ETV Bharat / state

ডোমকলে সিপিআইএম কর্মীকে গাড়ি চাপা দিয়ে খুন, অভিযুক্ত তৃণমূল প্রার্থী

অভিযোগ, 75 নম্বর ডোমকল বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জাফিকুল ইসলাম বুধবার রাতে নির্বাচনী বিধি ভঙ্গ করে আট খানা গাড়ি নিয়ে শাহবাজপুর গ্রামে হুমকি দিচ্ছিলেন এবং ভীতি প্রদর্শন করছিলেন । এই ঘটনা দেখে সেখানে স্থানীয় মানুষজন জড়ো হলে, বাম-কং জোটের কর্মী কাদের আলি মণ্ডল , ওয়াসিম আল মামুন , লালচাঁদ মণ্ডলকে গাড়িতে চাপা দিয়ে চলে যান তাঁরা ।

গাড়ি চাপা দিয়ে খুন সিপিআইএম কর্মী
গাড়ি চাপা দিয়ে খুন সিপিআইএম কর্মী
author img

By

Published : Apr 29, 2021, 8:23 AM IST

ডোমকল, 29 এপ্রিল : একুশের নির্বাচনের অষ্টম তথা শেষ দফার ভোট আজ ৷ আর তার আগেই উতপ্ত হয় উঠল ডোমকল । ভোট শুরুর আগেই মৃত্যু হয় এক সিপিএম কর্মীর । তাঁকে গাড়ি চাপা দিয়ে খুনের অভিযোগ উঠল তৃণমূলের দিকে ৷

অভিযোগ, 75 নম্বর ডোমকল বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জাফিকুল ইসলাম বুধবার রাতে নির্বাচনী বিধি ভঙ্গ করে আট খানা গাড়ি নিয়ে শাহবাজপুর গ্রামে হুমকি দিচ্ছিলেন এবং ভীতি প্রদর্শন করছিলেন । এই ঘটনা দেখে সেখানে স্থানীয় মানুষজন জড়ো হলে, বাম-কং জোটের কর্মী কাদের আলি মণ্ডল ,ওয়াসিম আল মামুন , লালচাঁদ মণ্ডলকে গাড়িতে চাপা দিয়ে চলে যান তাঁরা ।

গাড়ি চাপা দিয়ে সিপিআইএম কর্মীকে খুনের অভিযোগ

দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় ডোমকল মহকুমা হাসপাতালে ৷ সেখানে মৃত্যু হয় কাদের আলি মণ্ডলের । ঘটনার জেরে বৃহস্পতিবার সকাল থেকেই উতপ্ত ডোমকল বিধানসভা কেন্দ্র ।

আরও পড়ুন : অষ্টম দফার আগে মুর্শিদাবাদের ভোটারদের উদ্দেশ্যে ভিডিয়ো বার্তা অধীরের

ডোমকলে সিপিআইএম কর্মীকে গাড়ি চাপা দিয়ে খুন, অভিযুক্ত তৃণমূল প্রার্থী

ডোমকল, 29 এপ্রিল : একুশের নির্বাচনের অষ্টম তথা শেষ দফার ভোট আজ ৷ আর তার আগেই উতপ্ত হয় উঠল ডোমকল । ভোট শুরুর আগেই মৃত্যু হয় এক সিপিএম কর্মীর । তাঁকে গাড়ি চাপা দিয়ে খুনের অভিযোগ উঠল তৃণমূলের দিকে ৷

অভিযোগ, 75 নম্বর ডোমকল বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জাফিকুল ইসলাম বুধবার রাতে নির্বাচনী বিধি ভঙ্গ করে আট খানা গাড়ি নিয়ে শাহবাজপুর গ্রামে হুমকি দিচ্ছিলেন এবং ভীতি প্রদর্শন করছিলেন । এই ঘটনা দেখে সেখানে স্থানীয় মানুষজন জড়ো হলে, বাম-কং জোটের কর্মী কাদের আলি মণ্ডল ,ওয়াসিম আল মামুন , লালচাঁদ মণ্ডলকে গাড়িতে চাপা দিয়ে চলে যান তাঁরা ।

গাড়ি চাপা দিয়ে সিপিআইএম কর্মীকে খুনের অভিযোগ

দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় ডোমকল মহকুমা হাসপাতালে ৷ সেখানে মৃত্যু হয় কাদের আলি মণ্ডলের । ঘটনার জেরে বৃহস্পতিবার সকাল থেকেই উতপ্ত ডোমকল বিধানসভা কেন্দ্র ।

আরও পড়ুন : অষ্টম দফার আগে মুর্শিদাবাদের ভোটারদের উদ্দেশ্যে ভিডিয়ো বার্তা অধীরের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.