ETV Bharat / state

Aindrila Sharma: ঐন্দ্রিলার সুস্থ হওয়ার আশায় বুক বাঁধছে তাঁর পাড়া - ঐন্দ্রিলা শর্মা

ঐন্দ্রিলা শর্মার (Aindrila Sharma) সুস্থ হওয়ার আশায় বুক বাঁধছেন তাঁর আগের পাড়ার লোকজন ৷ বহরমপুরের (Berhampore News) ইন্দ্রপ্রস্থের বাসিন্দাদের বিশ্বাস, দ্রুত সুস্থ হয়ে ফিরে আসবেন অভিনেত্রী ৷

Aindrila Sharma neighborhood is hoping for her recovery
ঐন্দ্রিলার সুস্থ হওয়ার আশায় বুক বাঁধছে তাঁর পাড়া
author img

By

Published : Nov 4, 2022, 7:07 PM IST

বহরমপুর, 4 নভেম্বর: ঐন্দ্রিলা শর্মাকে (Aindrila Sharma) নিয়ে আশায় বুক বাঁধছেন বহরমপুরের ইন্দ্রপ্রস্থের বাসিন্দারা । অভিনেত্রীর এক সময়ের প্রতিবেশীদের জোরালো দাবি, দুরারোগ্য ক্যানসার যাঁকে ছিনিয়ে নিতে পারেনি, কোমা থেকে তিনি ফিরে আসবেনই । ঐন্দ্রিলার সুস্থতার জন্য প্রতিবেশীরা বহরমপুরে (Murshidabad News) বিষ্ণুপুর কালীবাড়িতে পুজো দেওয়ারও উদ্যোগ নিতে শুরু করেছেন । স্থানীয় বাসিন্দা রেণুকা ঘোষ বললেন, "আমরা আছি ঐন্দ্রিলার লড়াইয়ের সঙ্গে । আমাদের দৃঢ় বিশ্বাস, খুব দ্রুত সুস্থ হয়ে ফিরে আসবে আমাদের কাছের মেয়ে ।"

গত মঙ্গলবার ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন টলি অভিনেত্রী । হাওড়ার এক হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে । মাথায় রক্ত জমাট বাঁধায় আপাতত কোমায় চলে গিয়েছেন বহরমপুর (Berhampore News) শহরের ইন্দ্রপ্রস্থের বাসিন্দা ঐন্দিলা শর্মা । এর আগে দু'বার ক্যানসারে আক্রান্ত হয়ে কঠিন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়েছিলেন তিনি । তখন বাবা মায়ের পাশাপাশি সঙ্গে ছিলেন তাঁর বন্ধু অভিনেতা সব্যসাচী চৌধুরী । এখনও তাঁরা সঙ্গে রয়েছেন । আর শুভকামনা নিয়ে ঘরের মেয়ের সুস্থ হওয়ার আশায় বুক বাঁধছেন তাঁর জন্মভিটের প্রতিবেশীরা ৷

আরও পড়ুন: লড়াই চালিয়ে যাচ্ছেন ঐন্দ্রিলা, ভুয়ো খবর ছড়ানো বন্ধ করার আর্জি সব্যসাচীর

বহুদিন আগেই ইন্দ্রপ্রস্থের পাট চুকিয়ে দিয়েছে শর্মা পরিবার । পরিবারের সকলেই এখন কলকাতার স্থায়ী বাসিন্দা । তবে ওই পাড়ার কেউ ঐন্দ্রিলাকে ভোলেননি । তাঁর প্রতিভার কদর করেন সকলেই । স্থানীয় বাসন্দা তথা সরকারি কর্মচারী রুমেলা পারভিন বলেন, "ঐন্দিলার অভিনয় দেশের মানুষকে মজিয়ে রেখেছে । এই পাড়ায় জন্ম বলে আমরা গর্বিত । আমরা আশাবাদী, কঠিন পরিস্থিতি কাটিয়ে উঠে ও আবার নিজের ভূমিকায় নামবে ।" বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখোপাধ্যায় ওই পাড়ার বাসিন্দা । তিনি বলেন, "সিরিয়াল দেখার সময় হয় না । তবে পাড়ার মেয়ে হিসাবে ঐন্দ্রিলাকে নিয়ে গর্ব করি । অসুস্থ শুনেছি । দ্রুত তাঁর আরোগ্য কামনা করি ।"

