ETV Bharat / state

পাচারকারী সন্দেহে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ BSF-র বিরুদ্ধে - Raninagar

পাচারকারী সন্দেহে রানিনগর এলাকার যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠল BSF-র 98 ব্যাটেলিয়নের জওয়ানদের বিরুদ্ধে ৷ ঘটনার বিরুদ্ধে থানার সামনে বিক্ষোভ দেখায় স্থানীয়রা ৷

থানার সামনে বিক্ষোভ
author img

By

Published : Jul 31, 2019, 10:21 PM IST

Updated : Jul 31, 2019, 10:59 PM IST

রানিনগর, 31 জুলাই : পাচারকারী সন্দেহে যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠল BSF জওয়ানদের বিরুদ্ধে ৷ ঘটনাকে কেন্দ্র করে থানা ঘিরে বিক্ষোভ দেখায় মৃতের পরিবারসহ স্থানীয়রা ৷ ঘটনাটি মুর্শিদাবাদের রানিনগর থানার শেখপাড়ার ৷ তিন ঘণ্টা চেষ্টার পর পরিস্থিতি সামাল দেয় পুলিশ ৷

মৃতের নাম আকবর আলি (27) ৷ তিনি শেখপাড়ার কৃষ্ণপুরের বাসিন্দা ৷ আকবরের পরিবারের অভিযোগ, আজ মাঠে গেলে 98 ব্যাটেলিয়নের জওয়ানরা তাকে ঘিরে মারধর করে ৷ আকবরের ভাই মুকলেশুর রহমান বলে, "দাদাকে পাচারকারী সন্দেহে পিটিয়ে মারা হয়েছে ৷ মাঠ থেকে জখম অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷" চিকিৎসা শুরুর কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় আকবরের ৷

দেখুন ভিডিয়ো

আকবরের দেহ নিয়ে যাওয়া হয় রানিনগর থানায় ৷ তারপরই থানা ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে আকবরের পরিবার ও স্থানীয় বাসিন্দারা ৷ রাস্তা অবরোধ করা হয় ৷ প্রথমে অভিযোগ নিতে অস্বীকার করলেও পরে পুলিশ অভিযোগ দায়ের করে বলে জানায় স্থানীয়রা ৷ BSF-র 98 ব্যাটেলিয়নের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে মৃতের পরিবার ৷

রানিনগর, 31 জুলাই : পাচারকারী সন্দেহে যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠল BSF জওয়ানদের বিরুদ্ধে ৷ ঘটনাকে কেন্দ্র করে থানা ঘিরে বিক্ষোভ দেখায় মৃতের পরিবারসহ স্থানীয়রা ৷ ঘটনাটি মুর্শিদাবাদের রানিনগর থানার শেখপাড়ার ৷ তিন ঘণ্টা চেষ্টার পর পরিস্থিতি সামাল দেয় পুলিশ ৷

মৃতের নাম আকবর আলি (27) ৷ তিনি শেখপাড়ার কৃষ্ণপুরের বাসিন্দা ৷ আকবরের পরিবারের অভিযোগ, আজ মাঠে গেলে 98 ব্যাটেলিয়নের জওয়ানরা তাকে ঘিরে মারধর করে ৷ আকবরের ভাই মুকলেশুর রহমান বলে, "দাদাকে পাচারকারী সন্দেহে পিটিয়ে মারা হয়েছে ৷ মাঠ থেকে জখম অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷" চিকিৎসা শুরুর কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় আকবরের ৷

দেখুন ভিডিয়ো

আকবরের দেহ নিয়ে যাওয়া হয় রানিনগর থানায় ৷ তারপরই থানা ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে আকবরের পরিবার ও স্থানীয় বাসিন্দারা ৷ রাস্তা অবরোধ করা হয় ৷ প্রথমে অভিযোগ নিতে অস্বীকার করলেও পরে পুলিশ অভিযোগ দায়ের করে বলে জানায় স্থানীয়রা ৷ BSF-র 98 ব্যাটেলিয়নের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে মৃতের পরিবার ৷

Intro:বিএসএফের মারে যুবকের মৃত্যু ঘিরে উত্তাল সীমান্ত এলাকা। চলে বিক্ষোভ আবরোধ। খুনের মামলা রুজু হয়েছে। Body:রানিনগর - BSF র মারে যুবকের মৃত্যুতে উত্তাল রানিনগর থানার সেখপাড়া। হাসপাতালে মৃত ওই যুবককে থানায় নিয়ে আসা হলে থানার সামনে বিক্ষোভে শামিল হয় মৃতের পিরিবার স্থানীয় মানুষ। দীর্ঘক্ষন ধিরে চলে বিক্ষোভ অবরোধ। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে। বিএসএফের ৯৮ ব্যাটেলিয়ানের বিরুদ্ধে রানিনগর থানায় খুনের মামলা রুজু করে মৃতের পরিবার। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ সুপার মুকেশ কুমার। শেখপাড়ার কৃষ্ণপুরের বাসিন্দা মৃত যুবকের নাম আকবর আলী (২৭)।
মৃতের পরিবারের অভিযোগ এদিন মাঠে গেলে ৯৮ ব্যাটেলিয়নের জওয়ানরা ঘিরে ধরে মারধর করে আকবরকে। আকবরের মুকলেশুর রহমানের অভিযোগ, দাদাকে পাচারকারী সন্দেহেই পিঠিয়ে মারা হয়। মাঠ থেকে জখম অবস্থায় তাকে হাসপাতালে আনা হলে চিকিৎসার কিছুক্ষনের মধ্যেই মৃত্যু হয়। এরপরই পরিবারের লোকজন থানার সামনে বিক্ষোভ শুরু করে। রাস্তা অবরোধ করা হয়। উত্তেজিত জনতাকে সামাল দিতে হিমসিম খায় পুলিশ। প্রথমে অভিযোগ নিতে অস্বীকার করলেও পরিস্থিতি সামাল দিতে অভিযোগ দায়ের করে পুলিশ। যদিও বিএসএফের তরফ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। প্রসঙ্গত এখন সীমান্তের জিরো পয়েন্টে এক জোড়া গোরু পৌঁছে দিতে পারলেই ৬০০০ হাজার টাকা মেলে।Conclusion:প্রায় তিন ঘন্টা পর উত্তেজিত জনতাকে সামাল দিতে পারে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।
Last Updated : Jul 31, 2019, 10:59 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.