ETV Bharat / state

অধীরকে "সাইকেল চোর" বললেন শুভেন্দু - suvendhu is fire on adhir

মুর্শিদাবাদের ডোমকলে NRC বিরোধী সভায় এসে অধীর চৌধুরিকে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী ৷ দু'দিন আগে অধীর চৌধুরি ডোমকল জনকল্যাণ মাঠে সভা করতে এসে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেন । আজ অধীরকে তার-ই পালটা উত্তর দিলেন বলে এলাকার একাংশের মত । মঙ্গলবার ডোমকল পৌরসভা আয়োজিত জনকল্যাণ ময়দানে NRC বিরোধী সভা থেকে তৃণমূলের এই নেতা নিজেকে এই জেলার বন্ধু দাবি বলে দাবি করে অধীর চৌধুরীকে অশিক্ষিত-রুচিহীন এমন কী সাইকেল চোর বলে তীব্র সমালোচনা করলেন ।

Adhir was criticized in an unprecedented language
অধীরকে নজিরহীন ভাষায় সমালোচনা শুভেন্দুর
author img

By

Published : Dec 25, 2019, 12:04 AM IST

মুর্শিদাবাদ, 24 ডিসেম্বর : রাজ্য রাজনীতিতে কু-কথার শেষ নেই । আজ NRC বিরোধী সভায় এসে বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরিকে নজিরহীন ভাষায় সমালোচনা করলেন রাজ্যের পরিবহন ও সেচ মন্ত্রী শুভেন্দু অধিকারী । অধীর চৌধুরিকে অশিক্ষিত, সাইকেল চোর ও রুচিহীন বলে আক্রমণ করেন তৃণমূলের এই নেতা ।

মুর্শিদাবাদের ডোমকলে NRC বিরোধী সভায় এসে অধীর প্রসঙ্গে আজ তাঁর এই মন্তব্য় করেন । কিন্তু, মাত্র দু'দিন আগে লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরি ডোমকল জনকল্যাণ মাঠে সভা করতে এসে শুভেন্দু অধিকারীকে অত্যন্ত কটু ভাষায় আক্রমণ করেন । মঙ্গলবার জনকল্যাণ ময়দানে NRC বিরোধী সভা থেকে তৃণমূলের এই নেতা নিজেকে এই জেলার বন্ধু দাবি করে অধীর চৌধুরীকে অশিক্ষিত, রুচিহীন এমন কী সাইকেল চোর বলে কটাক্ষ করলেন ।

দেখুন ভিডিয়ো

লোকসভায় নাগরিক সংশোধনী বিল পাশের ভোটাভুটির দিন শুভেন্দু অধিকারীর বাবা ও ভাই সহ তৃণমূলের আটজন সাংসদের অনুপস্থিতি নিয়ে অধীর চৌধুরির কটাক্ষেরও উত্তর দেন তিনি । শুভেন্দু বলেন, " অনুপস্থিত প্রত্যেক সাংসদই দলনেত্রীকে না যাওয়ার কারণ সম্পর্কে অবগত করেছিলেন । যাদের মধ্যে শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারী দিঘায় আন্তর্জাতিক মানের শিল্প সম্মেলন নিয়ে ব্যস্ত ছিলেন ।"
আজকের মঞ্চ থেকে শুভেন্দুর দাবি, বাংলায় যতদিন তৃণমূলের সরকার আছে ততদিন NRC হচ্ছে না ।

NRC বিরোধী আন্দোলনকে তিনি দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধের সঙ্গে তুলনা করেন । তিনি বলেন, "যারা ধর্মনিরপেক্ষতার উপর আঘাত আনতে চাইছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই । আপনাদের কোনও চিন্তার কারণ নেই ৷"

মুর্শিদাবাদ, 24 ডিসেম্বর : রাজ্য রাজনীতিতে কু-কথার শেষ নেই । আজ NRC বিরোধী সভায় এসে বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরিকে নজিরহীন ভাষায় সমালোচনা করলেন রাজ্যের পরিবহন ও সেচ মন্ত্রী শুভেন্দু অধিকারী । অধীর চৌধুরিকে অশিক্ষিত, সাইকেল চোর ও রুচিহীন বলে আক্রমণ করেন তৃণমূলের এই নেতা ।

মুর্শিদাবাদের ডোমকলে NRC বিরোধী সভায় এসে অধীর প্রসঙ্গে আজ তাঁর এই মন্তব্য় করেন । কিন্তু, মাত্র দু'দিন আগে লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরি ডোমকল জনকল্যাণ মাঠে সভা করতে এসে শুভেন্দু অধিকারীকে অত্যন্ত কটু ভাষায় আক্রমণ করেন । মঙ্গলবার জনকল্যাণ ময়দানে NRC বিরোধী সভা থেকে তৃণমূলের এই নেতা নিজেকে এই জেলার বন্ধু দাবি করে অধীর চৌধুরীকে অশিক্ষিত, রুচিহীন এমন কী সাইকেল চোর বলে কটাক্ষ করলেন ।

