ETV Bharat / state

মুর্শিদাবাদে লালগোলা প্যাসেঞ্জারে আগুন দিল বিক্ষোভকারীরা

author img

By

Published : Dec 14, 2019, 6:24 PM IST

Updated : Dec 14, 2019, 10:55 PM IST

শনিবার বিকাল সাড়ে চারটে নাগাদ উত্তেজিত জনতা প্রথমে আগুন লাগায় লালগোলা স্টেশনে ৷ ভাঙচুরও চালানো হয় ৷ এরপর আগুন লাগানো হয় দাঁড়িয়ে থাকা ট্রেনে ৷

image
কৃষ্ণপুর স্টেশনে আগুন

লালগোলা, 14 ডিসেম্বর : নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 নিয়ে অশান্তি অব্যাহত রাজ্যে ৷ রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় গতকাল থেকে চলছে বিক্ষোভ ৷ সেখানে আজ স্টেশনে ভাঙচুর সহ ট্রেনে আগুন লাগানো হয়েছে৷

শনিবার বিকাল সাড়ে চারটে নাগাদ উত্তেজিত জনতা প্রথমে আগুন লাগায় লালগোলা স্টেশনে ৷ ভাঙচুরও চালানো হয় ৷ লণ্ডভণ্ড স্টেশনের অবস্থা ৷ এরপর 34 নম্বর জাতীয় সড়কে সূতি টোল প্লাজ়াতেও আগুন লাগায় বিক্ষোভকারীরা ৷ টোল প্লাজ়ার কর্মী অতঙ্কিত হয় এলাকা ছেড়ে পালিয়ে যান ৷

লালগোলা প্যাসেঞ্জারে আগুন দিল বিক্ষোভকারীরা

এরপর আগুন লাগানো হয় দাঁড়িয়ে থাকা ট্রেনে ৷ বিকাল সাড়ে পাঁচটা নাগাদ লালগোলার কৃষ্ণপুর স্টেশনে দাঁড়িয়ে থাকা লালগোলা - শিয়ালদা প্যাসেঞ্জার ট্রেনে আগুন দেয় বিক্ষোভকারীরা ৷ ঘটনাস্থানে রয়েছে পুলিশ । পরিস্থিতি এখনও প্রচণ্ড উত্তপ্ত ।

লালগোলা, 14 ডিসেম্বর : নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 নিয়ে অশান্তি অব্যাহত রাজ্যে ৷ রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় গতকাল থেকে চলছে বিক্ষোভ ৷ সেখানে আজ স্টেশনে ভাঙচুর সহ ট্রেনে আগুন লাগানো হয়েছে৷

শনিবার বিকাল সাড়ে চারটে নাগাদ উত্তেজিত জনতা প্রথমে আগুন লাগায় লালগোলা স্টেশনে ৷ ভাঙচুরও চালানো হয় ৷ লণ্ডভণ্ড স্টেশনের অবস্থা ৷ এরপর 34 নম্বর জাতীয় সড়কে সূতি টোল প্লাজ়াতেও আগুন লাগায় বিক্ষোভকারীরা ৷ টোল প্লাজ়ার কর্মী অতঙ্কিত হয় এলাকা ছেড়ে পালিয়ে যান ৷

লালগোলা প্যাসেঞ্জারে আগুন দিল বিক্ষোভকারীরা

এরপর আগুন লাগানো হয় দাঁড়িয়ে থাকা ট্রেনে ৷ বিকাল সাড়ে পাঁচটা নাগাদ লালগোলার কৃষ্ণপুর স্টেশনে দাঁড়িয়ে থাকা লালগোলা - শিয়ালদা প্যাসেঞ্জার ট্রেনে আগুন দেয় বিক্ষোভকারীরা ৷ ঘটনাস্থানে রয়েছে পুলিশ । পরিস্থিতি এখনও প্রচণ্ড উত্তপ্ত ।

Intro:Body:ভস্মিভূত সুতির টোল প্লাজা। লালিগোলার কৃষ্ণপুরে জ্বলছে ট্রেনের বগি Conclusion:
Last Updated : Dec 14, 2019, 10:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.