ETV Bharat / state

দল ছাড়লেন চারবারের বাম বিধায়ক - cpim leader Yunus Ali Sarkar left the party at jalangi in murshidabad

দল থেকে প্রার্থীর নাম ঘোষণা হয়নি জলঙ্গিতে । দল চাইছে নতুন মুখ । তাই দলত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন ইউনুস সরকার । এমনই ধারণা রাজনীতিকদের ।

দল ছাড়লেন চারবারের বাম বিধায়ক
দল ছাড়লেন চারবারের বাম বিধায়ক
author img

By

Published : Mar 19, 2021, 7:50 PM IST

জলঙ্গি, 19 মার্চ : রাজনীতি থেকে অবসর নিলেন চারবারের বাম বিধায়ক ইউনুস আলি সরকার । আজ নিজের বাসভবনে সাংবাদিক বৈঠক ডাকেন । সেখানে রাজনৈতিক সন্ন্যাস নেওয়ার কথা ঘোষণা করেন তিনি । যদিও প্রাক্তন বিধায়কের গলায় অভিমানের সুর । দাবি, দলে আর গণতন্ত্র নেই । বামফ্রন্টে দলের ঊর্ধ্বে ব্যক্তি মতামত প্রাধান্য পাচ্ছে । তাই সরে যাচ্ছেন । তবে, এমুহূর্তে কোনও রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন না বলে স্পষ্ট জানিয়েছেন ।

আরও পড়ুন : বিক্ষোভকারীরা পার্টির কেউ নয়, সাফাই বিজেপি নেতা শমীক ভট্টাচার্যর

ইউনুস আলি সরকার, মুর্শিদাবাদের জলঙ্গি বিধানসভার বাম বিধায়ক । 1991 থেকে ওই কেন্দ্রে পর পর চার বার সিপিআইএমের বিধায়ক তিনি । 2011 সালে ইউনুসকে সরিয়ে দল আব্দুর রজ্জাক মণ্ডলকে টিকিট দেয় । তবে 2019 সালে ওই আব্দুর রজ্জাক মণ্ডল সিপিআইএম ছেড়ে তৃণমূলে যোগ দেন । এপ্রসঙ্গে কথা উঠলে তিনি বলেন, "সেই সময় রজ্জাককে টিকিট দিতে বাধা দিয়েছিলাম । কারণ রজ্জাক এক তৃণমূল নেতার ব্যবসায়িক অংশীদার ।"

দল ছাড়লেন চারবারের বাম বিধায়ক

তাঁর কথায়, বামফ্রন্ট সেই আগের মতো গণতান্ত্রিক পরিবেশ আর নেই । ব্যক্তির মতামত দলের সিদ্ধান্ত বলে চালানোর চেষ্টা করা হচ্ছে । এবার সংযুক্ত মোর্চার প্রার্থী হিসেবে জলঙ্গি বিধানসভা থেকে ইউনুস সরকারের নাম নিয়ে জল্পনা শুরু হয় । এখনও পর্যন্ত ওই কেন্দ্রে সংযুক্ত মোর্চার পক্ষ থেকে প্রার্থী মনোনীত করা হয়নি । কিন্তু দল চাইছে বর্ষীয়ানের বদলে নতুন ও যুব মুখ আনতে । তাই রাজনৈতিক মহলের একাংশের ধারণা প্রার্থী না করার দলের সিদ্ধান্তে দলত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন ইউনুস সরকার ।

জলঙ্গি, 19 মার্চ : রাজনীতি থেকে অবসর নিলেন চারবারের বাম বিধায়ক ইউনুস আলি সরকার । আজ নিজের বাসভবনে সাংবাদিক বৈঠক ডাকেন । সেখানে রাজনৈতিক সন্ন্যাস নেওয়ার কথা ঘোষণা করেন তিনি । যদিও প্রাক্তন বিধায়কের গলায় অভিমানের সুর । দাবি, দলে আর গণতন্ত্র নেই । বামফ্রন্টে দলের ঊর্ধ্বে ব্যক্তি মতামত প্রাধান্য পাচ্ছে । তাই সরে যাচ্ছেন । তবে, এমুহূর্তে কোনও রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন না বলে স্পষ্ট জানিয়েছেন ।

আরও পড়ুন : বিক্ষোভকারীরা পার্টির কেউ নয়, সাফাই বিজেপি নেতা শমীক ভট্টাচার্যর

ইউনুস আলি সরকার, মুর্শিদাবাদের জলঙ্গি বিধানসভার বাম বিধায়ক । 1991 থেকে ওই কেন্দ্রে পর পর চার বার সিপিআইএমের বিধায়ক তিনি । 2011 সালে ইউনুসকে সরিয়ে দল আব্দুর রজ্জাক মণ্ডলকে টিকিট দেয় । তবে 2019 সালে ওই আব্দুর রজ্জাক মণ্ডল সিপিআইএম ছেড়ে তৃণমূলে যোগ দেন । এপ্রসঙ্গে কথা উঠলে তিনি বলেন, "সেই সময় রজ্জাককে টিকিট দিতে বাধা দিয়েছিলাম । কারণ রজ্জাক এক তৃণমূল নেতার ব্যবসায়িক অংশীদার ।"

দল ছাড়লেন চারবারের বাম বিধায়ক

তাঁর কথায়, বামফ্রন্ট সেই আগের মতো গণতান্ত্রিক পরিবেশ আর নেই । ব্যক্তির মতামত দলের সিদ্ধান্ত বলে চালানোর চেষ্টা করা হচ্ছে । এবার সংযুক্ত মোর্চার প্রার্থী হিসেবে জলঙ্গি বিধানসভা থেকে ইউনুস সরকারের নাম নিয়ে জল্পনা শুরু হয় । এখনও পর্যন্ত ওই কেন্দ্রে সংযুক্ত মোর্চার পক্ষ থেকে প্রার্থী মনোনীত করা হয়নি । কিন্তু দল চাইছে বর্ষীয়ানের বদলে নতুন ও যুব মুখ আনতে । তাই রাজনৈতিক মহলের একাংশের ধারণা প্রার্থী না করার দলের সিদ্ধান্তে দলত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন ইউনুস সরকার ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.