কান্দি, 5 জুন: ভুয়ো লাইসেন্স দেওয়ার অভিযোগ উঠল একটি বেসরকারি মোটর ট্রেনিং স্কুলের বিরুদ্ধে । মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের মাধুনিয়া উলাপাড়ার বাসিন্দা দেবাশিস হাজরার অভিযোগ, গত দুই বছর আগে তিনি কান্দি থানার পেট্রল পাম্প সংলগ্ন এলাকায় অবস্থিত একটি বেসরকারি মোটর ট্রেনিং স্কুলে ভর্তি হয়েছিলেন । গাড়ি চালানোর জন্য সরকারি স্বীকৃতি পাওয়ার উদ্দেশ্যে । তবে দীর্ঘদিন ধরে ক্লাস ও মোটা টাকা দেওয়ার পর তাকে একটি ভুয়ো লাইসেন্স প্রদান করা হয় ওই মোটর ট্রেনিং স্কুলের পক্ষ থেকে । যদিও দুই বছর পর ওই বাসিন্দা যখন বুঝতে পারেন যে তার লাইসেন্সটি ভুয়ো তখন ওই মোটর ট্রেনিং স্কুলের সঙ্গে যোগাযোগ করলে তাঁকে একাধিকভাবে বিভ্রান্তি করার চেষ্টা করা হয় বলেও অভিযোগ তাঁর ।
তাই এই ঘটনায় ন্যায্য বিচারের আশায় মুর্শিদাবাদ জেলা পরিবহণ দফতরেও লিখিত অভিযোগ জানান তিনি । কিন্তু তারপরও কোনও সুরাহা মিলছে না বলে জানান ওই ব্যক্তি । পরিবহণ দফতর ও বেসরকারি মোটর ট্রেনিং স্কুলের পক্ষ থেকে উলটে বলা হচ্ছে ফের মোটা টাকা লাগবে তারপরেই মিলতে পারে তাঁর আসল লাইসেন্স ।
অন্যদিকে, এই ঘটনাই ওই মোটর ট্রেনিং স্কুলের পক্ষ থেকে সম্পূর্ণ দোষ দেওয়া হচ্ছে মুর্শিদাবাদ জেলা পরিবহণ দফতরকে । জেলা পরিবহণ দফতর বর্তমানে দুর্নীতির আতুঁড়ঘর তথা ঘুঘুর বাসায় রূপান্তরিত হয়েছে বলে ক্ষোভপ্রকাশ করেছেন কান্দি শহর এলাকায় থাকা ওই মোটর ট্রেনিং স্কুলের এক শিক্ষক । সব মিলিয়ে ভুয়ো লাইসেন্স নিয়ে কার্যত ব্যাপক বিভ্রান্তির মধ্যে রয়েছেন কান্দি শহরের মাধুনিয়ার বাসিন্দা দেবাশিস হাজরা । যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান হোক, আসল লাইসেন্স মিলুক ৷ এটাই চাইছেন তিনি ৷
তাঁর কথায়, "আমি অনেকবার ট্রেনিং স্কুলে গিয়ে জিজ্ঞাসা করেছি যে আমার ড্রাইভিং লাইসেন্স কবে পাব ৷ কিন্তু বিষয়টি নিয়ে ওনারা কথাই বলতে চাইছেন না ৷ আমাকে ফের টাকা আনতে বলছেন ৷ কিন্তু কেন আমি আবার টাকা দেব ?"
আরও পড়ুন : আদালতের নির্দেশে মালদায় ধৃত ভুয়ো প্রাথমিক শিক্ষিকা