ETV Bharat / state

তৃণমূলের দলত্যাগীদের বাম-কংগ্রেস জোটকে সমর্থনের আর্জি অধীরের - রাজীব বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা নিয়ে কী বললেন অধীর চৌধুরি

অধীরবাবু কটাক্ষ করে বলেন, "দিদি আর মোদি বাংলায় সার্কাস চালাচ্ছেন । রাজ্যের মানুষ সেই সার্কাস দেখছেন । যাঁরা তৃণমূলকে ধাক্কা দিতে চান, তাঁরা বাম-কংগ্রেসকে সমর্থন করুন ।"

তৃণমূলের দলত্যাগীদের আহ্বান অধীর চৌধুরির
তৃণমূলের দলত্যাগীদের আহ্বান অধীর চৌধুরির
author img

By

Published : Jan 22, 2021, 8:10 PM IST

ফরাক্কা, 22 জানুয়ারি : তৃণমূলের দলত্যাগীদের বাম-কংগ্রেস জোটকে সমর্থনের আহ্বান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরির । তাঁর বার্তা, দিদির অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যাচারে যাঁরা তৃণমূল ছেড়ে পালাচ্ছেন বা পালাবেন ঠিক করেছেন, তাঁরা ভুল জায়গায় পা দেবেন না । কারণ তৃণমূলকে ধাক্কা দিতে হলে তৃণমূলকে হারাতে হলে কংগ্রেসের বিকল্প কিছু নেই । বাম-কংগ্রেস জোটকে সমর্থন করতে আহ্বান জানিয়েছেন অধীর ।

আরও পড়ুন : বাম-কংগ্রেস আসন সমঝতা নিয়ে দ্বন্দ্ব, সাংবাদিক বৈঠক থেকে বেরিয়ে গেলেন অধীর

আজই মন্ত্রিত্ব ছেড়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায় । তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেবেন কি না তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা ছড়িয়েছে । এই পরিস্থিতিতে রাজীব বন্দ্যোপাধ্যায়কে ভুল সিদ্ধান্ত না নেওয়ার অনুরোধ করলেন অধীর চৌধুরি । তাঁর ইস্তফা প্রসঙ্গে অধীরবাবু বলেন, "তৃণমূল দলটাই ভেঙে খানখান হয়ে গিয়েছে । দিদি আর মোদির মধ্যে কোনও পার্থক্য নেই । দু'জনই সার্কাস চালাচ্ছে । বাংলার মানুষ সার্কাস দেখছেন । যাঁরা তৃণমূলকে ধাক্কা দিতে মনে করছেন বিজেপিতে যাবেন, আমি তাঁদের সতর্ক করছি । আপনাদের সে আশা পূর্ণ হবে না ।"

তৃণমূলের দলত্যাগীদের আহ্বান অধীর চৌধুরির

তিনি আরও বলেন, "তৃণমূলকে প্রকৃত অর্থে ধাক্কা দিতে হলে, তৃণমূলকে হারাতে হলে কংগ্রেসের বিকল্প কিছু নেই । বাম-কংগ্রেস বিকল্প জোটকে আপনারা সমর্থন করুন ।"

ফরাক্কা, 22 জানুয়ারি : তৃণমূলের দলত্যাগীদের বাম-কংগ্রেস জোটকে সমর্থনের আহ্বান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরির । তাঁর বার্তা, দিদির অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যাচারে যাঁরা তৃণমূল ছেড়ে পালাচ্ছেন বা পালাবেন ঠিক করেছেন, তাঁরা ভুল জায়গায় পা দেবেন না । কারণ তৃণমূলকে ধাক্কা দিতে হলে তৃণমূলকে হারাতে হলে কংগ্রেসের বিকল্প কিছু নেই । বাম-কংগ্রেস জোটকে সমর্থন করতে আহ্বান জানিয়েছেন অধীর ।

আরও পড়ুন : বাম-কংগ্রেস আসন সমঝতা নিয়ে দ্বন্দ্ব, সাংবাদিক বৈঠক থেকে বেরিয়ে গেলেন অধীর

আজই মন্ত্রিত্ব ছেড়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায় । তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেবেন কি না তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা ছড়িয়েছে । এই পরিস্থিতিতে রাজীব বন্দ্যোপাধ্যায়কে ভুল সিদ্ধান্ত না নেওয়ার অনুরোধ করলেন অধীর চৌধুরি । তাঁর ইস্তফা প্রসঙ্গে অধীরবাবু বলেন, "তৃণমূল দলটাই ভেঙে খানখান হয়ে গিয়েছে । দিদি আর মোদির মধ্যে কোনও পার্থক্য নেই । দু'জনই সার্কাস চালাচ্ছে । বাংলার মানুষ সার্কাস দেখছেন । যাঁরা তৃণমূলকে ধাক্কা দিতে মনে করছেন বিজেপিতে যাবেন, আমি তাঁদের সতর্ক করছি । আপনাদের সে আশা পূর্ণ হবে না ।"

তৃণমূলের দলত্যাগীদের আহ্বান অধীর চৌধুরির

তিনি আরও বলেন, "তৃণমূলকে প্রকৃত অর্থে ধাক্কা দিতে হলে, তৃণমূলকে হারাতে হলে কংগ্রেসের বিকল্প কিছু নেই । বাম-কংগ্রেস বিকল্প জোটকে আপনারা সমর্থন করুন ।"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.