী অমিয় দাসের সমর্থনে এই প্রচার করেন তিনি ৷ মঙ্গলবার সকার সাড়ে ১০ টা নাগাদ তড়িডাঙ্গাল ফুটবল মাঠের হেলিপ্যাডে নামেন তিনি । সেখান থেকে চার কিলোমিটার দূরে কুরিচা পঞ্চায়েত অফিস মোড় থেকে শুরু করেন রোড শো ৷

বড়ঞায় রোড শো করলেন দিলীপ ঘোষ

এদিন কুরিচা পঞ্চায়েত অফিস মোড় থেকে দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে হুডখোলা গাড়ি করে রোড শো শুরু করেন দিলীপ ঘোষ ৷ ঢাক ঢোল বাজিয়ে প্রায় কয়েক হাজার কর্মী-সমর্থকদের নিয়ে শুরু হয় এই রোড শো ৷ মাঝিপাড়া, মহুরাকান্দি হয়ে নবপল্লীতে গিয়ে শেষ হয় প্রচার । প্রার্থী অমিয় দাসের সমর্থনে এই রোড শোতে দিলীপ ঘোষের সঙ্গে উপস্থিত ছিলেন অভিনেত্রী পায়েল সরকার ৷

প্রচারে সমর্থকদের ভিড় দেখে আপ্লুত দিলীপ ঘোষ । এছাড়া অভিনেত্রীকে দেখতেও রাস্তার দুই ধারে ভিড় করেছিলেন অনেকেই ৷ রাস্তায় মানুষের এই ভিড় দেখে দিলীপ ঘোষ বলেন, "মানুষের উচ্ছ্বাস প্রমাণ করে দিচ্ছে বিজেপি জিতে গিয়েছে ৷"

আরও পড়ুন : বোমা ফেটে গুরুতর জখম তৃণমূল কর্মী, অভিযুক্ত বিজেপি

মুর্শিদাবাদ, 20 এপ্রিল : মুর্শিদাবাদ জেলার বড়ঞা বিধানসভার সাহোড়া পঞ্চায়েত এলাকার রোড-শো করে নির্বাচনী প্রচার করলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ । ওই এলাকার বিজেপি প্রার্থী অমিয় দাসের সমর্থনে এই প্রচার করেন তিনি ৷ মঙ্গলবার সকার সাড়ে ১০ টা নাগাদ তড়িডাঙ্গাল ফুটবল মাঠের হেলিপ্যাডে নামেন তিনি । সেখান থেকে চার কিলোমিটার দূরে কুরিচা পঞ্চায়েত অফিস মোড় থেকে শুরু করেন রোড শো ৷

বড়ঞায় রোড শো করলেন দিলীপ ঘোষ

এদিন কুরিচা পঞ্চায়েত অফিস মোড় থেকে দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে হুডখোলা গাড়ি করে রোড শো শুরু করেন দিলীপ ঘোষ ৷ ঢাক ঢোল বাজিয়ে প্রায় কয়েক হাজার কর্মী-সমর্থকদের নিয়ে শুরু হয় এই রোড শো ৷ মাঝিপাড়া, মহুরাকান্দি হয়ে নবপল্লীতে গিয়ে শেষ হয় প্রচার । প্রার্থী অমিয় দাসের সমর্থনে এই রোড শোতে দিলীপ ঘোষের সঙ্গে উপস্থিত ছিলেন অভিনেত্রী পায়েল সরকার ৷

প্রচারে সমর্থকদের ভিড় দেখে আপ্লুত দিলীপ ঘোষ । এছাড়া অভিনেত্রীকে দেখতেও রাস্তার দুই ধারে ভিড় করেছিলেন অনেকেই ৷ রাস্তায় মানুষের এই ভিড় দেখে দিলীপ ঘোষ বলেন, "মানুষের উচ্ছ্বাস প্রমাণ করে দিচ্ছে বিজেপি জিতে গিয়েছে ৷"

আরও পড়ুন : বোমা ফেটে গুরুতর জখম তৃণমূল কর্মী, অভিযুক্ত বিজেপি

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.