ঐন্দ্রিলার সুস্থ হওয়ার আশায় বুক বাঁধছে তাঁর পাড়া

পাড়ার মানুষ অভিনেত্রীকে নিয়ে উদ্বিগ্ন । স্থানীয় একটি ক্লাব শনিবার অভিনেত্রীর আরোগ্য কামনায় বহরমপুরে বিষ্ণুপুর কালীবাড়িতে পুজো দেওয়ার উদ্যোগ নিয়েছেন বলে জানা গিয়েছে ৷

বহরমপুর, 4 নভেম্বর: ঐন্দ্রিলা শর্মাকে (Aindrila Sharma) নিয়ে আশায় বুক বাঁধছেন বহরমপুরের ইন্দ্রপ্রস্থের বাসিন্দারা । অভিনেত্রীর এক সময়ের প্রতিবেশীদের জোরালো দাবি, দুরারোগ্য ক্যানসার যাঁকে ছিনিয়ে নিতে পারেনি, কোমা থেকে তিনি ফিরে আসবেনই । ঐন্দ্রিলার সুস্থতার জন্য প্রতিবেশীরা বহরমপুরে (Murshidabad News) বিষ্ণুপুর কালীবাড়িতে পুজো দেওয়ারও উদ্যোগ নিতে শুরু করেছেন । স্থানীয় বাসিন্দা রেণুকা ঘোষ বললেন, "আমরা আছি ঐন্দ্রিলার লড়াইয়ের সঙ্গে । আমাদের দৃঢ় বিশ্বাস, খুব দ্রুত সুস্থ হয়ে ফিরে আসবে আমাদের কাছের মেয়ে ।"

গত মঙ্গলবার ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন টলি অভিনেত্রী । হাওড়ার এক হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে । মাথায় রক্ত জমাট বাঁধায় আপাতত কোমায় চলে গিয়েছেন বহরমপুর (Berhampore News) শহরের ইন্দ্রপ্রস্থের বাসিন্দা ঐন্দিলা শর্মা । এর আগে দু'বার ক্যানসারে আক্রান্ত হয়ে কঠিন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়েছিলেন তিনি । তখন বাবা মায়ের পাশাপাশি সঙ্গে ছিলেন তাঁর বন্ধু অভিনেতা সব্যসাচী চৌধুরী । এখনও তাঁরা সঙ্গে রয়েছেন । আর শুভকামনা নিয়ে ঘরের মেয়ের সুস্থ হওয়ার আশায় বুক বাঁধছেন তাঁর জন্মভিটের প্রতিবেশীরা ৷

আরও পড়ুন: লড়াই চালিয়ে যাচ্ছেন ঐন্দ্রিলা, ভুয়ো খবর ছড়ানো বন্ধ করার আর্জি সব্যসাচীর

বহুদিন আগেই ইন্দ্রপ্রস্থের পাট চুকিয়ে দিয়েছে শর্মা পরিবার । পরিবারের সকলেই এখন কলকাতার স্থায়ী বাসিন্দা । তবে ওই পাড়ার কেউ ঐন্দ্রিলাকে ভোলেননি । তাঁর প্রতিভার কদর করেন সকলেই । স্থানীয় বাসন্দা তথা সরকারি কর্মচারী রুমেলা পারভিন বলেন, "ঐন্দিলার অভিনয় দেশের মানুষকে মজিয়ে রেখেছে । এই পাড়ায় জন্ম বলে আমরা গর্বিত । আমরা আশাবাদী, কঠিন পরিস্থিতি কাটিয়ে উঠে ও আবার নিজের ভূমিকায় নামবে ।" বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখোপাধ্যায় ওই পাড়ার বাসিন্দা । তিনি বলেন, "সিরিয়াল দেখার সময় হয় না । তবে পাড়ার মেয়ে হিসাবে ঐন্দ্রিলাকে নিয়ে গর্ব করি । অসুস্থ শুনেছি । দ্রুত তাঁর আরোগ্য কামনা করি ।"

ঐন্দ্রিলার সুস্থ হওয়ার আশায় বুক বাঁধছে তাঁর পাড়া

পাড়ার মানুষ অভিনেত্রীকে নিয়ে উদ্বিগ্ন । স্থানীয় একটি ক্লাব শনিবার অভিনেত্রীর আরোগ্য কামনায় বহরমপুরে বিষ্ণুপুর কালীবাড়িতে পুজো দেওয়ার উদ্যোগ নিয়েছেন বলে জানা গিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.