ETV Bharat / state

Arijit Singh president of school management committee: জিয়াগঞ্জের স্কুলে পরিচালন সমিতির সভাপতি অরিজিৎ সিং - মুর্শিদাবাদের খবর

জিয়াগঞ্জের (Murshidabad news) স্কুলে পরিচালন সমিতির সভাপতি হিসেবে মনোনীত হলেন গায়ক অরিজিৎ সিং (Arijit Singh president of school management committee) ৷ উচ্ছ্বসিত পড়ুয়া, শিক্ষক ও অভিভাবকরা (Arijit Singh at Murshidabad) ৷

Arijit Singh nominated as president of school management committee at Murshidabad
জিয়াগঞ্জের স্কুলে পরিচালন সমিতির সভাপতি অরিজিৎ সিং
author img

By

Published : Apr 17, 2022, 5:13 PM IST

জিয়াগঞ্জ, 17 এপ্রিল: জিয়াগঞ্জের (Murshidabad news) স্কুলে পরিচালন সমিতির সভাপতি হলেন গায়ক অরিজিৎ সিং (Arijit Singh president of school management committee) ৷ জিয়াগঞ্জের রাজা বিজয় সিং বিদ্যামন্দিরের পরিচালন সমিতির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে এই সঙ্গীত শিল্পীকে (Arijit Singh at Murshidabad) ৷

রাজ্য শিক্ষা দফতর থেকে অরিজিৎ সিং-কে পরিচালন সমিতির সভাপতি হিসাবে মনোনীত করা হয়েছে । যদিও সঙ্গিত শিল্পী নিজের ছেলেকে বহরমপুরের এক বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তি করেছেন । অরিজিৎ সিং বিজয় সিং বিদ্যামন্দিরের পরিচালন সমিতির সভাপতি হওয়ায় খুশি স্কুলের শিক্ষক-শিক্ষিকা, পড়ুয়া ও অভিভাবকরা । বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দীপঙ্কর ভট্টাচার্য বলেন, "রাজ্য শিক্ষা দফতর মনোনীত করে পাঠিয়েছে অরিজিৎ সিং-এর নাম । এমন একজন মানুষকে স্কুলের সভাপতি হিসেবে পেয়ে আমরা খুশি ।"

আরও পড়ুন: মায়ের স্মৃতিতে মুর্শিদাবাদ মেডিক্যালে করোনা চিকিৎসার বিশেষ যন্ত্র প্রদান অরিজিৎ সিংয়ের

বেশ কিছুদিন থেকে সপরিবারে জিয়াগঞ্জের বাড়িতে রয়েছেন অরিজিৎ সিং (Arijit Singh nominated as president of school management committee)। সম্প্রতি অভিভাবকদের লাইনে দাঁড়িয়ে নিজের ছেলেকে প্রথম দিন স্কুলে পৌঁছে দিয়ে আসেন । সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শোরগোল ফেলে দেয় । সঙ্গীত জগতের খ্যাতনামা গায়ক অরিজিৎ সিং-এর সাধারণ মানের জীবন যাত্রা মানুষের মন ছুঁয়ে যায় ।

বিজয় সিং বিদ্যামন্দিরের পরিচালন সমিতির সভাপতির দায়িত্বভার নিয়ে আরও একবার সাধারণ মানুষের কাছাকাছি পৌঁছে যান অরিজিৎ । বাংলা মাধ্যমের সরকারি অনুদানপ্রাপ্ত স্কুলটিতে পঞ্চম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ানো হয় । সঙ্গীত শিল্পী স্কুলের সভাপতি হয়েছেন, এই খবর ছড়িয়ে পড়তেই পড়ুয়ারা উচ্ছ্বাসে ফেটে পড়ে । স্কুলকে সব দিক থেকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন গায়ক অরিজিৎ সিং ।

আরও পড়ুন: Arijit Singh : মুর্শিদাবাদ মেডিক্যালে ফের অত্যাধুনিক যন্ত্র প্রদান অরিজিৎ সিংয়ের

জিয়াগঞ্জ, 17 এপ্রিল: জিয়াগঞ্জের (Murshidabad news) স্কুলে পরিচালন সমিতির সভাপতি হলেন গায়ক অরিজিৎ সিং (Arijit Singh president of school management committee) ৷ জিয়াগঞ্জের রাজা বিজয় সিং বিদ্যামন্দিরের পরিচালন সমিতির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে এই সঙ্গীত শিল্পীকে (Arijit Singh at Murshidabad) ৷

রাজ্য শিক্ষা দফতর থেকে অরিজিৎ সিং-কে পরিচালন সমিতির সভাপতি হিসাবে মনোনীত করা হয়েছে । যদিও সঙ্গিত শিল্পী নিজের ছেলেকে বহরমপুরের এক বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তি করেছেন । অরিজিৎ সিং বিজয় সিং বিদ্যামন্দিরের পরিচালন সমিতির সভাপতি হওয়ায় খুশি স্কুলের শিক্ষক-শিক্ষিকা, পড়ুয়া ও অভিভাবকরা । বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দীপঙ্কর ভট্টাচার্য বলেন, "রাজ্য শিক্ষা দফতর মনোনীত করে পাঠিয়েছে অরিজিৎ সিং-এর নাম । এমন একজন মানুষকে স্কুলের সভাপতি হিসেবে পেয়ে আমরা খুশি ।"

আরও পড়ুন: মায়ের স্মৃতিতে মুর্শিদাবাদ মেডিক্যালে করোনা চিকিৎসার বিশেষ যন্ত্র প্রদান অরিজিৎ সিংয়ের

বেশ কিছুদিন থেকে সপরিবারে জিয়াগঞ্জের বাড়িতে রয়েছেন অরিজিৎ সিং (Arijit Singh nominated as president of school management committee)। সম্প্রতি অভিভাবকদের লাইনে দাঁড়িয়ে নিজের ছেলেকে প্রথম দিন স্কুলে পৌঁছে দিয়ে আসেন । সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শোরগোল ফেলে দেয় । সঙ্গীত জগতের খ্যাতনামা গায়ক অরিজিৎ সিং-এর সাধারণ মানের জীবন যাত্রা মানুষের মন ছুঁয়ে যায় ।

বিজয় সিং বিদ্যামন্দিরের পরিচালন সমিতির সভাপতির দায়িত্বভার নিয়ে আরও একবার সাধারণ মানুষের কাছাকাছি পৌঁছে যান অরিজিৎ । বাংলা মাধ্যমের সরকারি অনুদানপ্রাপ্ত স্কুলটিতে পঞ্চম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ানো হয় । সঙ্গীত শিল্পী স্কুলের সভাপতি হয়েছেন, এই খবর ছড়িয়ে পড়তেই পড়ুয়ারা উচ্ছ্বাসে ফেটে পড়ে । স্কুলকে সব দিক থেকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন গায়ক অরিজিৎ সিং ।

আরও পড়ুন: Arijit Singh : মুর্শিদাবাদ মেডিক্যালে ফের অত্যাধুনিক যন্ত্র প্রদান অরিজিৎ সিংয়ের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.