ETV Bharat / state

দিদি আপনার গোবর হওয়ার সময় চলে এসেছে : অধীর - tmc

বহরমপুরে অধীরই ফ্যাক্টর । ভোটে জেতার পর বললেন অধীর চৌধুরি । তাঁর কথায়, "পশ্চিমবঙ্গে যেমন মমতা ফ্যাক্টর, দেশে মোদি ফ্যাক্টর, তেমন বহরমপুরে আমিই ফ্যাক্টর ।"

অধীর চৌধুরি
author img

By

Published : May 24, 2019, 2:28 AM IST

বহরমপুর, 24 মে : "বহরমপুরে অধীর চৌধুরিই ফ্যাক্টর ।" গতকাল বহরমপুর লোকসভা কেন্দ্রে জয়লাভের পর একথা বললেন অধীর চৌধুরি ।

বহরমপুর লোকসভায় জয়লাভের পর সাংবাদিকদের মুখোমুখি হন অধীর চৌধুরি । তাঁর ব্যক্তিগত ক্যারিশমার ফলেই এই জয় কি না সেই প্রশ্ন করা হয় তাঁকে । উত্তরে অধীর বলেন, "একটা নির্বাচনে একজন ব্যক্তির ভূমিকা থাকে আর রাজনীতির ভূমিকা থাকে । ভারতবর্ষ জুড়ে নির্বাচন হল । এই নির্বাচন কি BJP-র নির্বাচন হল ? না । ব্যক্তি মোদি আর BJP-র মিলিত এই ফলাফল । তাই ব্যক্তির ভূমিকাকে অস্বীকার করা যায় না । ব্যক্তির সঙ্গে পার্টির এই দুইয়ের মিশ্রণেই নির্বাচন । তাই বহরমপুরে যদি অধীর চৌধুরি ব্যক্তি হিসেবে মানুষের কাছে আর একটু বেশি দোয়া, ভালোবাসা পায় তাহলে ক্ষতি কী ?

পাশাপাশি তিনি বলেন, "বহরমপুরে অধীর চৌধুরি তো ফ্যাক্টর বটেই । সেইজন্যই তো অধীর চৌধুরিকে খতম করার জন্য মমতা ব্যানার্জিকে আহ্বান জানাতে হয় । ব্যক্তি তো রাজনীতিতে ফ্যাক্টর । পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি ফ্যাক্টর নয় ? পশ্চিমবঙ্গে তৃণমূলের যে ভোট হয়েছে সেটা তো মমতা ব্যানার্জিকে দেখেই হচ্ছে ।"

মমতা ব্যানার্জিকে কটাক্ষ করে বলেন, "আপনার উচিত আত্মসমীক্ষা করা । আপনি কংগ্রেস ও CPI(M)-কে বাংলার মাটিতে খতম করতে চেয়েছিলেন । আপনি প্রমাণ করতে চেয়েছিলেন বাংলায় বিরোধী বলে কেউ থাকবে না । ক্ষমতায় আসার পর থেকে আপনার আক্রমণের লক্ষ্য ছিল কংগ্রেস ও CPI(M) । আজ কংগ্রেস ও CPI(M) এই বাংলায় দুর্বল হয়ে গেছে । কিন্তু সেই দুর্বলতা কি আপনাকে সবল করেছে ? আপনার ভুল রাজনীতির জন্য বাংলায় BJP নামক শক্তি প্রবেশ করে গেল । এই শক্তি আপনার জন্য কতটা বিপজ্জনক তা আপনি অল্প আঁচ করতে পারছেন । আগামী দিনে আরও পারবেন । যে পলিটিক্স অফ পোচিংয়ের ওষুধ আপনি কংগ্রেস ও CPI(M) -কে দুর্বল করার জন্য ব্যবহার করেছিলেন এবার সেই ওষুধ আপনার উপরে প্রয়োগ হবে । 2021 পর্যন্ত বাংলায় আপনার সরকার থাকবে কি না এখন আমার কাছে সেটাই প্রশ্ন । আপনি কংগ্রেসকে দুর্বল করতে গিয়ে নিজেকে দুর্বল করেছেন । বাংলার রাজনৈতিক সংস্কৃতিকে বিকৃত করেছেন । ঘুঁটে যখন পোড়ে তখন গোবর হাসে । কিন্তু গোবরকেও একদিন ঘুঁটে হতে হয় । এবার মমতা ব্যনার্জি আপনার গোবর হওয়ার সময় চলে এসেছে । তারপর BJP আপনার দলে পোচিং অপারেশন শুরু করবে । "

