কলকাতা, ১৫ জুন: করোনা প্যানডেমিক থেকে লকডাউন সমাজের সবস্তরের মানুষের পাশাপাশি সব থেকে ক্ষতিগ্রস্ত পরিযায়ী শ্রমিকরা । এবার তাঁদের জন্য আলাদা দফতর খোলার অনুরোধ জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী । সোমবার এই বিষয়ে তিনি চিঠি দেন । চিঠিতে তিনি উল্লেখ করেন, পরিযায়ী শ্রমিকদের অবস্থা ভারতের অন্যরাজ্য এবং সমগ্র বিশ্বে অত্যন্ত খারাপ । চিঠিতে তিনি তাঁদের দুঃখ-দুর্দশার কথাও তুলে ধরেন ।
চিঠিতে অধীরবাবু উল্লেখ করেন, রাজ্যের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় । পরিযায়ী শ্রমিকদের জন্য রাজ্যে আলাদা দফতর খুলে তাঁদের সঠিক তথ্য রাখা উচিৎ । এই বিষয়ে আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই । শুধু পশ্চিমবঙ্গই নয়, প্রতিবেশী রাজ্যের পরিযায়ী শ্রমিকরাও রাজ্যে বিশেষত কলকাতায় আসেন জীবিকা নির্বাহের জন্য । তাঁদের দুর্দশার পরিস্থিতিও আমরা দেখেছি লকডাউনের সময় । ফলে তাঁদের জন্য আলাদা দফতর খুললে সরকার এবং পরিযায়ী শ্রমিক উভয়েরই সুবিধা হয় ।
আরও পড়ুন: রাজ্যে ভোট পরবর্তী হিংসায় দুটি ধর্ষণের অভিযোগের শুনানি আজ সুপ্রিম কোর্টে
একইসঙ্গে চিঠিতে তিনি বাংলা থেকে দেশের অন্য রাজ্যে এমনকি বিদেশেও কাজ করতে যাওয়া পরিযায়ী শ্রমিকদের বিভিন্ন অসাধু এজেন্টদের মাধ্যমে প্রতারিত হওয়ার কথা তুলে ধরেন । তাঁরা যাতে কোনওভাবে প্রতারিত না হন তার জন্য আলাদা দফতরের মাধ্যমে সরকারের নানা পদক্ষেপের উপায়ও তুলে ধরেন অধীর । এই ঘটনা যাতে ভবিষ্যতে যাতে না ঘটে তারও অনুরোধ জানান মুখ্যমন্ত্রীকে ।