বহরমপুর, 19 মার্চ: নিয়োগ কেলেঙ্কারিতে উঠে আসছে একের পর এক তৃণমূল নেতার নাম (Adhir On Mamata) ৷ তবে দলের ভাবমূর্তি স্বচ্ছ রাখতে দুর্নীতিগ্রস্ত নেতাদের অনেকটা ডালপালা ছাঁটার মতো করে বাদ দিয়ে দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে ৷ তারমধ্যে সাগরদিঘিতে উপনির্বাচনে ঘাসফুলের ভরা ডুবি ৷ তারপেরই তৃণমূলকে মুর্শিদাবাদ থেকে উচ্ছেদের হুঙ্কার দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী । রবিবার এক সাংবাদিক বৈঠকে কংগ্রসের কার্যালয় থেকে মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ জানান প্রদেশ কংগ্রেস সভাপতি ৷
এদিন মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, "মুর্শিদাবাদ থেকে আপনাকে উচ্ছেদ করার কাজ আমরা শুরু করে দিয়েছি সাগরদিঘি দিয়ে । আপনাকে বাংলা থেকে উচ্ছেদ না করা পর্যন্ত এই অভিযান থামবে না ।" সাগরদিঘির পরাজয় নিয়ে শনিবারই জেলা নেতৃত্বের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন তৃণমূল সুপ্রিমো । রবিবার দুপুরে ফের আর একদফা বৈঠক করেন জেলার বিধায়ক সাংসদ ও জেলার শীর্ষ নেতৃত্বদের সঙ্গে । আর এদিনই
কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক থেকে অধীর চৌধুরী বলেন, "সাগরদিঘির পরাজয় দিদি (মমতা বন্দ্যোপাধ্যায়) মেনে নিতে পারছেন । সাগরদিঘির পরাজয়ে উনার মাথা খারাপ হয়ে গিয়েছে । আমরা এরকম অনেক সাগরদিঘির ঘটনা ঘটাব । দিদির আরও মাথা খারাপ হয়ে যাবে । তবে দিদিকে আমরা ভালোবাসি তাই রাঁচিতে দিদির জন্য ব্যবস্থা রাখব । মুখ্যমন্ত্রীকে 48 ঘণ্টার মধ্যে দলের নেতাকর্মীদের নিয়ে দু‘বার ভার্চুয়াল মিটিং করতে হচ্ছে এটাই আমাদের জয় । ভার্চুয়াল করুন বা অ্যস্কচুয়াল বা স্পিরিচুয়াল কিছুতেই কাজ হবে না । বাংলার মানুষ সাগরদিঘি নির্বাচনে বুঝিয়ে দিয়েছেন ।"
আর পড়ুন: অধীরের চামড়া ছাড়িয়ে ঢোল বানিয়ে প্রধানমন্ত্রীর সামনে বাজানোর হুঁশিয়ারি অপরূপার
অধীরবাবু আরও উল্লেখ করেন, মুখ্যমন্ত্রীর আর কোনও ধ্যান জ্ঞান নেই । তাঁর একটাই লক্ষ্য সাগরদিঘি সাগরদিঘি সাগরদিঘি। একপ্রকার রসিকতার সুরে অধীরবাবু দিদিকে সাগরদিঘিতে স্বাগত জানান । উল্লেখ করেন এখানে খুব ভালো মাছ পাওয়া যায় । পদ্ম পাতাও পাওয়া যায় । এখানে বসে ছবি আঁকুন, কবিতা লিখুন, মাছ ভাজা খান, বাড়ি চলে যান । আপনাকে বাংলা থেকে উচ্ছেদ না করা পর্যন্ত এ অভিযান থামবে না ।