ETV Bharat / state

উত্তপ্ত সাগরদিঘি, জাতীয় সড়কে জ্বলল টায়ার - Agitation in Sagardighi

আজ সকালেই 34 নম্বর জাতীয় সড়কের উপর সাগরদিঘি থানার শেখদিঘিতে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ শুরু করেছেন বিক্ষোভকারীরা ৷

জাতীয় সড়কে জ্বলল টায়ার
জাতীয় সড়কে জ্বলল টায়ার
author img

By

Published : Dec 15, 2019, 11:30 AM IST

সাগরদিঘি, 15 ডিসেম্বর : ফের নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদের আগুনে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদ ৷ আজ সকালেই 34 নম্বর জাতীয় সড়কের উপর সাগরদিঘি থানার শেখদিঘিতে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ শুরু করেছেন বিক্ষোভকারীরা ৷

আতঙ্কে জাতীয় সড়কে বন্ধ যান চলাচল ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে এসে বেগ পেতে হচ্ছে পুলিশকে ৷ স্থানীয়দের আশঙ্কা, গত দু'দিনের মতো শেখদিঘির উত্তাপের রেশ দ্রুত গোটা জেলায় ছড়িয়ে পড়বে ৷

দেখুন ভিডিয়ো

জেলার সমস্ত স্টেশনগুলিতে মোতায়েন করা হয়েছে RPF ৷ বাইরে থেকে আনা হয়েছে বাহিনীও ৷

সাগরদিঘি, 15 ডিসেম্বর : ফের নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদের আগুনে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদ ৷ আজ সকালেই 34 নম্বর জাতীয় সড়কের উপর সাগরদিঘি থানার শেখদিঘিতে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ শুরু করেছেন বিক্ষোভকারীরা ৷

আতঙ্কে জাতীয় সড়কে বন্ধ যান চলাচল ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে এসে বেগ পেতে হচ্ছে পুলিশকে ৷ স্থানীয়দের আশঙ্কা, গত দু'দিনের মতো শেখদিঘির উত্তাপের রেশ দ্রুত গোটা জেলায় ছড়িয়ে পড়বে ৷

দেখুন ভিডিয়ো

জেলার সমস্ত স্টেশনগুলিতে মোতায়েন করা হয়েছে RPF ৷ বাইরে থেকে আনা হয়েছে বাহিনীও ৷

Intro:ফের উত্তপ্ত সাগরদিঘির শেমহদিঘি। জাতীয় সড়কে আগুন জ্বালিয়ে ইবরোধ। Body:সাগরদিঘি - ফের প্রতিবাদের আগুনে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদ। এদিন সকালেই ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর সাগরদিঘি থানার শেখদিঘিতে বিক্ষোভকারীরা আগুন জ্বালিয়ে অবরোধ শুরু করেছে। আতঙ্কে জাতীয় সড়নের উপর দিয়ে বন্ধ বাস ও পপণ্যবাহী গাড়ি চলাচল। একটাই উত্তেজনা ছড়িয়েছে যে নিয়ন্তনে নেমে হিমসিম খেতে হচ্ছে পুলিশকে। জাতীয় সড়কের উপর টায়র জ্বালিয়ে আন্দোলনকারীরা রাস্তা অবরোধ করে রেখেছে। জেলাবাসীর আশঙ্কা গত দুদিনের মতো শেখদিঘির উত্তাপের রেশ দ্রুত ছড়িয়ে পড়বে গোটা জেলায়। চিন্তিত প্রশাসন। তবে এদিন জেলার সমস্ত স্টেশগুলি কড়া হাতে দখল নিয়ে আরপিএফ। বাইরে থেকে আনা হয়েছে বাহিনী।Conclusion:উওত্তেজনার পারদ বাড়ছে
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.