দেখুন ভিডিয়ো

লোকসভায় নাগরিক সংশোধনী বিল পাশের ভোটাভুটির দিন শুভেন্দু অধিকারীর বাবা ও ভাই সহ তৃণমূলের আটজন সাংসদের অনুপস্থিতি নিয়ে অধীর চৌধুরির কটাক্ষেরও উত্তর দেন তিনি । শুভেন্দু বলেন, " অনুপস্থিত প্রত্যেক সাংসদই দলনেত্রীকে না যাওয়ার কারণ সম্পর্কে অবগত করেছিলেন । যাদের মধ্যে শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারী দিঘায় আন্তর্জাতিক মানের শিল্প সম্মেলন নিয়ে ব্যস্ত ছিলেন ।"
আজকের মঞ্চ থেকে শুভেন্দুর দাবি, বাংলায় যতদিন তৃণমূলের সরকার আছে ততদিন NRC হচ্ছে না ।

NRC বিরোধী আন্দোলনকে তিনি দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধের সঙ্গে তুলনা করেন । তিনি বলেন, "যারা ধর্মনিরপেক্ষতার উপর আঘাত আনতে চাইছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই । আপনাদের কোনও চিন্তার কারণ নেই ৷"

Intro:মুর্শিদাবাদের ডোমকলে এন আর সি বিরোধি সভায় এসে বিজেপি ও লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরীর বিরুদ্ধে সুর চড়ালেন রাজ্যের পরিবহন ও সেঁচ মন্ত্রী শুভেন্দু অধিকারী।Body:মুর্শিদাবাদের ডোমকলে এন আর সি বিরোধি সভায় এসে বিজেপি ও লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরীর বিরুদ্ধে সুর চড়ালেন রাজ্যের পরিবহন ও সেঁচ মন্ত্রী শুভেন্দু অধিকারী। দুদিন আগেই ডোমকল জনকল্যাণ মাঠে সভা করেন অধীর চৌধুরি, মুর্শিদাবাদের তৃণমূলের পর্যবেক্ষক পরিবহন ও সেচ দফতরের মন্ত্রী শুভেন্দু অধীকারিকে বাপ বাপান্ত করে গালাগালি করেছিলেন। তারই প্রত্যুত্তরে মঙ্গলবার ডোমকল পুরসভা আয়োজিত জনকল্যাণ ময়দানে এনআরসি বিরোধী সভা থেকে নিজেকে এই জেলার বন্ধু দাবী করেন। অধীর চৌধুরীকে অশিক্ষিত সাইকেল চোর রুচিহীন বলে তীব্র কটাক্ষও করলেন তার বক্তব্যে। নিজের পারিবারিক শিক্ষাকে সম্মান জানিয়ে বাংলা প্রবাদ বাক্য ধার করে শুভেন্দু অধিকারী বলেন মানুষের পায়ে কুকুর কামড়ালে, মানুষ পাল্টা কুকুরকে কামড় দেয় না। লোকসভায় নাগরিক সংশোধনী বিল পাশের ভোটাভুটির দিন শুভেন্দু অধিকারীর বাবা ও ভাই সহ তৃণমূলের আটজন সাংসদের অনুপস্থিতি নিয়ে অধীর চৌধুরির প্রশ্নের উত্তরও দেন তিনি। বলেন অনুপস্থিত প্রত্যেক সাংসদই দলনেত্রীকে না যাবার কারন সম্পর্কে অবগত করেছিলেন। যাদের মধ্যে শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারী দিঘায় আন্তর্জাতিক মানের শিল্প সম্মেলন নিয়ে ব্যাস্ত ছিলেন।
এদিনের মঞ্চ থেকে দৃঢ়তার সঙ্গে শুভেন্দুবাবু দাবী করেন বাংলায় যতদিন তৃণমূলের সরকার আছে ততদিন এনআরসি হচ্ছে না, হচ্ছে না,হবে না। এনআরসি বিরোধী আন্দোলনকে তিনি দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধের সঙ্গে তুলনা করেন। বলেন যারা ধর্মনিরপেক্ষতার উপর আঘাত আনতে চাইছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই । আপনাদের কোনও চিন্তার কারন নেই। নিজের নিজের কাজ করুন। মনে রাখবেন মুখ্যমন্ত্রী এই আন্দোলনকে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন। আর তাই মুখ্যমন্ত্রী রাস্তায় নেমে আন্দোলন করছেন। কেন্দ্রের বিজেপি সরকারকে আইন প্রত্যাহার করতেই হবে। মাঠ ভর্তি জনগনকে আশ্বস্ত করেন তিনি।Conclusion:কেন্দ্রের বিজেপি সরকারকে আইন প্রত্যাহার করতেই হবে। মাঠ ভর্তি জনগনকে আশ্বস্ত করেন তিনি।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.