ETV Bharat / state

Bengal Civic Poll 2022 : বোধোদয় হয়েছে সরকারের, দেরিতে ভোট পিছনোয় কটাক্ষ অধীরের - Bengal Civic Poll 2022

ভোট পিছনোর সিদ্ধান্ত দেরিতে নেওয়ায়, রাজ্য সরকারকে অদক্ষ বলে কটাক্ষ করলেন অধীর চৌধুরী (Adhir Chowdhury Criticise Government for Delay Decision of Election Postpone) ৷ তাঁর অভিযোগ, আদালতে মামলা না হলে সরকার ভোট পিছানোর সিদ্ধান্ত নিত না (Delay Decision of Election Postpone) ৷ প্রসঙ্গত, চার পৌরনিগমের ভোট করোনা সংক্রমণের কারণে পিছিয়ে 22 জানুয়ারির বদলে 12 ফেব্রুয়ারি করেছে রাজ্য় নির্বাচন কমিশন (Bengal Civic Poll 2022) ৷

Bengal Civic Poll 2022 Adhir Chowdhury Criticise Government for Delay Decision of Election Postpone
Bengal Civic Poll 2022 Adhir Chowdhury Criticise Government for Delay Decision of Election Postpone
author img

By

Published : Jan 15, 2022, 4:48 PM IST

বহরমপুর, 15 জানুয়ারি : দেরিতে হলেও, বোধোদয় হয়েছে সরকারের ৷ পৌরনিগম নির্বাচন পিছনো নিয়ে রাজ্য সরকারের সিদ্ধান্ত নিয়ে একথা বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ৷ তবে, করোনার তৃতীয় ঢেউয়ের মধ্যে ভোট পিছনোর সিদ্ধান্ত নিতে সরকার দেরি করায় সমালোচনা করলেন তিনি (Adhir Chowdhury Criticise Government for Delay Decision of Election Postpone ) ৷ জানালেন, ‘‘রাজ্য সরকার আবারও তার অদক্ষতার পরিচয় দিয়েছে ৷’’ তাঁর অভিযোগ রাজ্য সরকার লাগামহীনভাবে নির্বাচন করার জন্য প্রতি পদে মদত দিয়েছে ৷

করোনার তৃতীয় ঢেউয়ের কারণে, চার পৌরনিগমের নির্বাচন পিছিয়ে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন ৷ তার আগে রাজ্য সরকারের তরফে নির্বাচন পিছনো নিয়ে আপত্তি নেই বলে একটি চিঠি যায় কমিশনে ৷ যার পরেই কমিশন ভোটের দিন 22 জানুয়ারি থেকে পিছিয়ে 12 ফেব্রুয়ারি করে (Bengal Civic Poll 2022) ৷ যা নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, ‘‘দেরিতে হলেও, রাজ্য সরকারের বোধোদয় হয়েছে ৷’’ তবে, দেরিতে সিদ্ধান্ত নেওয়া রাজ্য সরকারের অদক্ষতার পরিচয় বলে কটাক্ষ করেন অধীর ৷

আরও পড়ুন : Bengal Civic Poll 2022 : নয়া নির্ঘণ্ট প্রকাশ নির্বাচন কমিশনের, 12 ফেব্রুয়ারি চার পৌরনিগমের ভোট

অধীর বলেন, ‘‘বাংলার চিকিৎসকরা বারবার নির্বাচন পিছিয়ে দেওয়ার কথা বলছেন ৷ কিন্তু, রাজ্য সরকারের করোনা পরিস্থিতির মধ্যেই নির্বাচনে সায় ছিল ৷’’ আর বর্তমানে যখন সংক্রমণ হাতের বাইরে চলে গিয়েছে ৷ আর মানুষ সরকারের ভূমিকায় ক্ষুব্ধ ৷ তখন ভোট করানো থেকে রাজ্য সরকার পিছিয়ে এসেছে বলে অভিযোগ করেন অধীর ৷ পাশাপাশি এনিয়ে কলকাতা হাইকোর্টে মামলা না হলে, কেউ এনিয়ে ভাবত না বলে মনে করেন প্রদেশ কংগ্রেস সভাপতি ৷

বহরমপুর, 15 জানুয়ারি : দেরিতে হলেও, বোধোদয় হয়েছে সরকারের ৷ পৌরনিগম নির্বাচন পিছনো নিয়ে রাজ্য সরকারের সিদ্ধান্ত নিয়ে একথা বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ৷ তবে, করোনার তৃতীয় ঢেউয়ের মধ্যে ভোট পিছনোর সিদ্ধান্ত নিতে সরকার দেরি করায় সমালোচনা করলেন তিনি (Adhir Chowdhury Criticise Government for Delay Decision of Election Postpone ) ৷ জানালেন, ‘‘রাজ্য সরকার আবারও তার অদক্ষতার পরিচয় দিয়েছে ৷’’ তাঁর অভিযোগ রাজ্য সরকার লাগামহীনভাবে নির্বাচন করার জন্য প্রতি পদে মদত দিয়েছে ৷

করোনার তৃতীয় ঢেউয়ের কারণে, চার পৌরনিগমের নির্বাচন পিছিয়ে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন ৷ তার আগে রাজ্য সরকারের তরফে নির্বাচন পিছনো নিয়ে আপত্তি নেই বলে একটি চিঠি যায় কমিশনে ৷ যার পরেই কমিশন ভোটের দিন 22 জানুয়ারি থেকে পিছিয়ে 12 ফেব্রুয়ারি করে (Bengal Civic Poll 2022) ৷ যা নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, ‘‘দেরিতে হলেও, রাজ্য সরকারের বোধোদয় হয়েছে ৷’’ তবে, দেরিতে সিদ্ধান্ত নেওয়া রাজ্য সরকারের অদক্ষতার পরিচয় বলে কটাক্ষ করেন অধীর ৷

আরও পড়ুন : Bengal Civic Poll 2022 : নয়া নির্ঘণ্ট প্রকাশ নির্বাচন কমিশনের, 12 ফেব্রুয়ারি চার পৌরনিগমের ভোট

অধীর বলেন, ‘‘বাংলার চিকিৎসকরা বারবার নির্বাচন পিছিয়ে দেওয়ার কথা বলছেন ৷ কিন্তু, রাজ্য সরকারের করোনা পরিস্থিতির মধ্যেই নির্বাচনে সায় ছিল ৷’’ আর বর্তমানে যখন সংক্রমণ হাতের বাইরে চলে গিয়েছে ৷ আর মানুষ সরকারের ভূমিকায় ক্ষুব্ধ ৷ তখন ভোট করানো থেকে রাজ্য সরকার পিছিয়ে এসেছে বলে অভিযোগ করেন অধীর ৷ পাশাপাশি এনিয়ে কলকাতা হাইকোর্টে মামলা না হলে, কেউ এনিয়ে ভাবত না বলে মনে করেন প্রদেশ কংগ্রেস সভাপতি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.