ETV Bharat / state

পারিবারিক বিবাদের জেরে মহিলাকে পিটিয়ে খুনের অভিযোগ - woman

পারিবারিক সূত্রে খবর, শৌচালয় তৈরি করাকে কেন্দ্র করে নাসরিন বিবির সঙ্গে বচসা বাধে তাঁর জা ডলি বিবির ৷ অভিযোগ, বচসার জেরে একে অপরকে কোদাল, রড দিয়ে মারধর শুরু করে ৷ হাতাহাতির জেরে গুরুতর জখম হন নাসরিন বিবি ৷ তাঁকে আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করা হয় ৷

murder of a woman
পারিবারিক বিবাদের জেরে মহিলাকে খুনের অভিযোগ
author img

By

Published : Feb 7, 2020, 9:45 PM IST

নওদা, 7 ফেব্রুয়ারি : পারিবারিক ঝামেলার জেরে মহিলাকে খুনের অভিযোগ ৷ মুর্শিদাবাদের নওদা থানার শিবনগর গ্রামের ঘটনা ৷

মৃতের নাম নাসরিন বিবি (45) ৷ পারিবারিক সূত্রে খবর, শৌচালয় তৈরি করাকে কেন্দ্র করে নাসরিন বিবির সঙ্গে বচসা বাধে তাঁর জা ডলি বিবির ৷ অভিযোগ, বচসার জেরে একে অপরকে কোদাল, রড দিয়ে মারধর শুরু করে ৷ হাতাহাতির জেরে গুরুতর জখম হন নাসরিন বিবি ৷ তাঁকে আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করা হয় ৷

নাসরিন বিবির ছেলে মিলন আনসারি বলেন, "চারজন মিলে পিটিয়ে মেরে ফেলেছে ৷ ওরা শৌচালয় তৈরি করতে গেলে আমার মা বাধা দেয় ৷ মা বলেন শৌচালয় তৈরি করতে হলে জায়গা মেপে ভাগ করে তারপর তৈরি করতে ৷ এর পরই ওরা মাকে মারধর করে ৷"

মৃতের পরিবারের পক্ষ থেকে নওদা থানায় চারজনের নামে নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ৷ পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় । পুলিশ জানায়, ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷

নওদা, 7 ফেব্রুয়ারি : পারিবারিক ঝামেলার জেরে মহিলাকে খুনের অভিযোগ ৷ মুর্শিদাবাদের নওদা থানার শিবনগর গ্রামের ঘটনা ৷

মৃতের নাম নাসরিন বিবি (45) ৷ পারিবারিক সূত্রে খবর, শৌচালয় তৈরি করাকে কেন্দ্র করে নাসরিন বিবির সঙ্গে বচসা বাধে তাঁর জা ডলি বিবির ৷ অভিযোগ, বচসার জেরে একে অপরকে কোদাল, রড দিয়ে মারধর শুরু করে ৷ হাতাহাতির জেরে গুরুতর জখম হন নাসরিন বিবি ৷ তাঁকে আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করা হয় ৷

নাসরিন বিবির ছেলে মিলন আনসারি বলেন, "চারজন মিলে পিটিয়ে মেরে ফেলেছে ৷ ওরা শৌচালয় তৈরি করতে গেলে আমার মা বাধা দেয় ৷ মা বলেন শৌচালয় তৈরি করতে হলে জায়গা মেপে ভাগ করে তারপর তৈরি করতে ৷ এর পরই ওরা মাকে মারধর করে ৷"

মৃতের পরিবারের পক্ষ থেকে নওদা থানায় চারজনের নামে নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ৷ পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় । পুলিশ জানায়, ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷

Intro:পারিবারিক বচসায় খুন এক মহিলা।Body:পারিবারিক বচসায় খুন হলেন এক মহিলাকে।

শুক্রবার নওদা থানার শিবনগর গ্রামে পারিবারিক ঝামেলার কারনে মৃত্যু হয় এক মহিলার। মৃতের নাম নাসরিন বিবি(৪৫)। পরিবার সূত্রে জানা যায়, শৌচালয় তৈরি করাকে কেন্দ্র করে দুই জা নাসরিন বিবি ও ডলি বিবির মধ্যে বচসা বাঁধে। তারপর বচসার জেরে একে অপরকে কোদাল রড দিয়ে মারধোর শুরু করে। হাতাহতিতে গুরুতর আহত হয় নাসিরন বিবি। আহত অবস্থায় তাকে আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন৷ মৃতের পরিবার নওদা থানায় শ্বশুরবাড়ীর চার জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেন। নওদা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে নওদা থানার পুলিশ।Conclusion:মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে নওদা থানার পুলিশ।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.