মুর্শিদাবাদ, 20 মার্চ : বিজেপির হয়ে প্রচার করায় রাতের অন্ধকারে আক্রান্ত হলেন এক দম্পতি ৷ শুক্রবার মুর্শিদাবাদের খড়গ্রাম বিধানসভার গোপিনাথপুরের ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে ৷ ঘটনার সময় রাতে তাঁরা ঘুমাচ্ছিলেন ৷ স্থানীয় পঞ্চায়েত প্রধানের স্বামীর নেতৃত্বে ওই দম্পতির উপর হামলা চালানো হয় বলে অভিযোগ । গুরুতর জখম হয়েছেন জামাল মীর ও তাঁর স্ত্রী চায়না বিবি ৷ তাঁরা কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন। বিজেপির হয়ে প্রচার করার জন্যই পরিকল্পিত হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন ওই দম্পতি। ঘটনার প্রতিবাদে এবং দোষিদের শাস্তির দাবিতে এদিন রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে বিজেপি কর্মী সমর্থকরা। এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল বাহিনী।
চায়না বিবি গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপির প্রতীকে লড়েছিলেন । বিধানসভা নির্বাচনে খড়গ্রাম কেন্দ্রের বিজেপি প্রার্থী আদিত্য মৌলিকের হয়ে প্রচারে অংশ নিয়েছিলেন ওই দম্পতি। আদিত্য মৌলিকের অভিযোগ, শুক্রবার রাত বারোটা নাগাদ পারুলিয়া পঞ্চায়েত প্রধানের স্বামী আফসার শেখ দুষ্কৃতীদের নিয়ে বাড়িতে ঢুকে হামলা চালায় ওই দম্পতির উপর। লাঠি রড দিয়ে মারধর করে প্রাণে মেরে ফেলার চেষ্টা হয়েছে বলে অভিযোগ করেন তিনি । গুরুতর জখম অবস্থায় দু’জনকে রাতেই খড়গ্রাম গ্রামীন হাসপাতালে আনা হলে দুজনকে কান্দি মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়।
আরও পড়ুন : বিজেপি কর্মীকে বন্দুকের বাঁট দিয়ে আঘাতের অভিযোগ তৃণমূল কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে
ওই দম্পতির আঘাত গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা। ঘটনার জেরে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। এদিকে বিজেপি প্রার্থীর নেতৃত্বে ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন কর্মীরা । ঘটনায় তৃণমূলের পঞ্চায়েত প্রধানের দিকে অভিযোগ জানিয়েছে বিজেপি নেতৃত্ব ৷