বহরমপুর, 11 জুলাই: পঞ্চায়েত নির্বাচনে রাজ্যে ভোটের নামে প্রহসন হয়েছে, সঠিক ভোট হলে কংগ্রেস আরও ভালো করত, এমনটাই জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী ৷ মঙ্গলবার প্রকাশিত হয়েছে ত্রিস্তর পঞ্চায়েতের ফল ৷ এই প্রসঙ্গে অধীর বলেন,"পশ্চিমবঙ্গে ভোট প্রহসনে রূপান্তরিত হয়েছে ৷ হাজার হাজার বুথ লুট হয়েছে, কিন্তু মাত্র 700 এর আশেপাশে বুথে পি-পোল হয়েছে ৷ এত প্রতিকূলতার মাঝেও মানুষ যেখানে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে ভোট দিয়েছে ৷ ভয় ভীতির আবহে এই ভোট রাজ্যের ভাবমূর্তি কালিমালিপ্ত করেছে ৷ শান্তিপূর্ণ ভোট হলে সারা মুর্শিদাবাদ জেলায় সাগরদিঘি মডেল মানুষ দেখতে পেত ৷" অধীরের দাবি, যদি রাজ্যে শান্তিপূর্ণ ভোট হতো তবে উত্তরবঙ্গের কয়েকটি এলাকা, জলপাইগুড়ি, মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুরে, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়ার একাংশে কংগ্রেস আরও ভালো ফল করত ৷
গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন আসনে তৃণমূলের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে কংগ্রেসের ৷ এই জেলার 5 হাজার 593টি আসনের মধ্যে প্রায় 900 এর কাছাকাছি আসনে জয় পেয়েছে কংগ্রেস ৷ মুর্শিদাবাদে মোট জেলা পরিষদ আসন 78টি, পঞ্চায়েত সমিতি 26টি এবং 250টি গ্রাম পঞ্চায়েতে মোট 5 হাজার 593টি আসন আছে ৷ সব ফল এখনও প্রকাশিত হয়নি ৷
আরও পড়ুন: পঞ্চায়েতের রায়ে জনমত প্রতিফলিত হয়নি, অভিযোগ শুভেন্দুর
মঙ্গলবার সকাল 8টা থেকে ভোটগণনা পর্ব শুরু হওয়ার কথা ছিল, তবে বেশিরভাগ জায়গায় অনেক দেরিতে শুরু হয় সে কাজ । এমনও পরিস্থিতি দেখা গিয়েছে, প্রিজাইডিং অফিসারের সই না থাকায় বাতিল হয়েছে গণনা । এমনকি ব্যালট বক্সের তালা ভেঙে গণনা শুরু হয়, চাবি না থাকায় ৷ পঞ্চয়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের গণনা শুরু হওয়ার পর দিনের শেষে এসে দেখা গিয়েছে ফলাফল তৃণমূলের দিকে যেমন ঝুঁকেছে তেমনি বাম প্রার্থীরাও খাতা খুলেছে । আসন দখল করেছে বিজেপি এবং কংগ্রেসও । তবে বুধবারের আগে এই ভোটের সার্বিক চিত্র পরিষ্কার হওয়ার সম্ভাবনা কম ৷