বহরমপুর, 24 মে : "বহরমপুরে অধীর চৌধুরিই ফ্যাক্টর ।" গতকাল বহরমপুর লোকসভা কেন্দ্রে জয়লাভের পর একথা বললেন অধীর চৌধুরি ।

বহরমপুর লোকসভায় জয়লাভের পর সাংবাদিকদের মুখোমুখি হন অধীর চৌধুরি । তাঁর ব্যক্তিগত ক্যারিশমার ফলেই এই জয় কি না সেই প্রশ্ন করা হয় তাঁকে । উত্তরে অধীর বলেন, "একটা নির্বাচনে একজন ব্যক্তির ভূমিকা থাকে আর রাজনীতির ভূমিকা থাকে । ভারতবর্ষ জুড়ে নির্বাচন হল । এই নির্বাচন কি BJP-র নির্বাচন হল ? না । ব্যক্তি মোদি আর BJP-র মিলিত এই ফলাফল । তাই ব্যক্তির ভূমিকাকে অস্বীকার করা যায় না । ব্যক্তির সঙ্গে পার্টির এই দুইয়ের মিশ্রণেই নির্বাচন । তাই বহরমপুরে যদি অধীর চৌধুরি ব্যক্তি হিসেবে মানুষের কাছে আর একটু বেশি দোয়া, ভালোবাসা পায় তাহলে ক্ষতি কী ?

পাশাপাশি তিনি বলেন, "বহরমপুরে অধীর চৌধুরি তো ফ্যাক্টর বটেই । সেইজন্যই তো অধীর চৌধুরিকে খতম করার জন্য মমতা ব্যানার্জিকে আহ্বান জানাতে হয় । ব্যক্তি তো রাজনীতিতে ফ্যাক্টর । পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি ফ্যাক্টর নয় ? পশ্চিমবঙ্গে তৃণমূলের যে ভোট হয়েছে সেটা তো মমতা ব্যানার্জিকে দেখেই হচ্ছে ।"

মমতা ব্যানার্জিকে কটাক্ষ করে বলেন, "আপনার উচিত আত্মসমীক্ষা করা । আপনি কংগ্রেস ও CPI(M)-কে বাংলার মাটিতে খতম করতে চেয়েছিলেন । আপনি প্রমাণ করতে চেয়েছিলেন বাংলায় বিরোধী বলে কেউ থাকবে না । ক্ষমতায় আসার পর থেকে আপনার আক্রমণের লক্ষ্য ছিল কংগ্রেস ও CPI(M) । আজ কংগ্রেস ও CPI(M) এই বাংলায় দুর্বল হয়ে গেছে । কিন্তু সেই দুর্বলতা কি আপনাকে সবল করেছে ? আপনার ভুল রাজনীতির জন্য বাংলায় BJP নামক শক্তি প্রবেশ করে গেল । এই শক্তি আপনার জন্য কতটা বিপজ্জনক তা আপনি অল্প আঁচ করতে পারছেন । আগামী দিনে আরও পারবেন । যে পলিটিক্স অফ পোচিংয়ের ওষুধ আপনি কংগ্রেস ও CPI(M) -কে দুর্বল করার জন্য ব্যবহার করেছিলেন এবার সেই ওষুধ আপনার উপরে প্রয়োগ হবে । 2021 পর্যন্ত বাংলায় আপনার সরকার থাকবে কি না এখন আমার কাছে সেটাই প্রশ্ন । আপনি কংগ্রেসকে দুর্বল করতে গিয়ে নিজেকে দুর্বল করেছেন । বাংলার রাজনৈতিক সংস্কৃতিকে বিকৃত করেছেন । ঘুঁটে যখন পোড়ে তখন গোবর হাসে । কিন্তু গোবরকেও একদিন ঘুঁটে হতে হয় । এবার মমতা ব্যনার্জি আপনার গোবর হওয়ার সময় চলে এসেছে । তারপর BJP আপনার দলে পোচিং অপারেশন শুরু করবে । "

sample description
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.