ETV Bharat / state

সিবিআই তদন্তে সাহায্য করুন মুখ্যমন্ত্রী : অধীর - মুর্শিদাবাদ

অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের স্ত্রীকে সিবিআই I নোটিস পাঠানোর পর থেকেই মুখ্য়মন্ত্রীর দিকে আঙুল তুলেছেন বিরোধীরা। এবার রীতিমতো সাংবাদিক বৈঠক করে সুর চড়ালেন অধীর।

adhir-attacks-mamata-on-cbi-investigation-issue
অধীর চৌধুরী
author img

By

Published : Feb 22, 2021, 4:50 PM IST

বহরমপুর, ২২ ফেব্রুয়ারি : সিবিআই-কে তদন্তে সাহায্য করে সত্য উদঘাটন হতে দিন। কালীঘাটে সিবিআই নোটিস নিয়ে এভাবেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আক্রমণ শানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। পাশাপাশি তিনি বলেন, "মুখ্যমন্ত্রী প্রমাণ করে দিন তিনি বা তাঁর পরিবারের কেউ দুর্নীতির সঙ্গে জড়িত নন। জড়িত থাকলে নির্বাচনে লড়বেন না, মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করবেন।"

অভিষেক ব্যানার্জির স্ত্রী ও শ্যালিকাকে কয়লা পাচার কাণ্ডে সিবিআই নোটিস পাঠানোর পর থেকেই উত্তপ্ত রাজ্য রাজনীতি।


আজ সাংবাদিক বৈঠক ডেকে অধীর চৌধুরী সরাসরি মমতা বন্দ্য়োপাধ্যায়কে নিশানা করে প্রশ্ন তোলেন, "মুখ্যমন্ত্রী আপনি কি বলতে পারবেন এরাজ্য গোরু পাচার হয়নি, কয়লা পাচার হয়নি, বালি পাচার হয়নি? আপনি বা আপনার পরিবার দুর্নীতির সঙ্গে জড়িত নন প্রমাণ করে দিন।" কাটমানি নিয়ে খোঁচা দিয়ে তিনি বলেন, "আপনি(পড়ুন মুখ্য়মন্ত্রী) নিজের মুখে স্বীকার করেছেন কাটমানি নেওয়া হয়েছে। সেই কাটমানি ফেরত দিতে হবে। আমরা চাই নিরপেক্ষ তদন্ত হোক। আপনি তদন্তে সাহায্য করুন।"

গরু পাচার রুখতে পারেনি বলেও মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে কটাক্ষ করে তিনি বলেন, "আপনার ঘরে সিবিআই গেছে। সত্য়ের উৎঘাটন হোক এটাই চাইছি।"

বহরমপুর, ২২ ফেব্রুয়ারি : সিবিআই-কে তদন্তে সাহায্য করে সত্য উদঘাটন হতে দিন। কালীঘাটে সিবিআই নোটিস নিয়ে এভাবেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আক্রমণ শানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। পাশাপাশি তিনি বলেন, "মুখ্যমন্ত্রী প্রমাণ করে দিন তিনি বা তাঁর পরিবারের কেউ দুর্নীতির সঙ্গে জড়িত নন। জড়িত থাকলে নির্বাচনে লড়বেন না, মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করবেন।"

অভিষেক ব্যানার্জির স্ত্রী ও শ্যালিকাকে কয়লা পাচার কাণ্ডে সিবিআই নোটিস পাঠানোর পর থেকেই উত্তপ্ত রাজ্য রাজনীতি।


আজ সাংবাদিক বৈঠক ডেকে অধীর চৌধুরী সরাসরি মমতা বন্দ্য়োপাধ্যায়কে নিশানা করে প্রশ্ন তোলেন, "মুখ্যমন্ত্রী আপনি কি বলতে পারবেন এরাজ্য গোরু পাচার হয়নি, কয়লা পাচার হয়নি, বালি পাচার হয়নি? আপনি বা আপনার পরিবার দুর্নীতির সঙ্গে জড়িত নন প্রমাণ করে দিন।" কাটমানি নিয়ে খোঁচা দিয়ে তিনি বলেন, "আপনি(পড়ুন মুখ্য়মন্ত্রী) নিজের মুখে স্বীকার করেছেন কাটমানি নেওয়া হয়েছে। সেই কাটমানি ফেরত দিতে হবে। আমরা চাই নিরপেক্ষ তদন্ত হোক। আপনি তদন্তে সাহায্য করুন।"

গরু পাচার রুখতে পারেনি বলেও মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে কটাক্ষ করে তিনি বলেন, "আপনার ঘরে সিবিআই গেছে। সত্য়ের উৎঘাটন হোক এটাই চাইছি।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.