ETV Bharat / state

Panchayat Election 2023: কংগ্রেস কর্মী খুনে রাজ্যপালকে চিঠি অধীরের, শুভেন্দুর টুইট 'এই তো শুরু' - Suvendu Adhikari Tweets

পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার প্রথম দিন ছিল শুক্রবার ৷ এদিনই খুন হলেন কংগ্রেস কর্মী ৷ এই ঘটনায় রাজ্যপালকে চিঠি দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ৷ আজ প্রতিবাদ সভা খড়গ্রাম-বহরমপুরে ৷ শুভেন্দু লিখলেন, সকালটাই বুঝিয়ে দেয় দিনটা কেমন যাবে ৷

ETV Bharat
শুভেন্দু অধিকারী
author img

By

Published : Jun 10, 2023, 7:44 AM IST

Updated : Jun 10, 2023, 8:29 AM IST

কংগ্রেস কর্মী ফুলচাঁদ শেখ খুনের পর অধীর চৌধুরীর ভিডিয়োবার্তা

খড়গ্রাম, 10 জুন: তাঁর আশঙ্কাই সত্যি প্রমাণিত হল ৷ একটি ভিডিয়ো বার্তায় কংগ্রেস কর্মী হত্যার ঘটনায় এমনটাই দাবি করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ৷ পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার প্রথম দিন ছিল শুক্রবার ৷ সেদিনই গুলিতে প্রাণ হারিয়েছেন মুর্শিদাবাদের খড়গ্রামের কংগ্রেস কর্মী ফুলচাঁদ শেখ ৷ অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে ৷ এরপরই অধীর রাজ্যপালকে চিঠি দিলেন ৷ আজ, শনিবার খড়গ্রাম-বহরমপুরে প্রতিবাদ সভা করবে কংগ্রেস ৷

এই ঘটনার পর আসরে নেমেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও ৷ টুইটারে তিনি লেখেন , "দিনটা কেমন যাবে তা সকালটা দেখলেই বোঝা যায় ! মনোনয়নপত্র জমা দেওয়ার প্রথম দিনে মুর্শিদাবাদ জেলায় খাড়গ্রামে 5 রাউন্ড গুলি চালাল তৃণমূলের দুষ্কৃতীরা ৷ গুলিতে মৃত্যু হয়েছে ফুলচাঁদ শেখের ৷ এই তো সবে শুরু!" তিনি আর লেখেন, পঞ্চায়েত নির্বাচনে এটাই প্রথম মৃত্যু ৷ আরও 3 জন গুরুতর জখম হয়েছে ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য নির্বাচন কমিশনার রাজীবা সিনহার হাতে রক্ত মেখেছেন ৷" শেষে শুভেন্দু অধিকারী ফের মনে করিয়ে দেন, মমতা বন্দ্যোপাধ্য়ায়ের পুলিশ পঞ্চায়েত নির্বাচনে নিরাপত্তা দিতে পারবে না ৷

Suvendu Adhikari Tweets
শুভেন্দু অধিকারীর টুইট

আরও পড়ুন: পঞ্চায়েত ভোট ঘোষণা হওয়ায় বন্ধ হচ্ছে গ্রাম বাংলার মতামত, থামছে না নবজোয়ার

এদিকে পরিস্থিতি মোকাবিলায় ও আইনি ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়ে শুক্রবার রাতেই রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি দেন অধীর চৌধুরী ৷ তিনি চিঠিতে কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট করানোর আবেদন জানিয়েছেন ৷ ঘটনায় নিহত, জখমদের বিবরণ দিয়ে তৃণমূলের দুষ্কৃতীদের বিরূদ্ধেই অভিযোগ করেছেন কংগ্রেসের লোকসভা সাংসদ ৷

পরে একটি ভিডিয়ো বার্তায় অধীর চৌধুরী বলেন, "আজ সকালেই আমি সংবাদমাধ্যমের সামনে উদ্বেগ প্রকাশ করেছিলাম ৷ 2018 সালে পঞ্চায়েত নির্বাচনের রক্তাক্ত অধ্যায়ের কথা আমাদের মনে আছে ৷ তৃণমূল কংগ্রেস সন্ত্রাসের বাতাবরণ তৈরি করেছিল ৷ যার ফলে 34 শতাংশ মানুষ নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি ৷ 20 হাজার আসনে তৃণমূল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিল ৷ আমাদের আশঙ্কা সত্যি প্রমাণিত করে আজকেই মুর্শিদাবাদের খড়গ্রামে কংগ্রেসের একজন কর্মীকে পরিকল্পিত ভাবে হত্যা করে দেওয়া হল ৷" তাঁর অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনে নিজেদের জয় হাসিল করার জন্যই এই কাজ করা হয়েছে ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে তিনি বলেন, "একজন কংগ্রেস কর্মীকে খুন করে আপনি মনে করবেন না যে, বাংলায় তৃণমূল তাদের ক্ষমতা বজায় রাখতে পারবে ৷"

আরও পড়ুন: মনোনয়নের প্রথম দিনই গুলিতে খুন কংগ্রেস কর্মী, অভিযোগের তীর তৃণমূলের দিকে

Last Updated : Jun 10, 2023, 8:29 AM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.