ETV Bharat / state

Adhir Ranjan Chowdhury : বেহাল রাস্তা, বিকল্প ব্রিজের দাবিতে পদযাত্রা অধীরের - মুর্শিদাবাদের রণগ্রামে অধীর চৌধুরীর প্রতিবাদ মিছিল

বহরমপুর-সাঁইথিয়া 11 নম্বর রাজ্য সড়কের উপর অবস্থিত রণগ্রাম ব্রিজের বিকল্প পথের দাবিতে 16 কিলোমিটার পদযাত্রা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর ৷

Adhir Chowdhury
বেহাল রাস্তা, বিকল্প ব্রিজের দাবিতে পদযাত্রা অধীরের
author img

By

Published : Nov 17, 2021, 11:06 AM IST

কান্দি, 17 নভেম্বর : বহরমপুর-সাঁইথিয়া 11 নম্বর রাজ্য সড়কের উপর অবস্থিত রণগ্রাম ব্রিজের অবস্থা দীর্ঘদিন ধরে বেহাল ৷ দ্রুত এই ব্রিজের বিকল্প ব্যবস্থা করতে হবে এই দাবিতে পদযাত্রা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury) ৷

এর জন্য দু'দিনে প্রায় 16 কিলোমিটার হেঁটেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি ৷ সোমবার কান্দি থানার গোকর্ণ থেকে শুরু করে পুরন্দরপুর পর্যন্ত পদযাত্রা করেন তিনি ৷ আর মঙ্গলবার সকালে পুরন্দরপুর থেকে কান্দি মহকুমাশাসকের দফতর পর্যন্ত হাঁটেন তিনি ৷ পদযাত্রা শেষে পথসভা ও দ্রুত রণগ্রাম ব্রিজের বিকল্প ব্যবস্থা করার দাবিতে কান্দি মহকুমাশাসক নবীনকুমার চন্দ্রের কাছে স্মারকলিপি জমা দেন প্রদেশ কংগ্রেস সভাপতি ৷

বেহাল রাস্তা, বিকল্প ব্রিজের দাবিতে পদযাত্রা অধীরের

আরও পড়ুন : Suvendu Adhikari : বিএসএফ নিয়ে উদয়নের মন্তব্যের সমালোচনায় শুভেন্দু

অবিলম্বে রণগ্রাম ব্রিজের বিকল্প ব্যবস্থা না করা হলে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন অধীর ৷ মিছিলের অনুমতি না মেলায় তাঁর এই একলা চলো পদযাত্রার আয়োজন করা হয়েছিল বলে কান্দি মহকুমা কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে ৷

কান্দি, 17 নভেম্বর : বহরমপুর-সাঁইথিয়া 11 নম্বর রাজ্য সড়কের উপর অবস্থিত রণগ্রাম ব্রিজের অবস্থা দীর্ঘদিন ধরে বেহাল ৷ দ্রুত এই ব্রিজের বিকল্প ব্যবস্থা করতে হবে এই দাবিতে পদযাত্রা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury) ৷

এর জন্য দু'দিনে প্রায় 16 কিলোমিটার হেঁটেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি ৷ সোমবার কান্দি থানার গোকর্ণ থেকে শুরু করে পুরন্দরপুর পর্যন্ত পদযাত্রা করেন তিনি ৷ আর মঙ্গলবার সকালে পুরন্দরপুর থেকে কান্দি মহকুমাশাসকের দফতর পর্যন্ত হাঁটেন তিনি ৷ পদযাত্রা শেষে পথসভা ও দ্রুত রণগ্রাম ব্রিজের বিকল্প ব্যবস্থা করার দাবিতে কান্দি মহকুমাশাসক নবীনকুমার চন্দ্রের কাছে স্মারকলিপি জমা দেন প্রদেশ কংগ্রেস সভাপতি ৷

বেহাল রাস্তা, বিকল্প ব্রিজের দাবিতে পদযাত্রা অধীরের

আরও পড়ুন : Suvendu Adhikari : বিএসএফ নিয়ে উদয়নের মন্তব্যের সমালোচনায় শুভেন্দু

অবিলম্বে রণগ্রাম ব্রিজের বিকল্প ব্যবস্থা না করা হলে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন অধীর ৷ মিছিলের অনুমতি না মেলায় তাঁর এই একলা চলো পদযাত্রার আয়োজন করা হয়েছিল বলে কান্দি মহকুমা কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.