বহরমপুর, 7 জুলাই: ট্যাস্ক তোলার নামে বহরমপুর পৌরসভা তোলাবাজি চালাচ্ছে । এমনই অভিযোগ এনে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি জানিয়ে চিঠি দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury writes a letter to the CM Mamata Banerjee alleging Tax evasion)। বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ের বৈঠকে তিনি বলেন,"মানুষের ক্রয় ক্ষমতা যখন কমে গিয়েছে, সেই সময় বহরমপুর পৌরসভা গরিব হকার, রিক্সা চালক, সবজি বিক্রেতাদের কাছে ট্যাক্স আদায়ের নামে জুলুমবাজি করছে । সম্প্রতি তৃণমূল পরিচালিত বহরমপুর পৌরসভা ফুটপাতের ব্যবসায়ী-সহ হকার, সবজি বিক্রেতা, অটো-টোটো চালকদের কাছ থেকে প্রতিদিন কুপন দিয়ে টাকা তুলছে ।"
এরই প্রতিবাদে বিরোধী রাজনৈতিক দলগুলি সরব হয়েছে । বহরমপুর সদর মহকুমা শাসকের কাছে স্মারকলিপি দিয়ে টাকা আদায় বন্ধ করার দাবি জানিয়েছে বিজেপি । সেই একই দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন অধীর চৌধুরী । তিনি আরও বলেন, "ক্ষুদ্র ব্যবসায়ী, হকাররা চরম বিপাকে পড়েছেন । অবিলম্বে এটা বন্ধ হওয়া দরকার । এর আগে আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রেখেছিলাম । আজ চিঠি দিয়ে বিষয়টি দেখার জন্য মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানিয়েছি ।"
আরও পড়ুন: মেট্রো ডেয়ারি মামলায় হাইকোর্টের রায়ে অসন্তুষ্ট অধীর যাচ্ছেন সুপ্রিম দ্বারে
পাশাপাশি ফের রাজ্যপালের বিরুদ্ধেও তোপ দাগলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী । বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ের সাংবাদিক বৈঠক থেকে অধীর চৌধুরী বলেন, "রাজ্যপালের উচিত বিজেপি দলের দায়িত্ব নিয়ে বাংলার নেতৃত্ব দেওয়া । রাজভবনে বসে নেতৃত্ব না দিয়ে বিজেপির অফিসে গিয়ে নেতৃত্ব দিলেই ভালো হয় । বাংলায় এসে, আর আপনি সংকীর্ণ রাজনীতি করবেন না । রাজ্যপালের চেয়ারে বসে এগুলো মানাচ্ছে না ।"