ETV Bharat / state

Adhir Chowdhury Criticises State and Governor: রাজ্য-রাজ্যপাল সংঘাত নিয়ে কটাক্ষ অধীরের

author img

By

Published : Dec 25, 2021, 5:38 PM IST

পশ্চিমবঙ্গ সরকার ও রাজ্যপাল জগদীপ ধনকড়ের বিবাদকে কটাক্ষ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর (Adhir Chowdhury Criticises WB Government and Governor) ৷তিনি জানান, বাংলা ব্য়তিক্রম আর কোথাও এই দৃশ্য দেখা যায় না ৷

Adhir Chawdhuri Criticises State and Governor
রাজ্য-রাজ্যপাল সংঘাত নিয়ে কটাক্ষ অধীরের

বহরমপুর, 25 ডিসেম্বর : রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকারের সংঘাত নিয়ে দীর্ঘদিন ধরেই সরগরম রাজ্য রাজনীতি । রাজ্যের প্রশাসনিক ও সাংবিধানিক প্রধানদের এই বিরোধ নিয়ে কটাক্ষ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী (Adhir Chowdhury Criticises WB Government and Governor) । শনিবার বহরমপুরে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, "এই সংঘাত না-হওয়াই উচিত । এই সংঘাত আমাদের দুর্ভাগ্য বলেই মনে করি ।

পাশাপাশি রাজ্যে বিরোধীদের অস্তিত্ব খর্ব করে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে বলেই মত প্রকাশ করেছেন বহ্রমপুরের সাংসদ। সাংবাদিক বৈঠকে অধীরবাবু বলেন, রাজ্য না রাজ্যপাল কাকে বিশ্বাস করব ? একজন প্রশাসনিক প্রধান, একজন সাংবিধানিক প্রধান । আপনারা আপনাদের বিশ্বাসযোগ্যতা, আসনের মর্যাদা দিয়ে সংবিধানকে রক্ষা করুন, সাংবিধানিক দায়িত্ব পালন করুন ৷ এখানে রাজ্য-রাজ্যপালের সংঘাতের যে উদাহরণ উঠে আসছে ভূ-ভারতে এমন আর কোনও উদাহরণ নেই । গোটা দেশে বাংলা ব্যতিক্রম ৷"

গোটা দেশে যা হয় না বাংলায় তা হয়, রাজ্য-রাজ্যপাল সংঘাত নিয়ে কটাক্ষ অধীরের

আরও পড়ুন : রাজ্যসভার লোভ দেখিয়ে দল চালানো যায় না, তৃণমূলকে কটাক্ষ দিলীপের

পাশাপাশি তাঁর মন্তব্য, "এখানে উপনির্বাচনকে ঘিরে যে রক্তপাত, সন্ত্রাস হয় তা আর কোথাও হয় না ৷ বিরোধীদের স্বীকৃতি দিয়ে গণতন্ত্র বেঁচে থাকুক এই সরকার তা চায় না ৷ মমতা বন্দ্য়োপাধ্যায় এবং তাঁর সহযোগীদের কথায় স্পষ্ট তারা গণতন্ত্রের পুজারি না-হয়ে স্বৈরতন্ত্রের পুজারি হতেই ভালবাসে । এর ফল একদিন দিদিকে ভুগতেই হবে ।"

বহরমপুর, 25 ডিসেম্বর : রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকারের সংঘাত নিয়ে দীর্ঘদিন ধরেই সরগরম রাজ্য রাজনীতি । রাজ্যের প্রশাসনিক ও সাংবিধানিক প্রধানদের এই বিরোধ নিয়ে কটাক্ষ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী (Adhir Chowdhury Criticises WB Government and Governor) । শনিবার বহরমপুরে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, "এই সংঘাত না-হওয়াই উচিত । এই সংঘাত আমাদের দুর্ভাগ্য বলেই মনে করি ।

পাশাপাশি রাজ্যে বিরোধীদের অস্তিত্ব খর্ব করে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে বলেই মত প্রকাশ করেছেন বহ্রমপুরের সাংসদ। সাংবাদিক বৈঠকে অধীরবাবু বলেন, রাজ্য না রাজ্যপাল কাকে বিশ্বাস করব ? একজন প্রশাসনিক প্রধান, একজন সাংবিধানিক প্রধান । আপনারা আপনাদের বিশ্বাসযোগ্যতা, আসনের মর্যাদা দিয়ে সংবিধানকে রক্ষা করুন, সাংবিধানিক দায়িত্ব পালন করুন ৷ এখানে রাজ্য-রাজ্যপালের সংঘাতের যে উদাহরণ উঠে আসছে ভূ-ভারতে এমন আর কোনও উদাহরণ নেই । গোটা দেশে বাংলা ব্যতিক্রম ৷"

গোটা দেশে যা হয় না বাংলায় তা হয়, রাজ্য-রাজ্যপাল সংঘাত নিয়ে কটাক্ষ অধীরের

আরও পড়ুন : রাজ্যসভার লোভ দেখিয়ে দল চালানো যায় না, তৃণমূলকে কটাক্ষ দিলীপের

পাশাপাশি তাঁর মন্তব্য, "এখানে উপনির্বাচনকে ঘিরে যে রক্তপাত, সন্ত্রাস হয় তা আর কোথাও হয় না ৷ বিরোধীদের স্বীকৃতি দিয়ে গণতন্ত্র বেঁচে থাকুক এই সরকার তা চায় না ৷ মমতা বন্দ্য়োপাধ্যায় এবং তাঁর সহযোগীদের কথায় স্পষ্ট তারা গণতন্ত্রের পুজারি না-হয়ে স্বৈরতন্ত্রের পুজারি হতেই ভালবাসে । এর ফল একদিন দিদিকে ভুগতেই হবে ।"

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.