বহরমপুর, 13 ফেব্রুয়ারি : পৌরনির্বাচনের আগে সন্ত্রাসের আবহ মুর্শিদাবাদের বহরমপুরে ৷ 24 ঘন্টা যেতে না যেতেই ফের বহরমপুর শহরে কংগ্রেস প্রার্থীর বাড়িতে হামলা (Attack on Congress Candidate House in Berhampore) ৷ এই নিয়ে পরপর চারদিন ঘটল এই ঘটনা ৷ শনিবার রাতে বহরমপুর পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী তনুশ্রী ঘোষের বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা । সিসিটিভি ভেঙে চলে ভাঙচুর, গুলি, অকথ্য গালিগালাজ । খবর পেয়ে রাতেই এলাকায় পুলিশ পৌঁছায় । অভিযোগের তির শাসকদলের দিকেই। পরপর এভাবে কংগ্রেস প্রার্থীদের বাড়ি হামলার ঘটনায় আতঙ্কের ছায়া বহরমপুরে ।
আরও পড়ুন : Bengal Civic Polls 2022 : বহরমপুরে কংগ্রেস নেতাকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দুষ্কৃতীদের
অভিযোগ, প্রায় সাত আটজন সশস্ত্র দুষ্কৃতী পিস্তল উঁচিয়ে এসে প্রথমে সিসিটিভির ক্যামেরা ভাঙে । তারপর বাড়িতে ভাঙচুর করে সাত-আট রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায়। এই ঘটনার পিছনে তৃণমূল প্রার্থী অপর্ণা শর্মার প্রত্যক্ষ মদত রয়েছে বলে অভিযোগ তুলেছে কংগ্রেস । এই বিষয়ে কংগ্রেস প্রার্থী তনুশ্রী ঘোষের অভিযোগ, এখান দিয়ে তৃণমূল প্রার্থী অপর্ণা শর্মা যাওয়ার পরই এই ঘটনা ঘটেছে ৷ উনি অনেকক্ষণ এদিকে তাকিয়ে দাঁড়িয়ে ছিলেন ৷ ওঁর মদতেই এই ঘটনা ঘটেছে ৷ মানুষ যাতে ভোট দিতে ভয় পায় তাই এই সমস্ত সন্ত্রাস করে বেড়াচ্ছে তৃণমূল ৷"
যদিও তাঁর বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল প্রার্থী অপর্ণা শর্মা । তাঁর কথায়, "আমরা 28টি আসনই পাব ৷ তার জন্যই পরিকল্পনাভাবে এই ঘটনা সাজানো হয়েছে ৷ নিজেরা এই সমস্ত করে আমাদের তৃণমূল কংগ্রেসের নামে দোষ দিচ্ছে ৷"
আরও পড়ুন : Bengal Civic Polls 2022 : বহরমপুরে কংগ্রেস প্রার্থী শম্ভু কর্মকারের বাড়িতে হামলা, অভিযোগ তৃণমূলের দিকে