রানিনগর, 16 অগস্ট : গতকাল রাতে মুর্শিদাবাদের রানিনগর থানার গোধনপাড়ায় রানীনগর 2 নং ব্লকের তৃণমূল ব্লক সভাপতির উপর একদল দুষ্কৃতী হামলা করে ৷ স্থানীয় সূত্রে জানা যায়, সেই সময় বাড়ি ফিরছিলেন শাহ আলম সরকার নামে ওই তৃণমূল নেতা ৷ তখনই দুষ্কৃতীরা তাঁর গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি বোমা ছোড়ে ৷ বোমার আঘাতে গাড়ির চালক সাবির শেখের মৃত্যু হয় ৷ আহত হয়েছেন 3 জন। আহতরা হলেন, শাহ আলম সরকার, তাঁর সঙ্গী সোহেল রানা ও দেহরক্ষী সাত্তার শেখ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রানিনগরে।
আহত 3 জন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৷ গুরুতর আহত সাবির শেখকে কলকাতায় চিকিৎসার জন্য আনার সময় রাস্তাতেই মারা যান তিনি ৷
আরও পড়ুন : rail line landslide : জঙ্গিপুরে আহিরণ-সুজনীপাড়ার মাঝে রেল লাইনে ধস, বন্ধ ট্রেন চলাচল
হাসপাতালে আহতদের দেখতে গিয়েছিলেন রানীনগর বিধানসভার তৃণমূল বিধায়ক সৌমিক হোসেন ৷ তিনি বলেন, "রবিবার রানীনগর থানার গোধনপাড়া এলাকায় আমাদের ব্লক সভাপতির গাড়ির উপর বোমা ছোড়ে কংগ্রেস, সিপিএম ও বিজেপির দুস্কৃতীরা। তৃণমূল কংগ্রেসকে দুর্বল করার জন্য এই চক্রান্ত।’’
ঘটনাকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক চাপান-উতোর শুরু হয়েছে। কে বা কারা এই ঘটনার পিছনে রয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ। ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতির আঘাত গুরুতর না হলেও বাকি দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।