ETV Bharat / state

ভোটের চার-পাঁচদিন আগে থেকে উর্বর জমি চাষ করুন : অনুব্রত

ভোটের সময় ভয় না পেয়ে উর্বর জমি চাষের উপদেশ অনুব্রতর। বললেন, "ভয় পাবেন না। ভোটের চার-পাঁচ দিন আগে থেকে উর্বর জমি চাষ করুন। তার জন্য ব্যবহার করুন পাঁচন।"

বক্তব্য রাখছেন অনুব্রত
author img

By

Published : Mar 17, 2019, 11:13 AM IST

বহরমপুর, ১৭ মার্চ : ভোটের সময় ভয় না পেয়ে উর্বর জমি চাষের উপদেশ দিলেন অনুব্রত। বললেন, "ভয় পাবেন না। ভোটের চার-পাঁচ দিন আগে থেকে উর্বর জমি চাষ করুন। তার জন্য ব্যবহার করুন পাঁচন।"

গতকাল বহরমপুরে তৃণমূলের তরফে মিনি ব্রিগেড সমাবেশের আয়োজন করা হয়। এই সমাবেশে উপস্থিত ছিলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল। সমাবেশে বক্তব্য রাখার সময় তিনি জনগণের উদ্দেশ্যে বলেন, "BSF, CRPF আসবে। স্যালিউট জানাবেন। মুর্শিদাবাদের মানুষকে বলব ভয় পাবেন না। চোখ রাঙানিকে ভয় পাবেন না। হাত তুললে নামিয়ে দেবেন। উর্বর জমি সোজা করতে পাঁচনের বাড়ি দিন। ভোটের চার-পাঁচদিন আগে থেকে উর্বর জমি চাষ করুন। একধার থেকে চাষ করা শুরু করুন। আপনাদের পাশে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, ফিরহাদ হাকিম। কেন ভয় করবেন? ৭০ বছরে কংগ্রেস কিছু করেনি। ৩৪ বছরে CPI(M) কিছু করেনি। মমতা বন্দ্যোপাধ্যায় ৭ বছরে উন্নয়ন করে দিয়েছেন। রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে থাকে। যেখানে তাকাবেন সেখানেই একধার দিয়ে উন্নয়ন দেখতে পাবেন। এই উন্নয়নকে ভুলে গেলে চলবে না।"

নরেন্দ্র মোদিকে আক্রমণ করে বলেন, "লজ্জা লাগে না মোদি। তুমি বড়ই মিথ্যাবাদী। তোমার মতো মিথ্যাবাদী ভারতবর্ষের বুকে আর কেউ নেই। তুমি মানুষকে ভালোবাসো না। নিজেকে ভালোবাসো। ঈশ্বর আছে, আল্লা আছে। তারা তোমায় ক্ষমা করবে না। তুমি ক্ষমার যোগ্য নয়। মনে আছে তো কার্গিল যুদ্ধের পরে বাজপেয়ি কিন্তু ফিরে আসেনি। ভারতবর্ষের মাটি শক্ত মাটি।"

মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে তিনি বলেন, "ওঁর মতো ভালো মহিলা ভারতবর্ষে কেউ নেই। উনি যা বলেন তাই করেন। উনি মানুষের জন্য করেন। উনি উন্নয়ন করেন। মিথ্যা কথা বলেন না। আমি মুর্শিদাবাদের মানুষকে বলব, এবারের ভোট কিন্তু সাংঘাতিক ভোট। তাই, দিদির হাত শক্ত করতে তৃণমূলকেই ভোট দিন।"

বহরমপুর, ১৭ মার্চ : ভোটের সময় ভয় না পেয়ে উর্বর জমি চাষের উপদেশ দিলেন অনুব্রত। বললেন, "ভয় পাবেন না। ভোটের চার-পাঁচ দিন আগে থেকে উর্বর জমি চাষ করুন। তার জন্য ব্যবহার করুন পাঁচন।"

গতকাল বহরমপুরে তৃণমূলের তরফে মিনি ব্রিগেড সমাবেশের আয়োজন করা হয়। এই সমাবেশে উপস্থিত ছিলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল। সমাবেশে বক্তব্য রাখার সময় তিনি জনগণের উদ্দেশ্যে বলেন, "BSF, CRPF আসবে। স্যালিউট জানাবেন। মুর্শিদাবাদের মানুষকে বলব ভয় পাবেন না। চোখ রাঙানিকে ভয় পাবেন না। হাত তুললে নামিয়ে দেবেন। উর্বর জমি সোজা করতে পাঁচনের বাড়ি দিন। ভোটের চার-পাঁচদিন আগে থেকে উর্বর জমি চাষ করুন। একধার থেকে চাষ করা শুরু করুন। আপনাদের পাশে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, ফিরহাদ হাকিম। কেন ভয় করবেন? ৭০ বছরে কংগ্রেস কিছু করেনি। ৩৪ বছরে CPI(M) কিছু করেনি। মমতা বন্দ্যোপাধ্যায় ৭ বছরে উন্নয়ন করে দিয়েছেন। রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে থাকে। যেখানে তাকাবেন সেখানেই একধার দিয়ে উন্নয়ন দেখতে পাবেন। এই উন্নয়নকে ভুলে গেলে চলবে না।"

নরেন্দ্র মোদিকে আক্রমণ করে বলেন, "লজ্জা লাগে না মোদি। তুমি বড়ই মিথ্যাবাদী। তোমার মতো মিথ্যাবাদী ভারতবর্ষের বুকে আর কেউ নেই। তুমি মানুষকে ভালোবাসো না। নিজেকে ভালোবাসো। ঈশ্বর আছে, আল্লা আছে। তারা তোমায় ক্ষমা করবে না। তুমি ক্ষমার যোগ্য নয়। মনে আছে তো কার্গিল যুদ্ধের পরে বাজপেয়ি কিন্তু ফিরে আসেনি। ভারতবর্ষের মাটি শক্ত মাটি।"

মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে তিনি বলেন, "ওঁর মতো ভালো মহিলা ভারতবর্ষে কেউ নেই। উনি যা বলেন তাই করেন। উনি মানুষের জন্য করেন। উনি উন্নয়ন করেন। মিথ্যা কথা বলেন না। আমি মুর্শিদাবাদের মানুষকে বলব, এবারের ভোট কিন্তু সাংঘাতিক ভোট। তাই, দিদির হাত শক্ত করতে তৃণমূলকেই ভোট দিন।"


Prayagraj (Uttar Pradesh), Mar 17 (ANI): An event was organised for the specially-abled children in Prayagraj to enjoy the festival of colours. Kids were seen splashing colours and flowers while dancing. People from all communities participated in the event. The festival of Holi will be celebrated on March 21 this year.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.