ETV Bharat / state

Vidyasagar Scholarship 2022 : স্কলারশিপ ফর্ম দেওয়াকে কেন্দ্র করে বিশৃঙ্খলা ধুলিয়ানে - Vidyasagar Scholarship 2022

স্কলারশিপ ফর্ম জমা দেওয়াকে কেন্দ্র করে বিশৃঙ্খলা ধুলিয়ানে (Agitation in Samserganj over Vidyasagar Scholarship 2022 form submission) ৷ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্কলারশিপ ফর্ম জমা দেওয়া নিয়ে ধুলিয়ান পোষ্ট অফিসেও হুড়োহুড়ি পড়ে যায় । প্রধান শিক্ষক সই করছেন না ফর্মে বলে অভিয়োগ ওঠে ।

Murshidabad News
স্কলারশিপ ফর্ম দেওয়াকে কেন্দ্র করে বিশৃঙ্খলা ধুলিয়ানে
author img

By

Published : Apr 1, 2022, 10:44 PM IST

বহরমপুর, 1 এপ্রিল : একটি বেসরকারি সংস্থার স্কলারশিপের ফর্ম জমা দেওয়াকে কেন্দ্র করে বিশৃঙ্খলার সৃষ্টি হল সামসেরগঞ্জের ধুলিয়ানে (Agitation in Samserganj over Vidyasagar Scholarship 2022 form submission) । ছাত্রীদের হুড়োহুড়িতে জখম হয়েছেন দু'জন । বিশৃঙ্খলায় ফলে এলাকায় যানজটের সৃষ্টি হয় । যদিও পুলিশি তৎপরতায় কিছুক্ষণের মধ্যে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি ।

এদিন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্কলারশিপ ফর্ম জমা দেওয়া নিয়ে ধুলিয়ান পোস্ট অফিসেও হুড়োহুড়ি পড়ে যায় । পশ্চিম মেদীনিপুরের একটি স্বেচ্ছাসেবী সংস্থা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্কলারশিপ নামে অনলাইনে আবেদনের ফর্ম ছাড়ে । ধুলিয়ানে কয়েকশো ছাত্রী ফর্ম তুলে তা জমা দিতে না পারায় বিক্ষোভ দেখায় ।

ছাত্রীদের অভিযোগ, ফর্ম তুলতে 45 টাকা নিয়েছে । কিন্তু এখন প্রধান শিক্ষক সই করছেন না ফর্মে । তাই জমাও হচ্ছে না ফর্ম । প্রধান শিক্ষক স্কুল থেকে ফিরিয়ে দেওয়ায় ছাত্রীরা একজোট হয়ে থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করে । পুলিশ সেখান থেকে সরিয়ে দিলে পরে ছাত্রীরা পোষ্ট অফিসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখায় ।

এ বিষয়ে প্রধান শিক্ষকের বক্তব্য, "ফর্ম জমা দেওয়ার সময় সীমা পেরিয়ে যাওয়ায় আমি স্বাক্ষর করিনি ।" অন্যদিকে ছাত্রীদের প্রশ্ন সময় পেরিয়ে যাওয়ার পর কেন টাকা নিয়ে ফর্ম দেওয়া হলো? পুরো বিষয়টি ভুয়ো কিনা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সামশেরগঞ্জ থানার পুলিশ । স্বেচ্ছাসেবী সংস্থার আড়ালে প্রতারণা কিনা ইতিমধ্যে তার তদন্ত শুরু করেছে রাজ্যর গোয়েন্দা বিভাগ ।

আরও পড়ুন : Bagtui Masasacre Case : বগটুই-কাণ্ডে জেল হেফাজতে থাকা 9 অভিযুক্তকে মুখোমুখি বসিয়ে জেরার অনুমতি পেল সিবিআই

বহরমপুর, 1 এপ্রিল : একটি বেসরকারি সংস্থার স্কলারশিপের ফর্ম জমা দেওয়াকে কেন্দ্র করে বিশৃঙ্খলার সৃষ্টি হল সামসেরগঞ্জের ধুলিয়ানে (Agitation in Samserganj over Vidyasagar Scholarship 2022 form submission) । ছাত্রীদের হুড়োহুড়িতে জখম হয়েছেন দু'জন । বিশৃঙ্খলায় ফলে এলাকায় যানজটের সৃষ্টি হয় । যদিও পুলিশি তৎপরতায় কিছুক্ষণের মধ্যে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি ।

এদিন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্কলারশিপ ফর্ম জমা দেওয়া নিয়ে ধুলিয়ান পোস্ট অফিসেও হুড়োহুড়ি পড়ে যায় । পশ্চিম মেদীনিপুরের একটি স্বেচ্ছাসেবী সংস্থা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্কলারশিপ নামে অনলাইনে আবেদনের ফর্ম ছাড়ে । ধুলিয়ানে কয়েকশো ছাত্রী ফর্ম তুলে তা জমা দিতে না পারায় বিক্ষোভ দেখায় ।

ছাত্রীদের অভিযোগ, ফর্ম তুলতে 45 টাকা নিয়েছে । কিন্তু এখন প্রধান শিক্ষক সই করছেন না ফর্মে । তাই জমাও হচ্ছে না ফর্ম । প্রধান শিক্ষক স্কুল থেকে ফিরিয়ে দেওয়ায় ছাত্রীরা একজোট হয়ে থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করে । পুলিশ সেখান থেকে সরিয়ে দিলে পরে ছাত্রীরা পোষ্ট অফিসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখায় ।

এ বিষয়ে প্রধান শিক্ষকের বক্তব্য, "ফর্ম জমা দেওয়ার সময় সীমা পেরিয়ে যাওয়ায় আমি স্বাক্ষর করিনি ।" অন্যদিকে ছাত্রীদের প্রশ্ন সময় পেরিয়ে যাওয়ার পর কেন টাকা নিয়ে ফর্ম দেওয়া হলো? পুরো বিষয়টি ভুয়ো কিনা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সামশেরগঞ্জ থানার পুলিশ । স্বেচ্ছাসেবী সংস্থার আড়ালে প্রতারণা কিনা ইতিমধ্যে তার তদন্ত শুরু করেছে রাজ্যর গোয়েন্দা বিভাগ ।

আরও পড়ুন : Bagtui Masasacre Case : বগটুই-কাণ্ডে জেল হেফাজতে থাকা 9 অভিযুক্তকে মুখোমুখি বসিয়ে জেরার অনুমতি পেল সিবিআই

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.