ETV Bharat / state

Murshidabad Murder : সালারে খুন তৃণমূল গ্রাম পঞ্চায়েত সদস্যার স্বামী, অভিযুক্তের বাড়িতে আগুন - Murder in Murshidabad

তৃণমূল গ্রাম পঞ্চায়েত সদস্যার স্বামীকে রাতে খুন করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে ৷ দুই ব্যক্তির মধ্যে ঝামেলার প্রতিশোধ নিতে এই খুন বলে দাবি মৃতের পরিবারের ৷

জ্বলছে অভিযুক্তের বাড়ি
জ্বলছে অভিযুক্তের বাড়ি
author img

By

Published : Oct 31, 2021, 6:50 AM IST

সালার, (মুর্শিদাবাদ), 31 অক্টোবর : খুন হলেন তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত সদস্যার স্বামী । ঘটনাটি ঘটেছে শনিবার রাতে মুর্শিদাবাদের সালারে ৷ পুলিশ জানিয়েছে মৃতের নাম মীর হাবিবুর রহমান ওরফে টগর শেখ (45) । তিনি কাগ্রাম গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের সদস্যা রূপালী বিবির স্বামী । অভিযুক্তের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে কর্মীরা ৷

জানা গিয়েছে, সালারের বাবলা গ্রাম থেকে বাইক চালিয়ে ফিরছিলেন টগর শেখ । সেই সময় কাগ্রামের বহড়ার কাছে তাঁর উপর হামলা চালানো হয় । মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ । গ্রামে চাপা উত্তেজনা রয়েছে । ব্যক্তিগত আক্রোশ থেকে খুন নাকি ঘটনার পিছনে অন্য কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ ।

সালারে খুন তৃণমূল গ্রাম পঞ্চায়েত সদস্যার স্বামী, বিক্ষুব্ধরা জ্বালিয়ে দিয়েছে অভিযুক্তের বাড়ি

আরও পড়ুন : Fisherman Protest : বহরমপুরে জলাশয় ভরাটের প্রতিবাদে বিক্ষোভ মৎস্যজীবীদের

মৃতের পরিবারের অভিযোগ, আনারুল শেখ নামের এক ব্যক্তি এই খুন করেছে । এমনকি ঘটনার জেরে বিক্ষুব্ধ কর্মীরা অভিযুক্তের বাড়িতে আগুন লাগিয়ে দেয় । মৃতের পুত্র মীর মুজিবর রহমানের দাবি, এর আগে স্থানীয় এক ব্যক্তিকে খুন করে আনারুল শেখ । সেই ঘটনার বিরোধিতা করেছিলেন তাঁর বাবা টগর শেখ । তার জেরেই খুন করেছে আনারুল ।

খুনের ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার কে শবরী রাজকুমার ৷

সালার, (মুর্শিদাবাদ), 31 অক্টোবর : খুন হলেন তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত সদস্যার স্বামী । ঘটনাটি ঘটেছে শনিবার রাতে মুর্শিদাবাদের সালারে ৷ পুলিশ জানিয়েছে মৃতের নাম মীর হাবিবুর রহমান ওরফে টগর শেখ (45) । তিনি কাগ্রাম গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের সদস্যা রূপালী বিবির স্বামী । অভিযুক্তের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে কর্মীরা ৷

জানা গিয়েছে, সালারের বাবলা গ্রাম থেকে বাইক চালিয়ে ফিরছিলেন টগর শেখ । সেই সময় কাগ্রামের বহড়ার কাছে তাঁর উপর হামলা চালানো হয় । মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ । গ্রামে চাপা উত্তেজনা রয়েছে । ব্যক্তিগত আক্রোশ থেকে খুন নাকি ঘটনার পিছনে অন্য কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ ।

সালারে খুন তৃণমূল গ্রাম পঞ্চায়েত সদস্যার স্বামী, বিক্ষুব্ধরা জ্বালিয়ে দিয়েছে অভিযুক্তের বাড়ি

আরও পড়ুন : Fisherman Protest : বহরমপুরে জলাশয় ভরাটের প্রতিবাদে বিক্ষোভ মৎস্যজীবীদের

মৃতের পরিবারের অভিযোগ, আনারুল শেখ নামের এক ব্যক্তি এই খুন করেছে । এমনকি ঘটনার জেরে বিক্ষুব্ধ কর্মীরা অভিযুক্তের বাড়িতে আগুন লাগিয়ে দেয় । মৃতের পুত্র মীর মুজিবর রহমানের দাবি, এর আগে স্থানীয় এক ব্যক্তিকে খুন করে আনারুল শেখ । সেই ঘটনার বিরোধিতা করেছিলেন তাঁর বাবা টগর শেখ । তার জেরেই খুন করেছে আনারুল ।

খুনের ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার কে শবরী রাজকুমার ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.