রানিনগর, 31 জুলাই : পাচারকারী সন্দেহে যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠল BSF জওয়ানদের বিরুদ্ধে ৷ ঘটনাকে কেন্দ্র করে থানা ঘিরে বিক্ষোভ দেখায় মৃতের পরিবারসহ স্থানীয়রা ৷ ঘটনাটি মুর্শিদাবাদের রানিনগর থানার শেখপাড়ার ৷ তিন ঘণ্টা চেষ্টার পর পরিস্থিতি সামাল দেয় পুলিশ ৷
মৃতের নাম আকবর আলি (27) ৷ তিনি শেখপাড়ার কৃষ্ণপুরের বাসিন্দা ৷ আকবরের পরিবারের অভিযোগ, আজ মাঠে গেলে 98 ব্যাটেলিয়নের জওয়ানরা তাকে ঘিরে মারধর করে ৷ আকবরের ভাই মুকলেশুর রহমান বলে, "দাদাকে পাচারকারী সন্দেহে পিটিয়ে মারা হয়েছে ৷ মাঠ থেকে জখম অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷" চিকিৎসা শুরুর কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় আকবরের ৷
আকবরের দেহ নিয়ে যাওয়া হয় রানিনগর থানায় ৷ তারপরই থানা ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে আকবরের পরিবার ও স্থানীয় বাসিন্দারা ৷ রাস্তা অবরোধ করা হয় ৷ প্রথমে অভিযোগ নিতে অস্বীকার করলেও পরে পুলিশ অভিযোগ দায়ের করে বলে জানায় স্থানীয়রা ৷ BSF-র 98 ব্যাটেলিয়নের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে মৃতের পরিবার ৷