জলঙ্গী, 29 মার্চ : নিমেষের মধ্যে পুড়ে ছাই হয়ে গেল প্রায় 80 বিঘা বিঘা গম ৷ আজ সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জলঙ্গীর ঝাউদিয়া মাঠে । খবর পেয়ে ঘটনাস্থানে আসে জলঙ্গী থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন ৷
স্থানীয় কৃষকদের অভিযোগ, কে বা কারা গম কাটার পর খড়ে আগুন দিয়ে চলে যায় । হাওয়ার কারণে সেই আগুনের গতিবেগ বেড়ে যাওয়ায় পাশের জমিতে আগুন লাগে । এইভাবে একে একে আগুন লেগে সারা মাঠে আগুন লেগে যায়। মাঠে কাজ করা চাষীরা আগুন নেভানোর কাজে হাত লাগালেও ব্যর্থ হয় তারা । খবর দেওয়া হয় দমকলকে । খবর পেয়ে মাঠে আসে দমকলের একটি ইঞ্জিন । দমকলের একটি ইঞ্জিনের ঘণ্টা খানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। কৃষকদের দাবি প্রায় 80 বিঘা জমির গম পুড়ে ছাই হয়ে গিয়েছে ।
তদন্তের স্বার্থে ঘটনাস্থানে উপস্থিত ছিলেন জলঙ্গী থানার পুলিশ । তবে কারও বিরুদ্ধে অভিযোগ নেই পুলিশের কাছে । সরকারের কাছে ক্ষতিপুরণের আর্জি জানায় চাষীরা ।