মুর্শিদাবাদ, 24 ডিসেম্বর : রাজ্য রাজনীতিতে কু-কথার শেষ নেই । আজ NRC বিরোধী সভায় এসে বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরিকে নজিরহীন ভাষায় সমালোচনা করলেন রাজ্যের পরিবহন ও সেচ মন্ত্রী শুভেন্দু অধিকারী । অধীর চৌধুরিকে অশিক্ষিত, সাইকেল চোর ও রুচিহীন বলে আক্রমণ করেন তৃণমূলের এই নেতা ।
মুর্শিদাবাদের ডোমকলে NRC বিরোধী সভায় এসে অধীর প্রসঙ্গে আজ তাঁর এই মন্তব্য় করেন । কিন্তু, মাত্র দু'দিন আগে লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরি ডোমকল জনকল্যাণ মাঠে সভা করতে এসে শুভেন্দু অধিকারীকে অত্যন্ত কটু ভাষায় আক্রমণ করেন । মঙ্গলবার জনকল্যাণ ময়দানে NRC বিরোধী সভা থেকে তৃণমূলের এই নেতা নিজেকে এই জেলার বন্ধু দাবি করে অধীর চৌধুরীকে অশিক্ষিত, রুচিহীন এমন কী সাইকেল চোর বলে কটাক্ষ করলেন ।
লোকসভায় নাগরিক সংশোধনী বিল পাশের ভোটাভুটির দিন শুভেন্দু অধিকারীর বাবা ও ভাই সহ তৃণমূলের আটজন সাংসদের অনুপস্থিতি নিয়ে অধীর চৌধুরির কটাক্ষেরও উত্তর দেন তিনি । শুভেন্দু বলেন, " অনুপস্থিত প্রত্যেক সাংসদই দলনেত্রীকে না যাওয়ার কারণ সম্পর্কে অবগত করেছিলেন । যাদের মধ্যে শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারী দিঘায় আন্তর্জাতিক মানের শিল্প সম্মেলন নিয়ে ব্যস্ত ছিলেন ।"
আজকের মঞ্চ থেকে শুভেন্দুর দাবি, বাংলায় যতদিন তৃণমূলের সরকার আছে ততদিন NRC হচ্ছে না ।
NRC বিরোধী আন্দোলনকে তিনি দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধের সঙ্গে তুলনা করেন । তিনি বলেন, "যারা ধর্মনিরপেক্ষতার উপর আঘাত আনতে চাইছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই । আপনাদের কোনও চিন্তার কারণ নেই ৷"